নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

চিন্ময় ব্রহ্মচারী প্রভুকে গ্রেফতার করা হল কোন উদ্দেশ্যে?

২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৯

আমার ধারণা চিন্ময় ব্রহ্মচারী প্রভুকে গ্রেফতার করা হয়েছে ইচ্ছাকৃতভাবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য। ভালো উদ্দেশ্যে তাকে গ্রেফতার করা হয় নাই। চিন্ময় ব্রহ্মচারীর কথা বার্তা আমার ভালো লাগে না। তার উদ্দেশ্যও আমার ভালো মনে হয় না। কিন্তু সরকার তাকে গ্রেফতার করে পরিস্থিতি আরও খারাপ করছে। সরকার নিজের বুদ্ধিতে চলছে বলে মনে হয় না।

এছাড়া ঢাকার অনেকগুলি কলেজের ছাত্ররা মারামারি, ভাংচুর রক্তারক্তি করছে। সরকারের মধ্যেই কোন একটা মহল চাচ্ছে দেশে অরাজকতা সৃষ্টি হউক। সরকার কি উপদেষ্টারা চালাচ্ছে নাকি হাসিনার লোকেরা চালাচ্ছে বোঝা যাচ্ছে না।

অশনিসংকেতের আভাস পাওয়া যাচ্ছে।

শেখ হাসিনা মনে হয় পণ করেছে যে, আমাকে শান্তিতে থাকতে না দিলে বাংলাদেশের কাউকে আমি শান্তিতে থাকতে দেবো না।

মন্তব্য ৫৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: কি অভিযোগে গ্রেফতার করেছে তাই সঠিক ভাবে ডিবি বলতে পারছে না।

২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: সরকারের একটা মহল দেশকে বিপদে ফেলতে চাচ্ছে বলে মনে হচ্ছে। চিন্ময় ব্রহ্মচারী বিশেষ কোন হুমকি ছিল না। ওনাকে অন্য ভাবে সামলানো যেত। আমার মনে হচ্ছে সরকার মানুষকে বোকা বানাতে চাচ্ছে এবং দেশের পরিস্থিতি খারাপ করতে চাচ্ছে যেন অন্য কিছু ঘটার সুযোগ আসে। উপদেষ্টারা পুতুলের ভুমিকায় আছে।

২| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৪

এসো চিন্তা করি বলেছেন: ভালো লিখেছেন আমার লেখা পড়ার আমন্ত্রণ রইলো ☺️❤️

২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার পোস্ট 'কেন কল্পনা করবো' পোস্টটা ভালো লেগেছে। ওখানে মন্তব্য করেছি এখন। বাকিগুলি সময় পেলে পড়বো। আপনি মনস্তত্ত্ব নিয়ে লিখতে পছন্দ করেন মনে হয়।

৩| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:০৮

সৈয়দ কুতুব বলেছেন: আমার সন্দেহ সেনাবাহিনী কাজ টা করিয়েছে!

২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: পরিকল্পিতভাবে করা হচ্ছে। কারা করছে বলা মুশকিল।

৪| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১১

মেঠোপথ২৩ বলেছেন: আপনার আশংকা অমুলক নয়। আজকে কলেজগুলোতে নজিরবীহিন বিশৃংখলার মাঝে পুলিশের নিষ্ক্রিয় ভুমিকা নিয়ে সর্বত্র প্রশ্ন উঠছে। আবার এর মাঝেই ইসকন নেতা গ্রেফতার করার খবরটা পড়ে খুবই অবাক হয়েছি। শাহবাগে সমাবেশ শুরু হয়ে গেছে এরই মাঝে। স্বরাস্ট্র উপদেষ্টাকে কোথাও দেখা যাচ্ছে না। সব কিছুতেই তিন ছাত্রকে সামনে ঠেলে দেয়া হচ্ছে। পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়া হচ্ছে।

২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছোট ছোট ঘটনাকে পুজি করে এগুলি করা হচ্ছে। পুলিশ বা আর্মি অনেকটাই নিষ্ক্রিয়। চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেফতার না করলেও চলতো। ইচ্ছে করে হিন্দুদের মাঠে নামানোর ব্যবস্থা করা হয়েছে।

৫| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১৫

মেহবুবা বলেছেন: আল্লাহ্ তুমি দেশবাসীকে শান্তি দাও।

২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমিন। মনে হচ্ছে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চেষ্টা করা হচ্ছে। সংখ্যাগুরু হিসাবে এখন মুসলমানদের ধৈর্য ধরতে হবে হিন্দুদের আবেগকে সম্মান দিতে হবে। যা হচ্ছে সেটা দেশের জন্য ভালো না। কোন একটা মহল ইচ্ছে করে করছে সম্ভবত।

