নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেলিনা আজাদ বেশী গান গাননি। কিন্তু তার গাওয়া বেশ কিছু গান বেশ ভালো মানের ছিল এবং '৭০ এবং '৮০ দশকে জনপ্রিয়তা পেয়েছিল। সঙ্গীতশিল্পী সেলিনা আজাদ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া বরেণ্য সুরকার এবং পরিচালক আজাদ রহমানের স্ত্রী। ছোটবেলায় বাবা-মার অনুপ্রেরণায় সঙ্গীতে হাতেখড়ি হয় তার। কয়েকজন বিখ্যাত গানের ওস্তাদের কাছে তিনি সঙ্গীতে তালিম নিয়েছেন। সেলিনা আজাদ বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের বিশেষ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী। শিশু শিল্পী হিসাবে ১৯৬৭ সালে তিনি বিটিভিতে গান গাওয়া শুরু করেন। চলচ্চিত্রে প্লে ব্যাক সিঙ্গার হিসাবে তার গাওয়া কয়েকটি গান এখনও মানুষ বারবার শোনে। বিশেষ করে 'মাসুদ রানা' এবং 'দস্যু বেনহুর' সিনেমায় গাওয়া তার গানগুলি শ্রোতাদের মন কেড়েছিল। সিনেমা ছাড়াও তার গাওয়া কিছু আধুনিক গান বেশ ভালো মানের। রুনা লায়লা বা সাবিনা ইয়াসমিনের মত জনপ্রিয় না হলেও সেলিনা আজাদ মিষ্টি কণ্ঠের একজন সফল গায়িকা। মানুষ তার কাছে থেকে আরও কিছু গান আশা করেছিল। কিন্তু সময়ের আগেই তিনি গান থেকে অবসরে চলে যান এবং এখনও অবসরেই আছেন। তিনি এক সময় সঙ্গীতের শিক্ষক এবং 'সংস্কৃতি কেন্দ্র' নামের একটি প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ছিলেন। ২০২০ সালে তার সুরকার এবং গীতিকার স্বামী আজাদ রহমান মারা যান।
সেলিনা আজাদের গাওয়া কিছু গানের তালিকা নীচে দেয়া হল।
১। ‘মনেরও রঙে রাঙাবো’ - সিনেমার নাম ‘মাসুদ রানা’, মুখ্য চরিত্রে অভিনয় করেছে কবরী এবং সোহেল রানা। কথা এবং সুর – আজাদ রহমান।
মনেরও রঙে রাঙাবো
২। ‘ তুমি হলে তুমি, দূর এলো কাছে’ – সিনেমার নাম 'দস্যু বেনহুর', মুখ্য চরিত্রে অভিনয় করেছে সোহেল রানা, কল্পনা এবং অঞ্জনা। গানের গীতিকার – গাজী মাজহারুল আনোয়ার, সুরকার – আজাদ রহমান।
তুমি হলে তুমি, দূর এলো কাছে
৩। রিমঝিম রিমঝিম বৃষ্টি ঝরছে শুধু ঝরছে – কথা এবং সুর – আজাদ রহমান
রিমঝিম রিমঝিম বৃষ্টি ঝরছে শুধু ঝরছে
৪। ভালো লাগে ভালো লাগে – গীতিকার- গোলাম সরোয়ার, সুর – আজাদ রহমান।
ভালো লাগে ভালো লাগে
৫। মৌ মৌ মৌ মৌটুসি - কথা এবং সুর – আজাদ রহমান।
মৌ মৌ মৌ মৌটুসি
৬। প্রেম যদি লুকিয়ে রাখো – সিনেমার নাম ‘মায়ার বাঁধন’ – কণ্ঠ সেলিনা আজাদ এবং এম এ হামিদ। অভিনয়ে – রাজ্জাক এবং শাবানা।
প্রেম যদি লুকিয়ে রাখো
৭। আজকে না হয় এখানেতে গল্পটাকে রাখি – গীতিকার এবং সুরকার – আবু জাফর।
আজকে না হয় এখানেতে গল্পটাকে রাখি
৮। মাগো তোমার বুকে - গীতিকার এবং সুরকার – আজাদ রহমান।
মাগো তোমার বুকে
আশা করি ব্লগাররা গানগুলি উপভোগ করবেন।
সূত্রঃ
১। ইউটিউব
২। https://bmdb.com.bd/person
৩। ঢাকা কুরিয়ার
ছবি - https://bmdb.com.bd/person
২৮ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৩:১৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাকিগানগুলি শুনলেও ভালো লাগবে আশা করি। উনি একজন গুণী শিল্পী ছিলেন।
২| ২৮ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৫০
কামাল১৮ বলেছেন: প্রথম গানটি জনপ্রিয় ছিলো একসময়।প্রায় শুনা যেতো গানটি।
২৮ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই গানটা 'মাসুদ রানা' সিনেমার গান। ৭০ এর দশকের গান। বাকি গানগুলিও শুনলে ভালো লাগবে আশা করি।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:০৮
শেরজা তপন বলেছেন: আগে থেকেই জানতাম। লিঙ্ক দিয়ে ভাল করেছেন।
২৮ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪০
সাড়ে চুয়াত্তর বলেছেন: লিঙ্ক দিলাম। সময় পেলে শুনবেন।
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০২৪ রাত ২:২৪
আঁধারের যুবরাজ বলেছেন: প্রথম দুটি গান আমার প্রিয় গান গুলির মাঝে রয়েছে। আজও মাঝে মাঝে শুনি ,সেই কিশোরবেলা থেকে।