নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন নিয়ে কিছু গান

২১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩০


‘স্বপ্নের চেয়ে সুন্দর কিছু নেই। স্বপ্ন আমার রাখলাম তোমাতেই। তুমি তারে ভেঙ্গে দিও না। এই প্রেম কেড়ে নিও না’।
এভাবেই স্বপ্ন নিয়ে বহু গান রচিত হয়েছে বাংলা সহ পৃথিবীর বিভিন্ন ভাষায়। এই পোস্টে স্বপ্ন বা খোয়াব নিয়ে কিছু গান ব্লগারদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। লিঙ্কে গেলেই গানগুলি ভিডিও সহ শুনতে পারবেন।

স্বপ্ন নিয়ে বাংলা গানঃ

১। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী - আশা ভোশলে, কিশোর কুমার
২। স্বপ্নের চেয়ে সুন্দর কিছু নেই স্বপ্ন আমার রাখলাম তোমাতেই - শাহনাজ রহমতউল্লাহ
৩। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে - শ্যামল মিত্র - সাগরিকা
৪। আমার স্বপ্ন গুলো - আগুন
৫। আমার স্বপ্ন যে - লতা, কিশোর
৬। একদিন স্বপ্নের দিন - নচিকেতা- শিখা বসু
৭। কত স্বপ্ন দেখেছি - পঙ্কজ উধাস
৮। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল - অরুন্ধতী হোম চৌধুরী- সুরকার হেমন্ত
৯। আমি স্বপ্নে তোমায় দেখেছি - সন্ধ্যা মুখারজি
১০। মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো - কিশোর কুমার
১১। এমন স্বপ্ন কখনও দেখিনি - হৈমন্তী শুক্লা


স্বপ্ন নিয়ে হিন্দি গানঃ


১। ও মেরে সাপনোকে সাওদাগার - অনুরাধা পারোয়াল
২। মেরে সাপনোকে রানী কাব আয়েগি তু - কিশোর কুমার
৩। মেরে খাবো মে - লতা মঙ্গেশকর
৪। সুরমায়ি আঁখিও মে নানা মুনা এক সাপনা দে জায়ে
৫। সাপনোকে শাহের হাম বানায়েঙ্গে ঘার - কিশোর কুমার
৬। আপনে পেয়ারকে সাপনে সাচ হুয়ে
৭। দেখা এক খাব তো ইয়ে সিলসিলে হুয়ে - কিশোর কুমার, লতা
৮। সাপনে সাজানকে - আলকা ইয়াগনিক, অভিজিত
৯। ঝিলমিল সিতারোকা আঙ্গান হোগা রিমঝিম - মোঃ রফি, লতা
১০। সাচ হুয়ে সাপনে তেরে - আশা ভোষলে
১১। সাপনা মেরা টুট গায়া - আশা ভোশলে
১২। তেরে মেরে সাপনে আজ এক রাং হেয় - মোঃ রফি
১৩। রুলাকে গায়া সাপনা মেরা - লতা মঙ্গেশকর
১৪। আ সাপনে তুঝে বুলায়ে - গীতা দত্ত
১৫। সাপনোকা সাওদাগার আয়া - মুকেশ
১৬। রোজ রোজ আখে তালে এক হি সাপনা - আশা ভোশলে
১৭। খাব হো তুম ইয়া কোই হাকিকাত - কিশোর কুমার
১৮। জানে কেয়সে সাপনোমে - লতা মঙ্গেশকর
১৯। সাপনে মে সাজান সে - লতা মঙ্গেশকর
২০। সাপনে সুহানে লারাক পানকে - লতা মঙ্গেশকর
২১। একদিন সাপনেমে দেখা সাপনা - কিশোর কুমার
২২। সাপনে মে সাজান সে দো বাতে - লতা মঙ্গেশকর
২৩। দেখো ম্যায় দেখা হ্যাঁয় ইয়ে এক সাপনা - লতা, অমিত কুমার
২৪। আঁখিও মে ছোটে ছোটে সাপনে সাজায় - লতা মঙ্গেশকর
২৫। মেরা সুন্দার সাপনা বিট গায়া - গীতা দত্ত, এস ডি বর্মণ
২৬। কাল কি সাপনে আজ ভি আনা - সুমন কল্যাণপুর
২৭। আখো মে হামনে আপকে সাপনে সাজায়ে হে - কিশোর কুমার, লতা
২৮। আপ মুঝে আচ্ছে লাগনে লাগে সাপনে - লতা
২৯। ম্যায়নে তেরে লিয়ে হি সাত রাংগকে সাপনে - মুকেশ
৩০। রাত কালি এক খাব মে আয়ি - কিশোর কুমার
৩১। ম্যায় তো এক খাব হু - মুকেশ
৩২। রাত নে কেয়া কেয়া খোয়াব - তালাত মাহমুদ
৩৩। জিন্দেগী খোয়াব হে খোয়াব মে - মুকেশ
৩৪। সাপনে ঝারে ফুলসে - মোঃ রফি
৩৫। সাথিয়া তু মেরে সাপনোকা মিত হ্যাঁয় - মোঃ রফি , আশা ভোশলে
৩৬। জিভান হ্যাঁয় এক সাপনা - কিশোর কুমার, আশা ভোশলে
৩৭। মেরা এক সাপনা হ্যাঁয় - কুমার শানু, কাভিতা কৃষ্ণমূর্তি
৩৮। চোরি চোরি সাপনোমে - আভিজিত, আলকা ইয়াগনিক
৩৯। আ গালে লাগ যা মেরে সাপনে - মোঃ রফি
৪০। ও সাপনো কে সাওদাগার - অনুরাধা পারোয়াল, সনু নিগাম
৪১। জিভান সাপনা টুট গায়া - মুকেশ
৪২। হামনে যো দেখা সাপনে - লতা, মাহেন্দ্রা কাপুর
৪৩। অ্যায় মেরে আখোকে পাহেলে সাপনে - লতা, মুকেশ
৪৪। টুটে হুয়ে খাবো নে - মোঃ রফি
৪৫। দো চামাক তি আখো মে কাল খাব - গীতা দত্ত