৬| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৬

জ্যাকেল বলেছেন: এই জানোয়ার টা ফ্যাসিবাদী হাসিনাকে প্রশংসা করে বলেছিল ইসকন চায় শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকুক। (যাতে ভারতকে সার্ভ করতে পারে)।

এই লোকটা আমাদের দেশে আয়নাঘর ফেরাতে র এর সাথে মিলে কাজ করতেছে।

২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কথা হয়তো ঠিক আছে। এই লোকের কথা আমারও ভালো লাগে না এবং সে মুলত উস্কানিদাতা। কিন্তু দেশের এই পরিস্থিতিতে ওনাকে গ্রেফতার করে পরিস্থিতি বেসামাল হয়ে যাওয়ার সম্ভবনা আছে। এটা সঠিক সময় না। আর ওনাকে অন্য ভাবে থামানো যেত। বড় কোন সমস্যা সে তৈরি করতে পারতো না।

৭| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:০২

অপু তানভীর বলেছেন: ধরছে ভাল কিন্তু যদি সামলাইতে না পারলে অবস্থা খারাপ হবে।

২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: এটাই চিন্তার কথা। সাম্প্রদায়িক ব্যাপার জড়িত। এগুলি ইচ্ছে করে করা হচ্ছে। যেন বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা হয়। জরুরী অবস্থা জারি করতে পারে। আর প্রেসিডেন্ট তো আমাদের চুপ্পু সাহেব। এটাও মাথায় রাখতে হবে। ওনাকে গ্রেফতার না করেও ব্যাপারটা সামাল দেয়া যেত।

৮| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:০৭

রাকু হাসান বলেছেন:


হঠাৎ কেন হিন্দু বৌদ্ধ ,খ্রিস্টান পরিষদের নেতৃত্ব বাদ দিয়ে ইসকন সামনে আসলো! এই মুহূর্তে ইসকন নেতাকে গ্রেফতার করার উপযুক্ত সময় নয়। এখানে সরকার প্রজ্ঞার অভাব রয়েছে। এদের হজম করার মতো শক্তিশালী হতে পারেনি এখনও সরকার । যদি সেনাদের এখানে হাত থাকে,তাহলে কপাল খারাপ আমাদের । আমেরিকা কি চাচ্ছে পাকিস্থানী স্টাইলে কেউ ক্ষমতায় থাকুক?

২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: কেমন আছেন ভাই। লং টাইম নো সি। সরকারের প্রজ্ঞার অভাব আছে অথবা সরকারের মধ্যে ঘাপটি দিয়ে থাকা লোকজন আছে।

সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় তাহলে ভবিষ্যতে সেনাবাহিনীও বিপদে পড়বে। এখন পড়বে না। পরে পড়বে। পাকিস্তানের মত অবস্থা হবে।

৯| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৩১

রাকু হাসান বলেছেন:

লেখক বলেছেন: কেমন আছেন ভাই। লং টাইম নো সি। সরকারের প্রজ্ঞার অভাব আছে অথবা সরকারের মধ্যে ঘাপটি দিয়ে থাকা লোকজন আছে।
সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় তাহলে ভবিষ্যতে সেনাবাহিনীও বিপদে পড়বে। এখন পড়বে না। পরে পড়বে। পাকিস্তানের মত অবস্থা হবে।


ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। একই আশঙ্কা আমারও । এমনটা হলে রক্ত ঝড়বে অনেক ।

২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: সামনে অনিশ্চিত সময়। দেশের অর্থনীতির বারোটা বাজবে।

১০| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৩৩

ডার্ক ম্যান বলেছেন: উনাকে শুধু শুধু গ্রেফতার করেছে। এখন যদি ছেড়ে দিতে বাধ্য হয় তাহলেও বর্তমান সরকারের লস।
মাহমুদুর রহমান হারামজাদা পিনাকী ইলিয়াস গং মিলে এদেশে পরিকল্পিত ভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে।
ইসকন অনেক শক্তিশালী সংগঠন। এদের আন্তর্জাতিক কানেকশন ভালো। চট্টগ্রামে কয়েকজনের সাথে আলাপ হয়েছিল।

