নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না বুঝে সমর্থনের দরকার নেই

িনরুপমা.কম

গঠনমূলক সমালোচনা করুন।

িনরুপমা.কম › বিস্তারিত পোস্টঃ

গভর্নর নাকি গভর্ণর ?

০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৮

৫০০ টাকার নোটে সালেহ উদ্দিন আহমেদ লিখেছেন গভর্নর

আর

আতিউর রহমান লিখেছেন গভর্ণর



কোনটা ঠিক?

বাংলাদেশ ব্যাংকের এটা কি ধরনের ভুল বা অসতর্কতা?

মন্তব্য ৭০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৩

স্বপ্নকথক বলেছেন: এইটা উচ্চমার্গীয় অসতর্কতা। আপনার আমার মাথা না ঘামালেও চলবে।

০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৪

িনরুপমা.কম বলেছেন: মাথা তো কাউকে না কাউকে খাটাতেই হবে। একটা ভুল চলতে পারে না।

২| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৩

সাদাকালোরঙিন বলেছেন: আমি যতদূর জানি গভর্ণর টাই শুদ্ধ। তবে হাতের কাছে কোন রেফারেন্স না থাকায় নিশ্চিত হতে পারছি না। অন্যান্যের মতামতগুলো দেখি।

০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৭

িনরুপমা.কম বলেছেন: আচ্ছা দেখি।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৩

আমি হনুমান বলেছেন: প‌্যচাল না পাড়লে খুসি হই

এত গুলা উকার এর দরকার কি?

০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৮

িনরুপমা.কম বলেছেন: প‌্যচাল দেখলেন কই ?

৪| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৬

ধ্রুব তারা বলেছেন: আমার জানা মতে আগে গভর্ণর লেখা হলেও গভর্নর শুদ্ধ। কারন 'ণ' বিদেশি শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আগে রেফ এর পর 'ণ' ব্যবহৃত হয় সে হিশেবে গভর্ণর লেখা হত।

০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৮

িনরুপমা.কম বলেছেন: আচ্ছা...

৫| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৬

স্তব্ধতা' বলেছেন: বেশ ভালো আবিষ্কার।আমার কাছে বাংলা অভিধান নেই তবে যতদূর জানি 'ন' এর উপর 'রেফ' হয়না।ফলে আতিউর রহমানেরটাই সঠিক বলে মনে হচ্ছে।তবু নিশ্চিত হওয়ার জন্য অভিধান দেখার অনুরোধ রইলো।

০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪২

িনরুপমা.কম বলেছেন: আবিষ্কারটা আসলে আমার অফিস বয়ের। সকালে ওর হাতে দুটো ৫০০ টাকার নোট দিয়েছিলাম একটা কাজে। ও নোট দুটো হাতে নিয়ে আমাকে ভুলটা দেখায়।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৭

বাহারুল ইসলাম বাহার বলেছেন: গভর্ণর

০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৭

িনরুপমা.কম বলেছেন: তাই কি ?

৭| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০২

রাহা বলেছেন: ধ্রুব তারা ঠিক বলেছেন...

০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৮

িনরুপমা.কম বলেছেন: মনে হয়..

৮| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৩

কালপুরুষ বলেছেন: গভর্ণর

০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৯

িনরুপমা.কম বলেছেন: মনে হয় না..

৯| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৪

মহাপাগল বলেছেন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরীক্ষায় এই প্রশ্নটা ছিল। আপনি কি লিখেছিলেন? আতিউরই ঠিক। বাহাস না করে এটাই মেনে নেন। আমি অতিবিশিষ্ট কবি তাই বলছি।

০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৪২

িনরুপমা.কম বলেছেন: আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরীক্ষা দেইনি।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৪

মেহরিন সাদিয়া সুমি বলেছেন: ণত্ব বিধান অনুযায়ী, রেফ এর পর সর্বদা ণ হবে । ক্লিয়ার?

০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৩

িনরুপমা.কম বলেছেন: ক্লিয়ার তো দুরের কথা আরো প্যাচ লাইগা যাইতাছে।

১১| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৬

নীলতারা বলেছেন: 'গভর্নর'ই শুদ্ধ।
বাংলায় 'র' উচ্চারণের পরে 'ন' উচ্চারণ হলে, সে 'ন'টা "ণ" হবে। তবে শব্দটি যদি বিদেশি হয়, তাহলে "ন"ই হবে...
সুতরাং- শুদ্ধ হলো- গভর্নর, টুর্নামেন্ট... ইত্যাদি...