স্বপ্ন নিয়ে ইংরেজি গানঃ

১। la isla bonita - Last night I dreamt of - Madonna
২। Dream dream dream - Everly Brothers
৩। Now only in my dreams - Debbie Gibson
৪। I have a dream - ABBA
৫। If I can dream - Elvis Presley
৬। Get outta my dreams, get into my car - Billy Ocean
৭। # 9 Dream. So long ago... was it in a dream - John Lennon
৮। Boulevard Of Broken Dreams - Green Day

আশা করি সবাই গানগুলি উপভোগ করবেন।

ছবি - একুশে টিভি
সূত্র - ইউটিউব

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:



স্বপ্ন নিয়ে গান লেখা,ও গাওয়া মানুষগুলো সুখি বলে মনে হয়।

২১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: 'সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা'।

এই আশার আরেক নাম হল স্বপ্ন। স্বপ্ন যতদিন থাকে ততদিন মানুষের জীবনে গতি থাকে।

স্বপ্ন নিয়ে গান লিখতে হলে একটা সুন্দর মনের প্রয়োজন হয়। গান, কবিতা লিখতে হলে মনে সুখের চেয়ে দুঃখ এবং আবেগ বেশী থাকা লাগে। সুখী মানুষ গান, কবিতা কমই লেখে।

২| ২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:২৩

মিরোরডডল বলেছেন:




স্বপ্ন হচ্ছে লাগামহীন, মনের মাধুরী মিশিয়ে স্বপ্ন দেখা যায়, এই একটা জায়গায় মানুষ সম্পূর্ণ মুক্ত।
































২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই পোস্টের প্রকৃত সমঝাদার মিরোরডডল এসে গেছে। এতোগুলি স্বপ্নের গান নিয়ে হাজির হবে সপ্নেও ভাবিনি। গানগুলি এখন শুনতে পাড়ছি না। রাতে শোনার পরে মন্তব্য করবো। :)