২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: এটা করেছে সরকারের মধ্যে থাকা হাসিনার লোকেরা। পিনাকী, ইলিয়াস, মাহমুদুর রহমান এগুলি করবে না। তারা ইস্কনের উপরে খ্যাপা থাকলেও তাদের কথায় সরকার এই কাজ করবে না। সরকারের মধ্যে হাসিনার লোক আছে। তারাই করেছে। ইসকন বড় সংগঠন। এদের লোককে ধরা মানেই হাসিনা এবং ভারতের পক্ষে যাবে ব্যাপারটা। তাহলে প্রশ্ন সরকার এই কাজ কেন করলো। কারণ উপদেষ্টারা আসলে দেশ চালাচ্ছে না। একটা নির্দিষ্ট ছকে খেলা চলছে।

১১| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫১

ডার্ক ম্যান বলেছেন: আগস্টের ৫ তারিখ ধানমন্ডি ৩২ নাম্বার জ্বালিয়ে অনেকে নিজেদের অনেক বড় খেলোয়াড় মনে করেছিল।

মানুষ ভুলে যায়, এক মাঘে শীত যায় না কখনো।

সামরিক শাসন জারির চিত্রনাট্য লেখা হয়েছে অনেক আগেই।

২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: সামরিক শাসন জারী হলেও শেখ হাসিনার কোন লাভ হবে না। নতুন কোন সেনা শাসক আসবে। তারা কখনও আওয়ামীলীগকে পৃষ্ঠপোষকতা করবে না।

১২| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:১২

ভুয়া মফিজ বলেছেন: ''শেখ হাসিনা মনে হয় পণ করেছে যে, আমাকে শান্তিতে থাকতে না দিলে বাংলাদেশের কাউকে আমি শান্তিতে থাকতে দেবো না।'' শেষ লাইনে ''মনে হয়'' বলাতে নিশ্চিত হইলাম যে, আপনে উহাকে এখনও ঠিকমতো চিনতে পারেন নাই। তবে আমি এটা নিয়া যতোটা না চিন্তিত, তার চাইতে বেশী চিন্তিত এই সরকারের অলসতা নিয়া। এরা প্রায়োরিটি বুঝতে পারতেছে না, আর সময়ের কাজ সময়ে করে না। বিতর্কিত লোকজন নিয়া এরা কতোদূর যাইতে পারবে বুঝতে পারতেছি না। X(

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার মতই শেখ হাসিনাকে চেনার আমার বাকি নাই। ঠিক আছে মেনে নিলাম যে 'মনে হয়' শব্দ দুটির প্রয়োগ সঠিক হয় নাই। বলা উচিত ছিল 'শেখ হাসিনা পণ করেছে যে, আমাকে শান্তিতে থাকতে না দিলে বাংলাদেশের কাউকে আমি শান্তিতে থাকতে দেবো না'।

এই সরকার মনে হচ্ছে অনেকে ক্ষেত্রে ইচ্ছে করে অলসতার ভান করছে। পুরান ঢাকার কলেজগুলিতে ১ সপ্তাহের বেশী সময় ধরে বিবাদ চলছিল। সরকার জানা সত্ত্বেও কেন তারা মারামারি, ভাংচুর থামাতে পারলো না। এটা আমার প্রশ্ন। আবার আগের দিন ঘোষণা দিয়ে পাল্টা হামলা হল তারপরেও একটা কলেজে আবার ভাংচুর হল। মনে হচ্ছে সরকার ইচ্ছে করে পরিস্থিতি খারাপ করার ধান্ধায় আছে।

এরা কোন কাজকে অগ্রাধিকার দেয়া দরকার সেটা বুঝছে না। বিতর্কিত লোকজন কেন রাখছে সরকারে সেটাও পরিষ্কার না।

১৩| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:২০

আদিত্য ০১ বলেছেন: এর পেছনে জামাত ঘাপটি মেরে আছে, প্রথম আলো আর ডেইলি স্টারের সামনে যে ভাইরাস উস্কানি দিছে ঐ ভাইরাস হিন্দু হয়ে মুসলিমদের উস্কানি দেয়, ওই বাদরটা কত বড় খারাপ, ঐটারে আগে দেশে এনে ঝুলিয়ে ডলা দেওয়া উচিত, ঐটা যা বলছে সেভাবে শিবির জামাত ভিতরে ভিতরে সব করছে, শিবির জামাত চেনার ঊপায় নাই, ওদের অন্য কোন প্ল্যান আছে, খেলাফত টাইপ কিছু,