০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৪

িনরুপমা.কম বলেছেন: কোনটা বিশ্বাস করি?

১২| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৭

মোস্তফা আমিন বলেছেন: যতদূর জানি বাংলা একাডেমি একটা নীতি প্রনয়ন করেছিল যে ইংলিশ শব্দগুলো বোঝানোর জন্য আপনি বিভিন্ন অক্ষর ব্যবহার করতে পারেন কিন্তু বিশেষ স্বরবর্ণ বা ব্যন্জনবর্ণ ব্যবহার করা উচিৎ হবে না, তাতে বিশেষ কোন লাভ হয় না - যেমন 'ী', 'ূ', 'ষ', 'ণ', 'ড়' ইত্যাদি।

অবশ্য আমি এখনো দেখি নাই আতিউর রহমান সাহেব কোন 'গভর্নর' বানানে সই করছেন।

০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৬

িনরুপমা.কম বলেছেন: আমি বাংলার ছাত্র ছিলাম না, তাই অত বুঝিনা।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৮

নীলতারা বলেছেন: @মেহরিন সাদিয়া সুমি-
ণত্ব বিধান অনুযায়ী, রেফ এর পর সর্বদা "ণ" হবে, যদি শব্দটি বিদেশি না হয়। বিদেশি হলে "ন" হবে। ক্লিয়ার?

০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৮

িনরুপমা.কম বলেছেন: কি লি য়া র কেমনে হই?

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৮

ধ্রুব তারা বলেছেন: বিদেশি শব্দের ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়।

০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১১

িনরুপমা.কম বলেছেন: আচ্ছা...

১৫| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১০

_তানজীর_ বলেছেন: ণ-ত্ব ষ-ত্ব বিধান অনুযায়ী বিদেশী শব্দে সব সময়ে কখনও ণ বা ষ ব্যবহার করা যাবেনা। যেকারণে হাসপাতাল, ইস্কুল, মনিটর.... ইত্যাদি।

০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১১

িনরুপমা.কম বলেছেন: জ্বি....

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১২

মোজাম্মেল বলেছেন: নীলতারা বলেছেন: 'গভর্নর'ই শুদ্ধ।
বাংলায় 'র' উচ্চারণের পরে 'ন' উচ্চারণ হলে, সে 'ন'টা "ণ" হবে। তবে শব্দটি যদি বিদেশি হয়, তাহলে "ন"ই হবে...
সুতরাং- শুদ্ধ হলো- গভর্নর, টুর্নামেন্ট... ইত্যাদি...


একমত।

০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১২

িনরুপমা.কম বলেছেন: বুঝলাম..

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৩

ম্যাভেরিক বলেছেন: অনেকেই ইতোমধ্যে বলেছেন, বিদেশী শব্দের ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়। সুতরাং, সঠিক হবে

গভর্নর।

০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৩

িনরুপমা.কম বলেছেন: হুম...

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৬

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: প্রমিত বানানরীতি অনুযায়ী "গভর্নর"ই সঠিক।

০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৫

িনরুপমা.কম বলেছেন: সঠিক নয় ঠিক।

১৯| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৭

ত্রিশোনকু বলেছেন: বিদেশী শব্দ বলে "গভর্নর"ই শুদ্ধ।

০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৬

িনরুপমা.কম বলেছেন: আচ্ছা...

২০| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৯

আমি হনুমান বলেছেন: ণ বর্নমালারথে রিমুভ করন যায় না
যতত সব

০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৬

িনরুপমা.কম বলেছেন: যায়...

২১| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪২

গানার বলেছেন: আমি হনুমান বলেছেন: ণ বর্নমালারথে রিমুভ করন যায় না
যতত সব

একমত।

০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৭

িনরুপমা.কম বলেছেন: যাইব না কেন?

