![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
০১।
ব্যানার বাজি’ থেকে সিনেমা হলকে ছাড় দিলে কি এমন ক্ষতি হয়?
০২।
জীবন কে স্বচ্ছল ও খুশি রাখতে হলে বেশি কিছুর দরকার হয় না। অল্পতেই রাখা যায়।
০৩।
নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে। ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।।
০৪।
আমার ভাঙ্গা তরী ছেড়া পাল/ চলবে আর কত কাল// ভাবি শুধু একা বসিয়া ///রে দয়াল,এভাবে আর চলবে কতকাল।
০৫।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া।
০৬।
গ্রুপ ছবিতে ছোটরাও পোজ দিতে শিখে গেছে।
০৭।
গরীবের হেয়ার কার্ট!!
০৮।
এই ধরণের নেতারাই দলকে ডুবানোর জন্য যথেষ্ট।
০৯।
মসজিদেও স্মার্ট ফোন টিপা চাই। হায়রে পোলাপাইন......।
১০।
দখলবাজি’র একটা সীমা থাকা উচিত। শেষ পর্যন্ত এটাও দখল হয়ে যাবে! তবে টেনশনের কোন কারণ নেই, এটা গরীবের দখল! হয়ত কিছু দিনের মধ্যে উচ্ছেদও হবে।
১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম।
ধন্যবাদ,
মন্তব্য করার জন্য
২| ১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সখের হবে না, শখের হবে। অনুগ্রহ করে ঠিক করে নিন।
১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ,
বিষয়টি নজরে আনার জন্য।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
সুমন কর বলেছেন: লেখা আর ছবি মিলিয়ে ভালো লাগল।
১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ, প্রশংসা করার জন্য
৪| ১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম
১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ।
৫| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪৪
রক্তিম দিগন্ত বলেছেন:
ছবিগুলো ঠিক স্পষ্ট বুঝা গেল না। ঝাপসা ঝাপসা লাগলো।
১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার চোখে সমস্যা আছে। এই সমস্যা সমাধান করতে হলে আপনাকে যেতে হবে চক বাজারে। সেখান থেকে একটা চমশা কিনে ব্যবহার করে দেখতে পারেন। এই চমশা ব্যবহারের অভিজ্ঞতা জানিয়ে ব্লগে একটি অভিজ্ঞতামূলক প্রতিবেদন দিতে পারেন। তাহলে জাতি আপনার দ্বারা উপকৃত হবে।
৬| ১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৫
রক্তিম দিগন্ত বলেছেন: সমালোচনা মেনে নিতে শিখুন।
সবাই প্রশংসা করবে না। আর হ্যাঁ, ছবিগুলো আসলেই ঝাপসা। ঝাপসার কারণে ছবির মূল বৈশিষ্ট্য ফুঁটে উঠেনি।
আর যদি অর্থহীন ছবির কথা বলেন তাহলে বলব - হ্যাঁ, ছবি ভাল হয়েছে।
৭| ২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অন্যের সমালোচনা কে আমি পজিটিভ হিসেবে দেখি যদি তা হয় গঠন মূলক। কিন্ত আপনি যে সমালোচনা করেছেন তাতে না ছিল কোন দিক নির্দেশনা অথবা না ছিল ভালো কোন অনুপ্রেরণা। আপনি এক কথায় মন্তব্য করেছেন যা সমালোচনার গভীরে না গিয়ে উপর থেকে গাঁ মেরেছে।
আর আপনার ব্লগে ডু মেরে দেখলাম আপনি যে ব্লগিং করেছেন তাতে যে ছবি ব্যবহার করেছেন তা সবগুলো ছিল অনলাইন থেকে নেওয়া বা ধার করা।
বিষয়টি এরকম হলো-
টেষ্ট ম্যাচ না খেলেও ম্যাচের সমালোচক হওয়া।
তারপরও আপনাকে ধন্যবাদ আপনি সমালোচনা করেছেন।
আর আপনার মেধা ও ক্রিয়েটিভিটিভ এর প্রতি রইল স-শ্রদ্ধা সম্মান ও সালাম। ভালো থাকবেন দিবা নিশি।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৮
বিজন রয় বলেছেন: ৬ নম্বরটা ভাল লেগেছে।
++++