এইটা বুঝার জন্য বিলাত থেকে পি এইচ ডি ডিগ্রী আনতে হয় না।

আপনি পড়ে আছেন আওয়ামীলীগের পিছনে। বিএনপি জামাত ক্ষমতা যাওয়ার আগে যেই ওয়ার্ম আপ খেলা শুরু করেছে, ক্ষমতায় গেলে, টেস্ট খেলা দিয়ে কি করে দেখবেন, আপনি জামাত পন্থি হলে,এগুলা আমলে নিবেন না, কারন প্রথম আলো অফিসের হামলায় কোন জামাত ছিলোনা, ওরা জীন ভুত।

আপনি ২০০১-২০০৬ দেখছেন কিনা জানিনা...এক দিনে ৬৩ জেলায় বোমা হামলা, ২০০৪ এ ২১শে গ্রেনেড হামলা করে একটা দলকে নিশ্চিন্ন করা ও হাজার নেতা কর্মীদের গ্রেনেড বোমা হামলা করে মেরে ফেলা বা আহত করাই ছিলো জামাত বিএনপির কাজ

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: পিনাকির রক্ত গরম বেশী। ফলে তার সব কথা বাস্তবে রূপ দেয়া যাবে না। আর পিনাকী বললেই সরকার সেটা করবে কেন। হিন্দু নেতাকে গ্রেফতার করে স্থায়ী ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে। এতে আওয়ামীলীগ এবং ভারত লাভবান হবে। রাস্তায় মারামারি না করে এখন আইনের সাহায্যে বিরোধী পক্ষের বিরুদ্ধে লড়তে হবে। তবে চিন্ময় দাসকে গ্রেফতার না করলেও চলতো। সরকার ভারত এবং আওয়ামীলীগের ফাঁদে পা দিয়েছে বলে আমার মনে হয়। ভারত এবং আওয়ামীলীগ এটাই চাচ্ছিল। আজকে চট্টগ্রামে হিন্দুদের আক্রমনে একজন মুসলমান আইনজীবী খুন হয়েছে। দাঙ্গার শুরু হতে যাচ্ছে মনে হচ্ছে। এই দাঙ্গা ঠেকাতে আর্মি ক্ষমতায় চলে আসতে পারে। সেটাই ভারত বা আওয়ামীলীগ চাচ্ছে। প্রথম আলো বা ডেইলি স্টারের বিরুদ্ধে কিছু করতে চাইলে আইনের আশ্রয় নেয়া যেত। সেটা না করে সংবাদপত্রের অফিস ঘেরাও করা ঠিক মনে হচ্ছে না। সারা বিশ্বে সাংবাদিক এবং সংবাদপত্রের উপরে আক্রমণকে খুব খারাপ ভাবে দেখা হয়ে থাকে। এটা আন্তর্জাতিক নিউজে পরিণত হতে পারে।

রাস্তার মারামারি বন্ধ করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হতে হবে। পিনাকী জ্বালাও, পোড়াও, মার, ধর এই সব বুদ্ধি দিচ্ছে। এগুলি এখন করা যাবে না। জামাত হোক বা বিএনপি হোক তাদেরকে দলের নেতাদের নির্দেশ মেনে চলতে হবে। পিনাকির অনেক নির্দেশনা ঠিক থাকলেও তার সব কথা রাস্তায় নেমে করা যাবে না। প্রজ্ঞার পরিচয় দিতে হবে।

বিএনপি ইতিমধ্যে গুণ্ডামি শুরু করে দিয়েছে।

বিএনপি এবং আওয়ামীলীগ উভয়েই অনাচার করেছে যখন তারা ক্ষমতায় ছিল। কিন্তু মাত্রার দিক থেকে আওয়ামীলীগের সন্ত্রাস, দুর্নীতি, হত্যা, গুম, নির্যাতনের মাত্রা বিএনপির অন্তত ১০ গুণ হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। বিএনপির সমালোচনা করে আপনি হাসিনার জুলুমকে ন্যায্যতা দিতে পারবেন না।

১৪| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৩২

ক্লোন রাফা বলেছেন: আমি হতবাক হচ্ছি আপনাদের প্রত্যাশা দেখে‼️ দেশ কি ৩ ঘন্টার সিনেমা যে সব কিছু গুছিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকবে সবাই‼️আরো কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। আমেরিকার কিছুই করতে হবেনা শুধু যদি একটু ব্যাবসা কমিয়ে দেয় বাংলাদেশের সাথে । অর্থনীতি যখন হুমকিতে পরবে এমনিতেই সব ধ্বসে পরবে।
এখনও জঙ্গি আর জামাত তাদের ক্রিয় কর্ম শুরুই করেনি। শুরু করতে দেন তাদের স্টেক দাবি করার জন্য। Rab automaticaly Destroyd, police is gone. military Think Only They're benefits u mission. how can rule country without Law enforcement Department ⁉ only BGB ..... Somewhere Something Cooking ..... Thanks

