নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গজল বা গাজাল এক ধরণের গান। এই গানের উৎপত্তি আরব ভূখণ্ডে ৭ম শতাব্দীতে। পরবর্তীতে দ্বাদশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে এই গানের প্রসার ঘটে। গজল মুলত নরনারীর প্রেমপূর্ণ কবিতার সাংগীতিক রূপ। আবার অনেক সময় সৃষ্টিকর্তার সাথে মহব্বত বা প্রেমও গজলে ফুটে ওঠে। বিরহ ব্যথা অথবা আধ্যাত্মিক প্রেমের বিষয় গজলে পাওয়া যায়। প্রেমপূর্ণ গজলে বিচ্ছেদের বেদনা যেমন প্রকাশ পায় আবার বিচ্ছেদ সত্ত্বেও প্রেমের সৌন্দর্যকে তুলে ধরা হয়। শত বিরহ এবং বাধা সত্ত্বেও সকল প্রেম যে সকল কিছুর ঊর্ধ্বে এই বাণীই গজলের কলিগুলির দ্বারা বারবার বলার চেষ্ট করা হয় । আধ্যাত্মিক গজল এই উপমহাদেশে আসে সুফি চিন্তাধারার প্রভাবে। মুসলমান সুলতান বা সম্রাটদের রাজদরবারে গজল পরিবেশন হতো। গজলের কথাগুলি মুলত উঁচু মানের কাব্য। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় গজল আছে। তবে এই অঞ্চলে ফার্সি, উর্দু, হিন্দি, আফগানি এবং তুর্কি ভাষায় গজল বেশী জনপ্রিয়।
বিখ্যাত কয়েকজন গজল লেখক হলেন জালালুদ্দিন রুমি, শেখ সাদি, হাফিজ, মির্জা গালিব, কবি ইকবাল প্রমুখ । বিংশ এবং একবিংশ শতাব্দীর কয়েকজন বিখ্যাত গজল গায়ক হলেন মেহেদি হাসান, গোলাম আলী, জাগজিত সিং, চিত্রা সিং, অনুপ জালোটা, পঙ্কজ উধাস, নূর জাহান, তালাত মাহমুদ, লতা মঙ্গেশকর, সালমা আগা, নুসরাত ফতেহ আলী খান, ভুপেন্দর সিং , মিতালি মুখারজি, রুনা লায়লা, মোহাম্মাদ রফি প্রমুখ।
অনেক হিন্দি সিনেমাতে বেশ কিছু বিখ্যাত গজল আছে। নীচে হিন্দি সিনেমার গজলের একটা সংক্ষিপ্ত তালিকা দেয়া হল এবং সাথে গানের লিঙ্কও দেয়া হল। লিঙ্কে গেলে গায়ক এবং গান সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা পাবেন।
১। তুম ইতনা জো মুস্কুরারাহে হো
২। দিলকে আরমা আসুও মে ব্যাহে গ্যায়ে
৩। তুমকো দেখা তো ইয়ে খায়াল আয়া
৪। হো টো সে ছুলো তুম মেরা গীত আমার কারদো
৫। চুপকে চুপকে রাত দিন
৬। হুজুর ইস কাদার
৭। ঝুকি ঝুকি সি নাজার
৮। জো ওয়াদা কিয়া উও নিভানা পারেগা
৯। দিলকি ইয়ে আরজু থি কইয়ি
১০। কারোগে ইয়াদ তো
১১। দিখায়ি দিয়ে ইউ
১২। ফির ছিরি রাত ফুলো কি
১৩। ইউ জিন্দেগী কি রাহা মে
১৪। ইয়ে তেরা ঘার ইয়া মেরা ঘার
১৫। পেয়ার মুঝসে জো কিয়া টুমনে তো কেয়া পাওগি
১৬। হাজারো খোয়াহিশে অ্যায়সি
১৭। ইন আখো কি মাস্তি কে মাস্তানে হাজারো মে
১৮। ইয়ে কাগজি ফুল জ্যায়সে চেহেরে
১৯। হামারি সাসো মে আজ তাক উওহ
২০। না কাজরে কি ধার - পঙ্কজ উধাস
২১। মেরি জিন্দেগী মুহাব্বাত মেরা নাম হ্যাঁয় দেওয়ানা - পঙ্কজ উধাস
২২। মাহিয়া তেরি কাসাম জিনা নেহি
২৩। জিয়ে তো জিয়ে ক্যায়সে বিন আপকে - পঙ্কজ উধাস
২৪। মাত কার ইতনা গুরুর - পঙ্কজ উধাস
২৫। রিশতা তেরা মেরা সাবসে হে আলা- পঙ্কজ উধাস
২৬। চিঠি আয়ি হ্যায় - পঙ্কজ উধাস
২৭। দিল জাবসে টুট গায়া - পঙ্কজ উধাস
২৮। দিল ইয়ে নাদান তুঝসে হুয়া - চিত্রা সিং
জাগজিত এবং চিত্রার কয়েকটা গজলঃ
১। ইশক মে ঘায়রাতে জাজবাত নে রোনে না দিয়া
