![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
মঈন-ফখরুদ্দিনের ইলেকশন ইঞ্চিনিয়ারিং হাত ধরে আজকের আওয়ামী সরকার ক্ষমতায়। আর এই সরকারের আমলে যত মর্মান্তিক ঘটনা ঘটেছে তার সবগুলোই শরীয়তপুর কে বেঁচে নিয়েছে। জানিনা এই এলাকায় হাজী শরীয়তুল্লাহ (র এর জন্ম স্থান বলেই নাকি কে জানে। আর আমি সেই এলাকার সন্তান হতে পেরে নিজেকে ধন্য মনে করি। ছাত্রলীগ নামের পশুরা আমার দেশের নিরীহ দর্জি বিশ্ব জিৎকে নরপশুর মতো হত্যা করল। তারপর আসলো মিরাজ-4 লঞ্চ ডুবি। এই লঞ্চ ডুবিতে সরকার লাশ উদ্বারে যে নাটক করলো তা দেখলে নাট্যকার মুনির চৌধুরী লজ্জ্বা পেত। অত:পর........ পিনাক-6 লঞ্চ ডুবিতে সরকার যে মহাকান্ড ঘটিয়েছে তা আমরা যদি হায়াৎ পাই তাহলে আমাদের নানা-নাতনির কাছে গল্প বলার সময় চোখের কোনে জল আসবে নিশ্চয়। শাহাজাহানপুরের রেল কলোনির 4 বছরের শিশু জিহাদের মৃত্যু।জানিনা এই মৃত্যু নিছক accident নাকি হত্যা। ঔদিন দেশের মানুষ যখন গাজীপুরের বি.এন.পি সমাবেশ নিয়ে আলোচনা করছিল ঠিক তখনই জিহাদের মৃতুকূপে নিপাতিত হওয়ার খবর দেশের মানুষকে হত:চকিত করছে। জানিনা যারা এই মৃতূ্কূপ খোলা রেখেছে তাদের বিচার হবে কিনা্ ?
আর সামনে কি কি বিস্ময় অপেক্ষা করছে তা একমাত্র সময়ই বলে দিবে।
কিন্তু আমাদের শরীয়তপুর বাসীর আওয়ামী মহাজোটের আমলের যে শোকের সাগরে ভেসেছে তা কাটিয়ে উঠতে তিনটি প্রজন্ম লাগবে।
পরবর্তীপ্র জন্মের ছেলেরা এই ঘটনাগুলোকে কিভাবে নিবে?
সেটি হয়ত রাজনৈতিক ঘটনাপ্রবাহের উপর নির্ভর করবে।
১২ ই জুন, ২০১৬ সকাল ৯:০৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কোনটা মিথ্যা?
- লঞ্চ ডুবি?
- বিশ্বজিৎ হত্যা?
- শিশু জিহাদের মৃত্যু?
বলেন কোনটা মিথ্যা?
আমরা চেতনার বর্ম পরি না। আমরা বাস্তবতা দেখি।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৭
আমি নবপ্রজন্মের মুক্তিযোদ্ধা বলেছেন: এতো দেখি মিথ্যার ছায়া।