নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

রেগে গেলে কাঁচের গ্লাস ভেঙ্গে রাগ কমিয়ে ফেলুন

২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯

লেখক এবং নাট্যকার হুমায়ুন আহমেদের একটা নাটকে রাগ দমন করার কৌশল হিসাবে পানির গ্লাস ভাঙ্গার দৃশ্য দেখানো হয়েছিল। মনোবিজ্ঞানীদের মতে এই পদ্ধতি তাৎক্ষনিকভাবে রাগ কমানোর একটা ভালো এবং কার্যকরী কৌশল। কোন কারণে প্রচণ্ড রাগ উঠে গেলে একটা কাঁচের গ্লাস নিয়ে আছাড় মেরে ভেঙ্গে ফেলবেন। দেখবেন যে রাগ একেবারে পানি হয়ে গেছে। একটা গ্লাসে কাজ না হলে আরও ২/৩ টা পর্যন্ত গ্লাস ভাঙ্গা যেতে পারে। তার চেয়ে বেশি ভাঙ্গা ঠিক হবে না। গ্লাস ভাঙ্গার সময় খেয়াল রাখতে হবে যে কারও গায়ে যেন না লাগে। সবচেয়ে ভালো হয় বাসার বাইরে গিয়ে বাগানে/ উঠানে বা বাসার সামনের রাস্তায় গিয়ে গ্লাস ভাঙ্গা। এমন গ্লাস হাতের কাছে রাখবেন যেটা আছাড় মারলেই সহজে ভেঙ্গে যায়। অনেক গ্লাস আছে আছাড় দিলেও ভাঙতে চায় না। গ্লাস কেনার সময় দোকানদারের কাছে থেকে এই ব্যাপারে জেনে নিবেন।

যাদের মাথা বেশি গরম তাদের সব সময় উচিত বাড়িতে কিছু বাড়তি পানির গ্লাস রাখা। বিবাহিত ব্যক্তি হলে বাসায় আরও বেশি বাড়তি গ্লাস রাখার প্রয়োজন হতে পারে। যাদের মাথা বেশি গরম, তারা বাসার বাইরে গেলে ব্যাগে একটা কাঁচের গ্লাস রাখতে পারেন। বাজারে কম দামের কিছু পানির গ্লাস পাওয়া যায়। এগুলি কিনলে খরচ কম পড়বে। এই গ্লাস ভাঙ্গা ছাড়াও রাগ দূর করার আরও কিছু কার্যকর পদ্ধতি আছে। পদ্ধতিগুলি নীচে সংক্ষেপে বর্ণনা করা হল।

১। একাকী গলা ছেড়ে চিৎকার করা – বাসায় থাকা অবস্থায় রাগলে বালিশে মুখ গুজে গলার সর্ব শক্তি দিয়ে চিৎকার করবেন। অফিসে বা বাইরে থাকলে গাড়িতে ঢুকে চিৎকার করবেন। চিৎকার করার সময় যদি কারও বাপ দাদা চৌদ্দগুষ্ঠির নাম নিয়ে গালি দিতে ইচ্ছে করে, তবে সেটাও করতে পারেন।

২। উচ্চ আওয়াজে হেভি মেটাল টাইপ গান শোনা – কিছু কিছু গানের মধ্যে রাগ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ থাকে। এই ধরণের গান উচ্চ আওয়াজে শুনলে রাগ তাড়াতাড়ি কমে যাবে।

৩। মাইকেল জ্যাকসন টাইপ নাচা – যাদের নাচের অভ্যাস আছে তারা রেগে গেলে মাইকেল জ্যাকসন টাইপ নাচ শুরু করে দিলে রাগ দ্রুত কমে যাবে। মাইকেল জ্যাকসনের ‘বিট ইট’ বা ‘থ্রিলার’ গানটা রাগ কমানোর জন্য বেশ উপযোগী।


৪। বক্সিং, ক্যারাটে বা কুংফু – বেশি রেগে গেলে বক্সিং, ক্যারাটে বা কুংফু জাতিয় খেলাগুলি খেললে রাগ দ্রুত কমে যায়।

৫। রাগের কথাগুলি কাগজে লিখে ফেলা – এভাবে লিখলে রাগ কমে যায়। কাগজ না পেলে মোবাইলে ডিজিটালি টাইপ করলেও চলবে।

৬। ছবি আঁকা – রেগে গেলে আপনার যা মনে আসে সেটাই কোন কোন কাগজে বা ক্যানভাসে এঁকে ফেলুন। রাগ কমে যাবে।