২। মিলকার জুদা হুয়ে তো না সোয়া কারেঙ্গে
৩। মেরে দিল মে তু হি তু হে দিলকি
৪। বহত পাহলে সে উন কাদমো কি
৫। সুনা থা কে উওহ আয়েঙ্গে আঞ্জুমান মে
৬। দিন গুজার গায়া
৭। আপনি আগ কো জিন্দা রাখনা কিতনা মুশকিল
৮। প্যাহেলে তো আপনি দিল কি রাজা
৯। ফাসিলা তো হ্যায় মাগার
পঙ্কজ উধাস গজলঃ
১। থোরি থোরি পিয়া কর
২। এক তারাফ উসকা ঘার
৩। নিকলো না বে নাকাব
৪। চাঁদি জেয়সা রাং হ্যাঁয় তেরা সোনে
অনুপ জালটা গজলঃ
১। পাত্থার বানা দিয়া মুঝে
২। ভুল জানা থা তো ফির
৩। কাভি খামোশ বায়ঠো গে
৪। হামসাফার গাম জো মুহাব্বাত মে দিয়া
আরও কিছু উর্দু গজলঃ
১। রাফতা রাফতা উয়ো মেরি হাসতি কা সামা
২। হাম তেরে শাহের মে আয়ে হ্যায় মুসাফিরকি তারহা
৩। কিয়া হ্যাঁয় জো পেয়ার তো পারেগা নিভানা
৪। তু মেরি জিন্দেগী হে
৫। হামকো কিসি কে গাঁমনে মারা
৬। হাঙ্গামা হ্যাঁয় কিউ
৭। মেহফিল মে বার বার
৮। দিল মে এক লেহের সি উঠি আভি
৯। বাহারো কো চামান ইয়াদ আগায়া হ্যায়
১০। লে চালা জান মেরি
১১। না ঊরাইউ ঠোকরো সে
১২। ইয়ে দিল ইয়ে পাগাল দিল মেরা
মেহেদি হাসান গজলঃ
১২। পেয়ার ভারে দো শারমিলে ন্যায়েন
১৪। জাব উস জুলফো কি বাত চালি
১৫। মেরে হামদাম তুঝে পা কার
১৬। কাভি মেরি মুহাব্বাত কাম না হোগে
১৭। ইয়ে তেরা আনা ভিগি রাতো মে চুপকে চুপকে
১৮। দুনিয়া কিসেকে পেয়ার মে জান্নাত সে কাম নেহি
আশা করি কিছু গজল ব্লগারদের ভালো লাগবে।
সূত্র - ইউটিউব
১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৪৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ধন্যবাদ। এই লিস্টে আরও কিছু গান যোগ করবো দুই এক দিনের মধ্যে।
এই মুহূর্তে দুনিয়া কিসেকে পেয়ার মে জান্নাত সে কাম নেহি গানটা শুনছি।
১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৪৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি তো ভালো গান গাইতে পারেন। ব্লগে একটা গান শুনেছিলাম আপনার। 'হ্যালো, হ্যালো, লাইনটা কেটে গেলো' এই গানটা ভালো গেয়েছিলেন। প্রথম লাইন এখন মনে আসছে না।
২| ১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: হিন্দি এবং উর্দু গান ভালো লাগে না। আমার পছন্দ ব্যান্ডের সংগীত, রবীন্দ্র সংগীত, বাউল গান, ফোক গান ও কাওয়ালি।
১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:১৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার জন্য কয়েকটা গানের লিঙ্ক দিলাম স্যাম্পল হিসাবে।
ব্যান্ডঃ
১। মনে পড়ে যায় আমার কৈশোর - ওয়ারফেজ
২। এই সুন্দর ধরণী জুড়ে - উইনিং
৩। শ্রাবণের মেঘগুলি জড়ো হল আকাশে - ডিফারেন্ট টাচ
ফোক এবং বাউলঃ
১। আমার হার কালা করলাম রে - আব্বাস উদ্দিন
২। ধন্য ধন্য বলি তারে - ফরিদা পারভিন - লালনগীতি
রবীন্দ্রসঙ্গীতঃ
১। আকাশ ভরা সূর্য তারা - দেবব্রত বিশ্বাস
২। চরণ ধরিতে দিওগো আমারে - ভজন
৩। এই মনিহার আমায় নাহি সাজে
কাওয়ালিঃ
১। মাস্ত কালান্দার - নূর জাহান
রুনার একটা গানঃ
ও মেরা বাবু চাইল চাবিলা
৩| ১২ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৮
জুল ভার্ন বলেছেন: চমৎকার!
