![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
(কয়লা ধুইলেও ময়লা যায় না)
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে প্রকাশ্যে নৌকায় ভোট দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান।
ব্যালট পেপারে গোপনে ভোট দেয়ার বিধান থাকলেও সেটা প্রকাশ্য করার বিষয়ে শামীম ওসমান বলেন: ‘আমি রক্তাক্ত হয়ে সাংবাদিক ভাইদের খুশি করলাম। কাল থেকে সাংবাদিক ভাইয়েরা নারায়ণগঞ্জে একটা ফুটেজ খুঁজছেন, আমি তার ব্যবস্থা করলাম।’
তার মানে তিনি দ্যুদোলতায় ভুগ ছিলেন। হয়ত তিনি বিশ্বাস করতেন, নৌকাতে ভোট দিলেও জনগণ বিশ্বা করবে না।
অথবা, যদিও নৌকার হারার কোন সম্ভাবনা আপাতত নেই, আর যদি কোন কারণে নৌকা ফেল করে তাহলে আইভির লোকজন যাতে শামীম ওসমানের দোষ দিতে না পারে সে জন্য তিনি এই কাজ করেছেন।
অথবা দলকে বিশ্বাস করিয়েছেন আসলেই তিনি আইভির হয়ে কাজ করেছেন।
অথবা, তিনি তার পরিচয় তুলে ধরেছেন। আমি শামীম ওসমান।
সূত্র:
http://bd24report.com/bangla/2016/12/সাà¦à¦¬à¦¾à¦¦à¦¿à¦-à¦à¦¾à¦à¦°à¦¾-যà§-ফà§à¦à§à¦-à¦/
http://www.ittefaq.com.bd/wholecountry/2016/12/22/96701.html
২২ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: নিজ ও জনগণের প্রতি বিশ্বাস না থাকলে আর যা হয়
২| ২২ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: (কয়লা ধুইলেও ময়লা যায় না)
আসলেই...আপনার সাথে সহমত
২২ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এদের বিষয়ে কথা বলাটাও বিপদের! কারণ, এদের দেখাভালের দায়িত্ব নিছে স্বয়ং প্রধান মন্ত্রী।
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
চাঁদগাজী বলেছেন:
গণতন্ত্রকে পদাদলিত করার জন্য এই শুকরের বিচার হবে ঠিক সময়ে।
২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপাত কবে নাগাদ হবে জানাতে পারছেন।
তবে আমার কলিগ কিছুক্ষন আগে জীন কফিলের সাথে যোগাযোগ করেছে সে বলেছে, নিবাচনী কেরামতিতে ব্যাস্ত থাকার কারনে আপাতত উত্তর দিতে পারছেনা। পরে যোগাযোগ করতে বলেছে
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১২
সাদা মনের মানুষ বলেছেন: আব্দুল্লাহ তুহিন বলেছেন: (কয়লা ধুইলেও ময়লা যায় না)
আসলেই...আপনার সাথে সহমত
২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এটাই বাস্তবতা, এদের মত ব্যাক্তিরা আবার সংসদেও যায়।
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৭
জগতারন বলেছেন: পেপারে গোপনে ভোট দেয়ার বিধান থাকলেও সেটা প্রকাশ্য করার বিষয়ে শামীম ওসমান বলেন:
‘আমি রক্তাক্ত হয়ে সাংবাদিক ভাইদের খুশি করলাম।
কাল থেকে সাংবাদিক ভাইয়েরা নারায়ণগঞ্জে একটা ফুটেজ খুঁজছেন,
আমি তার ব্যবস্থা করলাম।’
চাঁদগাজী বলেছেন:
গণতন্ত্রকে পদাদলিত করার জন্য এই শুকরের বিচার হবে ঠিক সময়ে।
সহমত!!!
২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এই ধরনের নেতাদের কোন যোগ্যতা না থাকলেও মাস্তানিই এদের বড় সম্পদ। আওয়ামী দল চালাতে হলে এদের দরকার আছে!
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৮
প্রশ্নবোধক (?) বলেছেন: মানুষ কত সস্তা হতে পারে তা আমার কল্পনাকে মাঝে মাঝে ছাড়িয়ে যায়।
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সামনে আরো অনেক কিছু অপেক্ষা করছে।
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপাতত মন্তব্য করা থেকে বিরত থাকলাম।
২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যেভাবে আছেন সেভাবে ভালো থাকুন
৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তিনি হয়তো দেখাচ্ছেন, কি ভাবে ভোট দিতে হয়? আর আপনি তার হয়ে সেটা প্রচার করছেন!
২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: "তিনি হয়তো দেখাচ্ছেন, কি ভাবে ভোট দিতে হয়? আর আপনি তার হয়ে সেটা প্রচার করছেন!"
তিনি মা+র+কা চিনিয়ে দিচ্ছেন, কি মা+কা+য় ভোট দিতে হবে!
আর এতেই ম্যাজিকটা ঘটেছে।
১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: যদি কোন কারণে নৌকা ফেল করে তাহলে আইভির লোকজন যাতে শামীম ওসমানের দোষ দিতে না পারে সে জন্য তিনি এই কাজ করেছেন।
আমার এটই মনে হয়েছে ভাই!
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সবাই পিঠ বাচাতে চায়, শামীমও ব্যতিক্রম নয়।
ধন্যবাদ
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কয়লা ধুইলেও ময়লা যায় না কথা সত্য
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
মেঘদীপ বলেছেন: দ্বিধাবসান ঘটিয়েছেন তিনি..