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি আশায় আছেন যে দেশের অর্থনীতির অবনতি হবে আর সবাই আবার শেখ হাসিনার জয়গান শুরু করবে। আশা নিয়ে থাকেন আপনি। হাসিনা থেকে মুক্তির জন্য কিছু বিসর্জন দিতে হবে আমাদের। তবে সরকার হল এনজিও কর্মী দ্বারা চালিত আর আর্মি এখনও শেখ হাসিনার লোকদের নিয়ন্ত্রণের। এটাই এই সরকারের ব্যর্থতা।

জঙ্গি নাটক করেছে আওয়ামীলীগ। আপনিও সেগুলি বলছেন। জামাতে এতো জঙ্গি থাকলে আরও আগেই আওয়ামীলীগের পতন তারা ঘটাতো। এগুলি সব আওয়ামীলীগের নাটক ছিল যেন ভারত এবং পশ্চিমা বিশ্বের প্রশংসা আওয়ামীলীগ পায়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতৃত্বে যারা আছে তারা মুলত হাসিনার। তারা মজা দেখছে। আপনার মত।

১৫| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৩৪

আদিত্য ০১ বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: ''শেখ হাসিনা মনে হয় পণ করেছে
আপনার মত সৈনিক দরকার এই সরকার খেলাফত প্রতিষ্ঠায় মণো্যোগ দিতে, আপনি ব্লগে ভুয়া ভাবে না থেকে এখন আসল রুপে খেলাফত প্রতিষ্ঠার সৈনিক হিসবে চলে যান

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভুয়া মফিজ ভাই তো খেলাফতের কথা বলেননি। আপনি আগ বাড়িয়ে এই অভিযোগ ওনার নামে কেন দিচ্ছেন। অপ্রাসঙ্গিকভাবে আপনি ওনার সম্পর্কে এমন কিছু কথা বলেছেন যে কথা উনি উপরের মন্তব্যে বলেননি। ওনার নিক নিয়েও আক্রমণ করলেন। এগুলি না করে যুক্তি সহকারে মন্তব্য করলে ভালো হত।

১৬| ২৬ শে নভেম্বর, ২০২৪ ভোর ৪:৩৩

নান্দাইলের ইউনুছ বলেছেন:

সাজানো গোছানো একটা দেশ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে।

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আশা হত হবেন না। জালেম থেকে মুক্তির জন্য কিছু ত্যাগ আমাদের করতে হবে। কিন্তু কিছু অযোগ্য লোক নিয়ে সরকার গঠন হয়েছে। সেনাবাহিনীর উঁচু পদে এখনও শেখ হাসিনার লোকেরা আছে। যার কারণে সময় লাগছে।

১৭| ২৬ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:১৯

কামাল১৮ বলেছেন: এই লোক সরকারের জন্য অশনি সংকেত।সরকার নিজেই নিজের শনি ডেকে আনছে।

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার মনে হচ্ছে সরকার অকারণে সমস্যা তৈরি করছে যে সমস্যা মোকাবেলা করার যোগ্যতা তাদের এই মুহূর্তে নেই।

১৮| ২৬ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:০১

ইফতেখার ভূইয়া বলেছেন: নিউ-ইয়র্কের জ্যাকসন হাইটসে দেখলাম কিছু বাংলাদেশী হিন্দু (মূলত) সম্প্রদায়ের লোক এটা নিয়ে সমাবেশ করছে।

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: গত ৪ মাসে বিভিন্ন পক্ষ তাদের বিভিন্ন ধরণের দাবি নিয়ে মিটিং, মিছিল করেছে। হিন্দুরাও করেছে। এখন তাদের বড় এবং জনপ্রিয় একজন নেতাকে গ্রেফতার করে সরকার ভারত এবং আওয়ামীলীগের ফাঁদে পা দিয়েছে। আজকে হিন্দুরা একজন আইনজীবীকে হত্যা করেছে প্রকাশ্য দিবালোকে। তারমানে দাঙ্গার পরিবেশ তৈরি হচ্ছে। সরকার এগুলি সামলাতে পারবে বলে মনে হয় না। এগুলি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হবে। সরকার বাইরে থেকে চাপের সম্মুখীন হবে। এই সরকার যে দুর্বল এটা পরিষ্কার। তাদের এই ধরণের ফাঁদে পা দেয়া ঠিক হয়নি।

১৯| ২৬ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৯

শেরজা তপন বলেছেন: সবকিছু কেমন আউলা ঝাউলা হয়ে যাচ্ছে। যাই হোক এই ভদ্রলোককে আমি চিনতামই না- তারে গ্রেফতার করে বিখ্যাত করে দিল আর নতুন একটা ঝামেলার সৃষ্টি করল!