৩| ২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫৯

সোনাগাজী বলেছেন:



গাজা যখন পুড়ছে, আপনি শুধু বাঁশীর ভিডিও দেয়ার কথা ছিলো।

২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: গাজা ৭৫ বছর ধরে পুড়ছে। সামনেও ভবিষ্যৎ অন্ধকার। ওগুলি নিয়ে লেখার জন্য আপনি আছেন।

৪| ২১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

ঢাবিয়ান বলেছেন: ভাল লাগার সব গান নিয়ে এসে ভাল করেছেন । এক ইজরাইল নিয়ে পোস্ট দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছি ।

২১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমিও ফিলিস্তিন আর ইসরাইলের পোস্ট নিয়ে ক্লান্ত। এই কারণেই গানের পোস্ট দিলাম। আশা করি ব্লগারদের ভালো লাগবে।

৫| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ১:০৭

রাজীব নুর বলেছেন: আমি তো ভেবেছিলাম এই পোস্ট ব্লগার সোনাবীজ লিখেছেন।

এইসব গান শুনলে কি পাপ হবে না?

২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: পাপ হবে। আপনি গান শুইনেন না।

৬| ২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

মিরোরডডল বলেছেন:




সাচুকে আর গান শেয়ার করবো না।
অকারণ সময় নষ্ট। X((




২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোর মণি রাগ করেছে মনে হয়। :)

আসলে আধা ঘণ্টা আগে শেষেরটা ছাড়া সবগুলি গান শুনলাম। প্রথম দুইটা গান গত সপ্তাহে শুনেছিলাম অবশ্য। গান শোনার মুড সব সময় থাকে না। শেষেরটা শোনার আগমুহূর্তে ইন্টারনেটে সমস্যা হয়েছিল। বাংলাদেশে গত কয়েকদিন ধরে অন্তরজাল ধীর গতিতে চলছে, আবার অনেক সময় থাকছে না। তাই গান শুনে বা ব্লগিং করে মজা পাওয়া যাচ্ছে না। আর ফিলিস্তিন নিয়ে বাড়াবাড়ি রকমের লেখার কারণেও ভালো লাগছে না।

অনেকগুলি গান। তার মধ্যে শুধু মাইলসের গানটা আগে শোনা। কয়েক যুগ পরে শুনলাম। বেশ ভালো গান। আয়ুব বাচ্চুরটাও বেশ ভালো লেগেছে। বাপ্পার গানটা মোটামুটি। কুমার বিশ্বজিতেরটাও মোটামুটি। কুমার বিশ্বজিতের অন্যান্য গানের তুলনায় ভালো মানের ছিল না। রবীন্দ্রসঙ্গীতটা ভালো লেগেছে। কোন রবীন্দ্রসঙ্গীতই খারাপ লাগে না আসলে। হাবিব ওয়াহিদ একটা নতুন প্রতিভা। তার বাবার চেয়ে ভালো করেছে। তার বাবার একটা বা দুইটা ছাড়া কোন ভালো গান নাই আমার দৃষ্টিতে। সে একটু বেশী জনপ্রিয়তা পেয়েছে দরকারের চেয়ে বেশী।

সিয়া ক্যালিফোর্নিয়ার 'ড্রিমিং' গানটা মোটামুটি। গানের শেষে মেয়েটা মাটিতে শুয়ে পড়লো কেন এটা নিয়ে টেনশনে আছি। হাউ ডু আই স্টপ লাভিং ইউ গানটা বেশ ভালো লেগেছে। 'কিপ ড্রিমিং' গানটা বেশ ভালো লেগেছে। শেষেরটা এখনও শোনা হয় নাই। শোনার পরে মন্তব্য করবো।