আওয়ামী সরকারের আমলে গজল, কাওয়ালী গাওয়া/ শোনাকে পাকিস্তান পন্থী হিসেবে গণ্য করা হতো এবং জংগী সম্পৃক্ততা ট্যাগিং করা হতো।
১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫২
সাড়ে চুয়াত্তর বলেছেন: ধন্যবাদ। আওয়ামী আমলে গোয়েন্দারা এই সব কাজই করতো। কিছু ইসলামী বইকে নাকি তারা মনে করতো জঙ্গি হওয়ার প্রমাণ। নিজেরাই সেই বই জোগাড় করে ছবি তুলে জঙ্গি বানিয়ে দিত।
৪| ১২ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: বাংলা গজল শুনেছি। যেমনঃ তোরা দেখে যা আমেনা মায়ের কোলে
হিন্দি উর্ধু বুঝি না।
১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: গানের মূল বিষয় হল সুর, তাল আর ছন্দ। ভাষায় যাই হোক না কেন। বাঁশীর সুর ভালো লাগে নিশ্চয়ই। কিন্তু বাঁশীর সুরে কোন কথা থাকে না।
৫| ১২ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুনারই তো টাইম নাই
১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি অনেক সময় ভ্রমণে থাকি। তখন গান শোনা হল সবচেয়ে সহজ কাজ। সময় বের করে মাঝে মাঝে দুই একটা গজল শুনবেন।
৬| ১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:০৩
শায়মা বলেছেন: এত এত লিস্ট আনার বদলে তো কয়েকটা গজল লিখে ফেলতে পারতে ভাইয়া।
যাইহোক মনে হচ্ছে ছুটিতে আছো! তাইনা ?
১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:০৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: ছুটিতে নাই। ঘুমে ছিলাম অসময়ে।
আমি গজল লিখতে পারবো না। সাধারণ কোন গান লেখার একটা ইচ্ছা আছে যদি অন্য কেউ গান লিখে না দেয়। সুর দেয়ার ইচ্ছা আছে পরীক্ষামূলকভাবে।
সোনাবীজ ভাইয়ের ভিডিও কমপজ করা আপনার অনেকগুলি গান আমি শুনেছি আগে। কিছুক্ষণ আগেও ১ টা শুনলাম। ভালো লেগেছে। আপনার ভ্লগ প্রতিবার খুঁজতে গিয়ে একই নামের অনেকগুলি নাম পাই। খুঁজে পেতে অন্তত ১০ মিনিট লাগে প্রতিবার। আজকে আপনার ভ্লগ অনেক খুঁজেও পেলাম না, সোনাবীজ ভাইয়ের তৈরি করা ভিডিওগুলি এক জায়গায় পেলাম। গানগুলি আপনার গাওয়া।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক কাজের একটি লিস্ট। আমার অনেক প্রিয় গান আছে এখানে।
সবচেয়ে প্রিয় - দুনিয়া কিসেকে পেয়ার মে জান্নাত সে কাম নেহি