![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
ছবি: ৫৭ গুলশান এভিনিউ, গুলশান-১ এর পূর্ব পাশ থেকে (২১/০৭/২০১৬) তোলা। এটি গুলশান-১ থেকে গুলশান ২ এর যাতায়াতের প্রধান রাস্তা বা সড়ক।
সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে রাজধানীর গুলশানে নারকীয় হামলার ঘটনায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।ইতালি নাগরিক সিজারি তাভেল্লা খুনের পর থেকে গুলশানের কূটনৈতিক এলাকায় একের পর এক নিরাপত্তা বাড়ানো হয়। অন্তত সাত দফায় এ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজায় আইনশৃংখলা বাহিনী। তারপরও কোন ফাঁক গলিয়ে সশস্ত্র জঙ্গি সন্ত্রাসীরা ঢুকে যায় এই সুরক্ষিত এলাকায়।
বিদেশী বিভিন্ন রাষ্ট্রের সতর্ক বার্তার পর গুলশানে বাড়ানো হয় চেকপোস্ট, তল্লাশি কার্যক্রম, কূটনৈতিক এলাকায় অনেক রাস্তায় নিরাপত্তার স্বার্থে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। স্থাপন করা হয় আইপি ক্যামেরা। বসানো হয় বিভিন্ন স্থানে ই-স্ক্যানার।
যেহেতু হামলা কারীরা জঙ্গি! সেহেতু তাদের বিভ্রান্ত করতে এবার রাস্তার মাঝে স্থাপনা করা হয়েছে বন জঙ্গল। যাতে জঙ্গিরা গুলশানে প্রবেশ করে বিভ্রান্তিতে পড়ে- এটি গুলশান কিনা। তাদের বিভ্রান্ত করতেই এই ব্যবস্থা।
৫৭ গুলশান এভিনিউ, গুলশান-১ এর পূর্ব পাশ থেকে (২১/০৭/২০১৬) তোলা।
ইট পাথরের জঞ্জাল ঢাকা। ভি আই পি এলাকার মানুষেরা যাতে মরার আগে সতেজ নিশ্বাস নিতে পারে তার জন্য এই ব্যবস্থা।
তাই কেউ পজিটিভ চিন্তা ছাড়া অন্য কিছু মিন করা নিষেধ।
২১ শে জুলাই, ২০১৬ সকাল ১০:২৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ক্যামনে কইতাম তা আমনে একটু বইল্যা দেন।
২| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৭
ক্লে ডল বলেছেন: ফান করেই মরি! হা হুতাশ ডিলিট!!!
২১ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপাতত সব ডিলিট করে দেন।
ঢাকার শহরে হাঁটেন আর বলতে থাকেন,
আমিই রাজা।
আমার রাজত্বে।
দেখবেন রিয়েল লাইফ ইনজয় করবেন।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৬ সকাল ১০:০৭
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: এ্যামনে না কইলেও পারতেন!