মিরোর মণির রাগ কমানোর জন্য স্বপ্ন নিয়ে আরেকটা প্রিয় গান শেয়ার করলাম নীচে। এটার কথা ভুলে গিয়েছিলাম। আরেকজন গায়কের কণ্ঠে এই শুনতাম আগে। সেটা না পেয়ে আরেক ব্যান্ডের গাওয়া একই গান দিলাম। আগে কে গেয়েছে সেটা অবশ্য জানি না। এছাড়া স্বপ্ন নিয়ে জাগজিত সিংয়ের একটা গজল দিলাম। মিরর তো গজল পছন্দ করে।

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: জাগজিতের গানটার লিঙ্কটা আবার দিলাম। আগেরটাতে সমস্যা ছিল।

৭| ২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫

মিরোরডডল বলেছেন:




শায়মাপুর অবর্তমানে সেইভাবে ডেকে আপুর না থাকাটা কাভার করলো সাচু, ভালো।

কুমারের এই গানের রেকর্ডিং ভালো না, অনেক পুরনো এ্যালবামের।
হ্যাঁ হাবিবের অনেক বেশি ভালো গানের সংখা কিন্তু বাবার মাত্র কয়েকটা গান পরিচিত।
থ্যাংকস সাচু, জাগজিতের গজল থাকলে আর কিছু লাগে না।


২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: রাগ ভাঙ্গাতে গেলে একটু নরম আর কোমল সুরে কথা বলতে হয়। এই কারণে এই ভাবে বলেছি। :)

অনেকের গানই ভালো লাগে। তার মধ্যে বালামের গান ভালো লাগে। পার্থ বড়ুয়ার গান ভালো লাগে। পড়শি, কোনালের গান ভালো লাগে। ন্যানসির গান ভালো লাগে। নাসিম আলী খানের গান ভালো লাগে। আগুনের গান ভালো লাগে। শুভ্রও দেবের গান ভালো লাগে।

ব্লগে এখন কম মন্তব্য করি। সব সময় মন্তব্য করতেও ভালো লাগে না। সমস্যা হয়তো আমারই।

চিত্রা সিং আর জাগজিত সিং দুইজনেই আসলে অসাধারন। ১৯৮৩ সালে চিত্রা সিঙের গান প্রথম শুনি। আরেকটা অসাধারণ গলা হল সন্ধ্যা মুখোপাধ্যায়ের।

কুমার বিশ্বজিৎ 'তোরে পুতুলের মত করে সাজিয়ে' গানটা সোলস থেকে চুরি করেছিল। সোলসের এই গানের আলাদা একটা ভার্শন আছে। নাসিম আলীর দুইটা প্রিয় গান দিলাম নীচে। এছাড়া শেষের গানটা হলো হেমন্তের প্রথম জীবনের নাকি সুরের একটা গান।


০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন:

৮| ০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ১০:১২

খায়রুল আহসান বলেছেন: প্রচুর গান দিয়েছেন। আমার অনেক পছন্দের গান এসেছে এ তালিকায়। আপনার সাথে বরাবরের মত মন্তব্যের ঘরে মিরোরডডলও তার গানের ঝাঁপি খুলে বসেছেন । শুনবো সবগুলো এক এক করে, বহুদিন ধরে। আপাততঃ এইটুকু বলে, পোস্টে + দিয়ে চলে যাচ্ছি। + +

০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ১০:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি মনে হয় গান ভালোবাসেন। এই ব্লগে মিরোরডডল অন্যতম গান অনুরাগী। তার গানের ভাণ্ডার অনেক সমৃদ্ধ। অল্প সময়ের মধ্যে অনেক গানের লিঙ্ক সে দিয়ে দিতে পারে যে কোন বিষয়ের উপরে। আর সে সব যুগের গান শোনে। আদি কালের গান থেকে শুরু করে বর্তমানের তরুণ শিল্পীদের গানও সে শোনে। আমি বর্তমান সময়ের গান তেমন শুনি না বা সেই গান সম্পর্কে জানি না।

আমার তালিকার কিছু গান বেশ জনপ্রিয় গান। আশা করি অবসর সময়ে ধীরে ধীরে এই গানগুলি আপনি উপভোগ করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৯| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩১

মিরোরডডল বলেছেন:




মুগ্ধতা মুগ্ধতা আর মুগ্ধতা........