৭। স্থান পরিবর্তন – যে স্থানে রাগ তৈরি হয়েছে সেই জায়গা ত্যাগ করুন। সেটা এমন কি পাশের রুমও হতে পারে অথবা বাসার বাইরের রাস্তা হতে পারে। ৫ মিনিটের জন্য জায়গা বদল করলেও ফল পাওয়া যাবে।

৮। কোন বার্তার কারণে রেগে গেলে সেটা ছিঁড়ে ফেলুন বা মুছে ফেলুন- কোন চিঠি, ই মেইল বা ম্যাসেজের কারণে আপনার মেজাজ তিরিক্ষি হলে সেটা তৎক্ষণাৎ ছিঁড়ে ফেলুন বা মুছে ফেলুন।

৯। একটা খালি চেয়ারের সামনে মনের রাগ ঝাড়া – যার উপরে রেগে আছেন, মনে করে সেই ব্যক্তি ঐ খালি চেয়ারে বসে আছে। সেই খালি চেয়ারকে উদ্দেশ্য করে মনের যাবতীয় রাগ ঝাড়ুন।

১০। দাড়িয়ে থাকলে বসে পড়ুন, বসে থাকলে শুয়ে পড়ুন আর শুয়ে থাকলে ঘুমিয়ে পড়ুন (অথবা ঘুমের অভিনয় করুন)।

১১। উপরের কোন পদ্ধতি কাজ না করলে যার উপরে রাগ তার নাকটা ঘুষি মেরে ফাটিয়ে দিতে পারলে নিশ্চিত রাগ নেমে যাবে। (এই মহা মূল্যবান উপদেশটা দিয়েছেন ব্লগার মিরোরডডল। সম্ভবত এই পদ্ধতি উনি বাস্তবে প্রয়োগ করে সফল হয়েছেন।)


এতো কিছু করার পরেও যদি আপনার রাগ না কমে তাহলে বুঝতে হবে রাগ আপনার চরিত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। তাই এটাকে মেনে নিতে শিখুন। শুধু খেয়াল রাখবেন বস বা বউয়ের সাথে রাগ দেখাবেন না। এই দুই জায়গায় রাগ না দেখানোই বুদ্ধিমানের কাজ। তখন শুধু মনে রাখবেন যে ‘রেগে গেলেন তো হেরে গেলেন’। আপনাকে হারলে চলবে না। আর বউয়ের সামনে একটা পানির গ্লাস ভাংলে সে পাল্টা দুইটা ভাঙ্গবে। তাই বউয়ের সাথে রেগে গেলে সহজ পদ্ধতি হল হার মেনে আপোষ করে নেয়া।

সুত্র - mhanational.org/resources/10-healthy-ways-to-release-rage

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৮

ফেনিক্স বলেছেন:



জ্বীনে ধরলে মানুষ মনোবিজ্ঞানী হয়ে যান, রাজনীতিবিদ হয়ে যান, রাজা বনে যান, রাজকুমার হয়ে যান, অনেক কিছু বকবক করেন।

২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার রাগ বেশি। আপনি পকেটে সব সময় কাঁচের গ্লাস রাখবেন। বেশি রেগে গেলে ব্রেক ড্যান্স দিবেন, রাগ কমে যাবে।

আমাকে জীনে ধরে না, আমিই জীনদের ধরি।

২| ২৫ শে মে, ২০২৫ রাত ৮:০৫

মিরোরডডল বলেছেন:




এতো টিপস দিলো, আসলটাই বললো না।

রাগ কমবে তখন,
যার ওপর রেগে আছি
তাকে পাঞ্চ করবো যখন।

২৫ শে মে, ২০২৫ রাত ৮:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঠিক আছে, এটাও পোস্টে যোগ করে দিচ্ছি আপনার কথা মত।

৩| ২৫ শে মে, ২০২৫ রাত ৮:১০

ঢাবিয়ান বলেছেন: জনাব ফেনিক্স , আপনার নিকটা কি ফিনিক্স পাখি শবদটা থেকে ধার করা? সাচু ভাইরে জ্ঞান বিতরন বাদ দিয়ে বানান ঠিক করেন আগে ।

২৫ শে মে, ২০২৫ রাত ৮:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: উনি ফেনি অঞ্চলে যুদ্ধ করেছিলেন সম্ভবত, তাই নিকের সাথে ফেনি লাগিয়েছেন। ফিনিক্স ফেনিক্স হয়ে গেছে। :) ওনার আগের নিকটা সুন্দর ছিল। 'যামিনী সুধা' সম্ভবত।