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: গত কয়েক মাস ধরে এই হিন্দু নেতা বেশ জনপ্রিয়। তার আগে কোন মুসলমান ওনাকে চিনত না। সরকার অপ্রয়োজনীয় কাজ করছে। সরকার এগুলি গিলতে পারবে না। এই সরকার দুর্বল সরকার। এটা সবাই বুঝে গেছে। সাম্প্রদায়িক সংঘাতকে ডেকে আনা ঠিক হয়নি।

২০| ২৬ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪১

কাঁউটাল বলেছেন: পোভুপাদ

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওকে।

২১| ২৬ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৪

আরািফন বলেছেন: ইসকনের মাঠে আসার রিস্ক মাথায় নিয়েই সরকারের উচ্চপর্যায়ের ডিসিশনে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত হয়েছি।

আমাদের আশঙ্কা ছিলো এইটা সরকারকে বিপদে ফেলার জন্য কোন স্যাবোটাজ কি না। উত্তর হলো, না। এটা সরকার নিজের ডিসিশনেই করেছে।

চট্টগ্রামে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা টানানোর মূল হোতা ছিলেন চিন্ময়। এবং তিনি এই সপ্তাহেই ঢাকা অভিমুখে লং মার্চ করার প্রিপারেশান নিচ্ছিলেন।

সবচে বড় কথা, এই কদিনের মধ্যে তিনি বেশ কয়েকবার ভারতে যাতায়াত করছিলেন।

ইভেন আজ উনাকে গ্রেফতার করা হয়েছে এয়ারপোর্টে, ভারত থেকে ফেরার পর।

ভারত থেকে উনি কোন মেসেজ ক্যারি করছিলেন, যেটা দিয়ে সরকার অস্থিতিশীল করার সর্বোচ্চ চেষ্টা করা হতো। এয়ারপোর্টে তাকে গ্রেফতার করার মধ্য দিয়ে সেই চেষ্টাকে থামানো গেল বলেই মনে হচ্ছে।

এই সরকারের ব্যাপারে আমার সবচে বড় অভিযোগ ছিলো যে এরা সবকিছু গুবলেট করে ঢাকায় এনে তারপর সমাধান করতে যায়। খুব সম্ভবত এইবার লংমার্চ হওয়ার আগেই সেইটা থামানো যাবে।

একইসাথে, এইটা দিয়ে সরকার চিন্ময় দাসকে যারা ওউন করে তাদের একটা শক্ত মেসেজ দিতে চাইতেছে, যে ভবিষ্যতে এমন কিছু করতে চাইলে তাদের ব্যাপারে শক্ত পদক্ষেপ নেওয়া হবে।

এবং সরকার এক্ষেত্রে অত্যন্ত কনফিডেন্ট যে তারা চিন্ময় দাস গ্রেফতার পরবর্তী পরিস্থিতি শক্ত হাতে দমন করতে পারবে এবং উগ্রবাদী, জাতীয় পতাকার অবমাননাকারীদের এবং একইসাথে প্রতিবেশি দেশ আর সে দেশের আশ্রিতা সেবাদাসী হাসিনাকে খুব শক্ত একটা মেসেজ দিতে পারবে।

আপাতত সরকারের এই সদিচ্ছাকে আমরা স্বাগত জানাই।

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই সরকারের মধ্যে অনেক অপরিপক্কতা আছে। এরা যে দুর্বল এটা এখন পরিষ্কার। যে পর্যায় থেকেই সিদ্ধান্ত নেয়া হয়ে থাক না কেন, আমার মনে হচ্ছে সরকার ভারত এবং আওয়ামীলীগের ফাঁদে পা দিয়েছে। এগুলি এই সরকার সামলাতে পারবে বলে মনে হয় না। দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি করবে।