এতো সুন্দর গান করে আমাদের সাচু!!!!!

Many thanks for sharing.

সাচুর কাছ থেকে আরও অনেক গান শুনতে চাই :)


০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: গানের সমঝদার তো মিরোরডডল তাই হঠাৎ দিতে খেয়াল হল তাই দিলাম। :) কিছু ভুল আছে কথাতে। পুরো গান মনে ছিল না। পরীক্ষামূলক গান।

শুভ ভাইকে নিয়ে আমিও চিন্তিত আছি। আমার ধারণা নতুন বিয়ে করেছে তাই বউয়ের সাথে সময় বেশী দিচ্ছে। কয়েক দিন পরে আবার আসবে। বউ হয়তো ব্লগিং পছন্দ করে না।

১০| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৭

মিরোরডডল বলেছেন:




শুভ ভাইকে নিয়ে আমিও চিন্তিত আছি। আমার ধারণা নতুন বিয়ে করেছে তাই বউয়ের সাথে সময় বেশী দিচ্ছে। কয়েক দিন পরে আবার আসবে। বউ হয়তো ব্লগিং পছন্দ করে না।

এটা হলেতো এর চেয়ে ভালো গুড নিউজ আর হতে পারে না :)

০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার ধারণা সাময়িক বিরতি বিয়ে উপলক্ষে। বউয়ের বাঁধন মুক্ত হলেই চলে আসবে। :)

১১| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১৬

শায়মা বলেছেন: এত স্বপ্নের গান!!!

রবীন্দ্রনাথের স্বপ্নের গান কই???

স্বপনপারের ডাক শুনেছি

স্বপনচারিনী

০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: স্বপন পারের ডাক শুনেছি গানটা উপরে মিরোরডডল দিয়েছে। দুইটা গানই অনেক অনেক দিন পরে শুনলাম। আপনাদের দুইজনকেই ধন্যবাদ। আপনার জন্য স্বপ্ন নিয়ে একটা নজরুল সঙ্গীত আর আরেকটা গান দিলাম।


১২| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: এক এক করে আপনার তালিকার সবগুলো গান শোনা হলো। ভালো লাগল। ইংরেজী গানগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে তালিকার একেবারে শেষের গানটি।
মন্তব্যের ঘরের গানগুলো শোনার পর পুনর্বার না হয় আসা যাবে এ পোস্টে।

২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: শেষেরটা সহ ইংরেজি গানগুলিও ভালো লাগে আমার।

সময় সুযোগ পেলে আরও গান যোগ করার চেষ্টা করবো।

১৩| ২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের ঘরে পোস্ট করা গানগুলোও শোনা হলো। সেগুলোও সুখশ্রাব্য।

২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ৭ নং প্রতিমন্তব্যের দ্বিতীয় অংশের গানটা আমি খালি গলায় গেয়েছি। সেটা কি শুনেছেন। :)

১৪| ২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:০০

খায়রুল আহসান বলেছেন: "৭ নং প্রতিমন্তব্যের দ্বিতীয় অংশের গানটা আমি খালি গলায় গেয়েছি। সেটা কি শুনেছেন। :)" - "আকাশ ভরা সূর্য তারা" টা? শুনেছি তো! খুব ভালো গেয়েছেন। আমি তো ভেবে পাচ্ছিলাম না এত সুন্দর কণ্ঠে গানটা কোন শিল্পী গাচ্ছেন!

২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার গানের প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ। :) গানের কথা মাঝখানে দুই এক জায়গায় ভুলে গিয়েছিলাম। তাই একটু ত্রুটি আছে গানটাতে। ভালো থাকবেন। ধন্যবাদ।

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখানে আমার অনে ক প্রিয় গান আছে,
কিন্ত সময়ের অভাবে এখন শুনতে পালামনা ।

.....................................................................
আশা করছি অচিরেই শুনে নিবো ।
গানের জন্য +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.