৪| ২৫ শে মে, ২০২৫ রাত ৮:১৪

শায়মা বলেছেন: রেগে গেলে যার উপরে রাগ তাকেই রাগিয়ে দিতে হবে। সে যখন রাগে দুঃখে গ্লাস ভাঙ্গবে, বালিশে মুখ গুঁজে চিৎকার করবে ....... করবে ....... করবে তখন তুমি হাসবে....... :D

২৫ শে মে, ২০২৫ রাত ৮:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: না, ব্লগার মিরোরডডল বলেছে যার উপরে রাগ তার নাকটা ঘুষি দিয়ে ফাটিয়ে দিলে নিশ্চিত রাগ কমবে।

আপনি যেটা বলেছেন সেটা আপনার স্টাইল। :)

৫| ২৫ শে মে, ২০২৫ রাত ৮:১৪

সৈয়দ কুতুব বলেছেন: একটা কাচের গ্লাসের দাম কতো ? এগুলো কেমন পদ্ধতি বাতলে দিচ্ছেন?

২৫ শে মে, ২০২৫ রাত ৮:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইটালিয়ান রেস্টুরেন্ট কম দামের কাঁচের গ্লাস পাওয়া যায়। একসাথে অনেকগুলি কিনলে দাম কম রাখবে। রাগ কমানোর জন্য বাজারে কাঁচের গ্লাস পাওয়া যায় সম্ভবত। আপনি গুগোলে সার্চ দেন পেয়ে যাবেন। আরও খরচ কমাতে চাইলে মাটির হাড়ি পাতিল গ্রাম থেকে কিনে নিয়ে আসবেন। সেটাতেও কিছুটা কাজ হবে।

৬| ২৫ শে মে, ২০২৫ রাত ৮:২০

শায়মা বলেছেন: নাক ফাটানোটা একটু কঠিন মানে নাক ফাটাতে গেলে আবার নিজেই বিপদে পড়ে যেতে পারো। কাজেই কৌশলে তারেই রাগায় দাও যার উপরে রেগেছো তুমি ...... :)

২৫ শে মে, ২০২৫ রাত ৮:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার এই বুদ্ধিতে মিরোরডডলের রাগ কমবে না। নাক তার ফাটাতেই হবে। তাতেও না কমলে সম্ভবত মাথাটা ফাটিয়ে দেবে। :)

৭| ২৫ শে মে, ২০২৫ রাত ৮:৪২

শায়মা বলেছেন: ও তুমি মিররমনির রাগের কথা বলছো!!! আমি ভেবেছিলাম তুমিও এই পদ্ধতি করতে চাচ্ছো। তাইলে তোমার মাথা সাবধান!!! আগে উইগ পরে নিও !!! :) নয়ত তোমার মাথাও পাল্টা আক্রমনে ফাটতে পারে কিন্তু ভাইয়া!!!!!!! বালা বুদ্ধি দিলাম!!! :)

২৫ শে মে, ২০২৫ রাত ১০:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার মাথায় আগের চেয়ে চুল অনেক বেড়েছে। উইগের দরকার নাই। :)

৮| ২৫ শে মে, ২০২৫ রাত ৮:৪৬

কামাল১৮ বলেছেন: কাঁচের গ্লাস কিনতে কিনতে ফতুর হয়ে যাবো।

২৫ শে মে, ২০২৫ রাত ১০:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: কাঁচের গ্লাস শেষ হলে ঘরের কাঁচের জিনিস ব্যবহার করবেন। :)

৯| ২৫ শে মে, ২০২৫ রাত ৯:০১

ফেনিক্স বলেছেন:


@ঢাবিয়ান ,

আপনার দৌড় চা-সিংগারা ইউনিভার্সিটি অবধি; ফেনিক্স ( Fenix ) একটি ইংরেজী, স্পেনিশ ও পর্তুগীজ শব্দ

২৫ শে মে, ২০২৫ রাত ১০:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি ভাবসিলাম এইটা ফেনির ভাষা।

১০| ২৫ শে মে, ২০২৫ রাত ৯:৩৫

সামিয়া বলেছেন: কোন ভাবেই রেগে যাওয়া যাবে না, রেগে গেলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে।

২৫ শে মে, ২০২৫ রাত ১০:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ধ্যান এবং ইওগা করলে রাগ নিয়ন্ত্রণে রাখা যায়। রাগ শরীর এবং মন দুইটার জন্যই ক্ষতিকর। ধ্যানে গিয়ে অটো সাজেশন দিবেন, আমি কোন পরিস্থিতিতেই রাগবো না। আমাকে গালি দিলেও রাগবো না। যে গালি দিবে তাকে বুঝাবো, যেন আর গালি না দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.