পতাকার ইস্যুটা সরকার অগ্রাহ্য করতে পারতো। এখন সংঘাতের সময় না। পতাকার ব্যাপারটা উস্কানি দেয়ার জন্যই করা হয়েছে। লং মার্চের ডাক দিলেই সফল হতো না। গত ৪ মাসে অনেকেই অনেক দাবি, হুমকি ইত্যাদি দিচ্ছে। এগুলি এতো গুরুত্বের সাথে না নিলেই চলে। চিন্ময় ষড়যন্ত্র করছে এটা বোঝা যাচ্ছে। তারপরেও কৌশলে এদেরকে দুর্বল করতে হবে। কিন্তু একজন হিন্দু নেতাকে গ্রেফতার করে আন্তর্জাতিক মহলে এই সরকার চাপের মুখে পড়বে। সেটা সামাল দিতে পারবে কি না সন্দেহ আছে। যদিও আপনি বলছেন পারবে। কিন্তু এই সরকার অনেক ক্ষেত্রেই দুর্বল। আমরা এই সরকারের পক্ষে কিন্তু সরকারের কর্মকাণ্ড আশা ব্যঞ্জক নয়। এটাই উদ্বেগের বিষয়।

২২| ২৬ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৯

কাঁউটাল বলেছেন: পোভুপাদ তাহলে ভারত থেকে গোপন তথ্য নিয়ে ফিরছিল? হুম।

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার তো ধারণা এখনও 'র' এর গুপ্তচর বাংলাদেশে অনেক আছে। তারা মনে হয় বহাল তবিয়তেই আছে। গোপন তথ্য তারা প্রতিনিয়ত পাচার করছে ভারতে। তাদেরকে তো ধরা যাচ্ছে না বা পাড়ছে না। শুধু চিন্ময়ের পিছনে লেগে লাভ কী।

২৩| ২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সরকারের মধ্যে ফেসিস্ট হাসিনার লোক আছে তারাই এখন সরকারকে চালিত করছে উপদেষ্টারা শুধু বক্তৃতা বিবৃতি দিয়ে যাচ্ছে।

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই সরকারকে অন্য কেউ চালাচ্ছে। এটা তাদের কর্মকাণ্ড দেখেই বোঝা যাচ্ছে। এনজিওর লোক দিয়ে সরকার চালানো সম্ভব না। ভারত এখনও চাচ্ছে আওয়ামীলীগ পুনরায় রাজনীতিতে স্থান পাক।

২৪| ২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৫

ভুয়া মফিজ বলেছেন: @আদিত্য ০১ঃ আপনার মতো অর্ধশিক্ষিত বলদের কাছ থেকে জানতে হবে আমার কি করতে হবে? শুদ্ধভাবে বাংলা লেখা শিখেন আগে, তারপরে না হয় মন্তব্য করবেন। আর বিভিন্ন পোষ্টে গিয়ে বেশী বেশী ল্যাদায়েন না। শেষে ডিহাইড্রেশান হবে।

২৫| ২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৬

কাঁউটাল বলেছেন:

২৬| ২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩৪

আজব লিংকন বলেছেন: শেখ হাসিনা মনে হয় পণ করেছে যে, আমাকে শান্তিতে থাকতে না দিলে বাংলাদেশের কাউকে আমি শান্তিতে থাকতে দেবো না।
একটা বিষয় জানার ছিল, হাসিন বাদে আওয়ামীলীগের জনগণ সংখ্যায় কত হবে?
তারা কি সারা জীবন চুপ করে বসে থাকবে?

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আওয়ামীলীগের সমর্থকের সংখ্যা বেশী হবে না এখন। তারা সংখায় বেশী হলে শেখ হাসিনা ১৬ বছরে নিরপেক্ষ নির্বাচন দিত। শেখ হাসিনা জানতো যে তার জনপ্রিয়তা নাই তাই ফেয়ার নির্বাচন দিতে সাহস করে নাই। গত জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের কারণে আওয়ামীলীগের লোক অনেক কমে যাওয়ার কথা।
পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হবে। তখন শেখ হাসিনার সাধারণ সমর্থকরা কথা বলতে পারবে। তবে যারা খুন, নির্যাতন, গুম, দুর্নীতি করেছে তাদের আগে বিচার করতে হবে। তবে হাজারো ছাত্র-জনতার রক্তে রাঙানো আওয়ামীলীগের প্রতি এখনও কেন মানুষের প্রীতি এটা আমার মাথায় আসে না। আওয়ামীলীগকে ধর্মের মত বিশ্বাস করলেই সমস্যা। চেতনার ব্যবসা করে আওয়ামীলীগ ক্ষমতায় ছিল। বোকা পাবলিক সেটা গিলেছে। আওয়ামীলীগ বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যা শুরু হয়েছিল ১৯৭২ সাল থেকে। জাতি এখনও আওয়ামীলীগের পড়ানো মন্ত্রের কারণে বেহুঁশ অবস্থায় আছে।