২২| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪২

নির্বাসন বলেছেন: বেসম্ভব অবস্থা দেখি...ন আর ণ নিয়া এত কিছু? নাহ ণাহঃ)

০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৮

িনরুপমা.কম বলেছেন: এইবার বোঝেন, এইটা হইল বাংলা ভাষা।

২৩| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৬

সাপিয়েন্স বলেছেন: আতিউরের বাংলা জ্ঞান খুব গভীর নয়, আগে থেকে জানি।
তাঁর ধারণায় 'র' এর পরে 'ণ' বাধ্যতামূলক।
বিদেশি শব্দ সরলীকৃত বানানে চলে, তাই 'ন'।

০৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

িনরুপমা.কম বলেছেন: ও কে...

২৪| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৫

স্তব্ধতা' বলেছেন: বেশ হয়েছে বিতর্কটা।নীলতারা ও ধ্রুবতারা দুই তারাকে ধন্যবাদ।কিন্তু এতো কিছু হয়ে গেলো আমাদের লেখক সাহেব কোথায়? ওনার সন্দেহ দূর হয়েছে কি?

০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৫

িনরুপমা.কম বলেছেন: সন্দেহের চাইতে বড় জিনিষ হল, একটা ভুল সবার হাতে হাতে যাবে এ কেমন কথা? আমরা কি ভাষাগত দিক থেকে এতটাই দুর্বল ?

২৫| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩২

তায়েফ আহমাদ বলেছেন: যতদুর জানি গভর্নর-ই সঠিক।

০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২০

িনরুপমা.কম বলেছেন: সঠিক না ঠিক।

২৬| ০৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৪

ও.জামান বলেছেন: গভর্নর

০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২২

িনরুপমা.কম বলেছেন: অচ্ছা..

২৭| ০৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৩

উদাসবাউল বলেছেন: আহ হা রে, আপনার অফিস বয় একটা নোবেল প্রাইজ পাইতে পাইতে পাইলো না, বড়ই জ্ঞানী লোক ছিল।

০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৬

িনরুপমা.কম বলেছেন: একদিন নিশ্চয়ই পাইবে।

২৮| ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:২০

ত্রিশোনকু বলেছেন: পোস্টদাত্রী কই গেল?

০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৬

িনরুপমা.কম বলেছেন: ?

২৯| ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:২১

বিডিআর বলেছেন: আমার জানা মতে বিদেশী শব্দ তে ী কার বা ণ ব্যবহৃত হয় না।

০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৭

িনরুপমা.কম বলেছেন: ঠিক আছে...

৩০| ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০০

বাবুনি সুপ্তি বলেছেন: হুম বিদেশী শব্দে ণ হয় না।

০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৯

িনরুপমা.কম বলেছেন: হুম..

৩১| ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৬

মেহরাব শাহরিয়ার বলেছেন: গভর্নর ঠিক

একটু বেশি সতর্ক হতে গিয়ে আতিউর রহমানের টা ভুল হয়ে গেছে

০৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২০

িনরুপমা.কম বলেছেন: তাই...

৩২| ০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩২

দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: গভর্নর শুদ্ধ। কারন 'ণ' বিদেশি শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নয।

০৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৫

িনরুপমা.কম বলেছেন: ঠিকাছে

৩৩| ০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৩

সাপিয়েন্স বলেছেন: আতিউর সাহেব আরো বড় একটি ভুল করেছেন। তিনি বর্তমান সরকারের বিগত এক বছরের কর্মকাণ্ডের প্রশস্তি সমন্বিত এক প্রবন্ধ লিখে দিয়েছেন বিভিন্ন পত্রিকায় প্রচারিত আওয়ামী ক্রোড়পত্রের জন্য। তিনি ৩রা মে ২০০৯ সালে গভর্নর হন। এর আগের কাজের দায়িত্ব (ভালো মন্দ) তো তাঁর ছিল না।

০৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৯

িনরুপমা.কম বলেছেন: তেল না দিলে আজকাল কিছুই হয় না।

৩৪| ০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৪

হেমায়েতপুরী বলেছেন: গভর্নর।

০৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪০

িনরুপমা.কম বলেছেন: শিওর ?

৩৫| ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১০

পারভেজ রবিন বলেছেন: দ্বিধাহীন ভাবে গভর্নর। বিদেশী শব্দে ণ হয় না। বিদেশী শব্দে সবসময় ন হবে।

০৯ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪৩

িনরুপমা.কম বলেছেন: দ্বিধাহীন ভাবে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.