২৭| ২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২৫

নতুন বলেছেন: আরািফন ভাই এর সাথে একমত।

একইসাথে, এইটা দিয়ে সরকার চিন্ময় দাসকে যারা ওউন করে তাদের একটা শক্ত মেসেজ দিতে চাইতেছে, যে ভবিষ্যতে এমন কিছু করতে চাইলে তাদের ব্যাপারে শক্ত পদক্ষেপ নেওয়া হবে।

এবং সরকার এক্ষেত্রে অত্যন্ত কনফিডেন্ট যে তারা চিন্ময় দাস গ্রেফতার পরবর্তী পরিস্থিতি শক্ত হাতে দমন করতে পারবে এবং উগ্রবাদী, জাতীয় পতাকার অবমাননাকারীদের এবং একইসাথে প্রতিবেশি দেশ আর সে দেশের আশ্রিতা সেবাদাসী হাসিনাকে খুব শক্ত একটা মেসেজ দিতে পারবে।

আপাতত সরকারের এই সদিচ্ছাকে আমরা স্বাগত জানাই।

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: সরকারের স্বদিচ্ছা থাকতে পারে। কিন্তু এই সমস্যা এই দুর্বল সরকার গিলতে পারবে কি না সন্দেহ আছে। ঢাকার কয়েক হাজার ছাত্রকে সামলাতে পাড়ছে না। সারা দেশের সকল হিন্দুকে খেপিয়ে তুললে সেটা তারা কিভাবে সামলাবে এটা আমার মাথায় আসে না। দীর্ঘস্থায়ী সমস্যায় সরকার জড়িয়ে যেতে পারে।

২৮| ২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৭

জুল ভার্ন বলেছেন: ত্রাসের রাজত্ব....
চট্টগ্রাম আদালতে ইসকন নেতা চিন্ময়ের শুনানিকালে ত্রিশুল নিয়ে হাজির ইসকন সদস্যরা।

চট্টগ্রাম, ২৬ নভেম্বর, ২০২৪ ইংত্রাসের রাজত্ব....
চট্টগ্রাম আদালতে ইসকন নেতা চিন্ময়ের শুনানিকালে ত্রিশুল নিয়ে হাজির ইসকন সদস্যরা।

চট্টগ্রাম, ২৬ নভেম্বর, ২০২৪ ইং

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: একজন আইনজীবীকে তারা হত্যাও করেছে। কিন্তু এখন মাথা গরম না করে সরকারকে ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে হবে।

২৯| ২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০১

কাঁউটাল বলেছেন: পোভুপাদের অনুসারীরা আমাদের উপরে ত্রিশুল নিয়ে ঝাপিয়ে পড়তে পারে।

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: একজনকে হত্যা করা হয়েছে ইতিমধ্যে।

৩০| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৫

আদিত্য ০১ বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: @আদিত্য ০১ঃ আপনার মতো অর্ধশিক্ষিত বলদে

ভুয়া থেকে প্রকৃত মফিজে আসলে হয়ত আপনার ভেউ ভেউ কিছুটা যথার্থ মনে হবে, অল্পতে ভেউ ভেউ করে উঠেন হাই ব্লাড প্রেশার থাকলে সমস্যা হবে। আমার কমেন্টের কথা ভুয়া লোক ছাড়া সবাই বুঝে, যারা ভুয়া, তাদের পুরুটাই ভুয়া, ভুয়াদের ভেউ ভেউয়ে শুধুই পাকিশ্রেনীদের মতই মনে হয়

৩১| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ২:১৭

ভুয়া মফিজ বলেছেন: @আদিত্য ০১ঃ একেতো খুনী হাসিনা দিল্লীতে চলে যাওয়ায় হালুয়া-রুটি বন্ধ, এখন আবার প্রভুপাদ জেলখানায় চলে যওয়াতে আপনার পাদের অভাবে পুষ্টিজনিত ঘাটতি দেখা দিচ্ছে। আপনার সমস্যা বুঝতে পারছি। শুদ্ধভাবে দুই লাইন লেখার যোগ্যতা নাই, তারপরেও চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য অভিনন্দন!!!!

আপনি কোন গোয়ালের বলদ জানার পরও যে আপনার পিছনে সময় নষ্ট করলাম, এটা ভেবেই খারাপ লাগছে। আপনি বরং বিভিন্ন পোষ্টে ল্যাদানো কন্টিনিউ করেন। নিয়মিত স্যালাইন ওয়াটার খেতে ভুলবেন না কিন্তু!!! অল দ্য বেস্ট!!!! =p~

৩২| ২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

জটিল ভাই বলেছেন:
সহমত ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.