![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
আমরা যারা সামু পাগল তারা প্রায়ই একটা সমস্যার সম্মুখীন হই, তাহল মোবাইলের এনড্রয়েড ভার্সনের ওয়েব ব্রাউজার থেকে সামুতে লগইন করলে ডেস্কটপ ভিউ না এসে শুধু মোবাইল ভিউ আসে। তারা নিন্মের পদ্ধতি অনুসরণ করলে এই সমস্যার সমাধান পেতে পারেন।
১।
প্রথমে সামুর এড্রসে যান। অথবা,
যাদের মোবাইলে সামুর ট্যাব খোলা থাকে সেই ট্যাবে ক্লিক করুন।
২।
ক্লিক করার পর এ রকম আসতে পারে। এখন লাল চিহ্নিত স্থানে ক্লিক করুন।
৩।
এখন এ রকম দেখাবে। যেখানে লেখা আছে Request Desktop সেখানে ক্লিক করুন। তাহলে আপনার ব্রাউজার মোবাইল ভিউ থেকে ডেস্কটপ ভিউতে চলে যাবে।
সমস্যা: নোটিফিকেশন আসলে এবং তাতে ক্লিক করলে এ রকম আসতে পারে-
তবে সুবিধা এই যে কার পোষ্ট থেকে নোটিফিকেশন আসছে সেটি দেখা যায় এবং তাতে পোষ্ট সম্পর্কে ধারণা পাওয়া যায়।
এই পদ্ধতি শুধু গুগল ক্রোমের জন্য। অন্যান্য ওয়েব ব্রাউজারে একই পদ্ধতি অনুসরণ করলে ফল পেতে পারেন। আমি ব্যবহার করে সুবিধা পেয়েছি তাই ব্লগার সামিউল ইসলাম বাবু ভাইয়ের পোষ্টের জেরে ইহা অবতারণ করেছি। ইহা অতি সাধারণ মানের পোষ্ট। দু-এক জনের কাজে লাগতেও পারে।
সবচেয়ে ভাল হয় সামু যদি আমাদের জন্য মোবাইল এপ্লিকেশন এ+য-ফলা+প চালু করে।
বি:দ্র: এ পোষ্ট অধিক জ্ঞানীদের জন্য নহে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ছোটখাটো বিষয়ে আমরা অনেক সময় বিরক্ত হই। সমাধান জানা থাকলে বিরক্তি কিছুটা কমে আসে।
প্রথম মন্তব্যকারী হিসেবে ধন্যবাদ।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, আমিও এই পদ্ধতিতে আছি।
কিন্তু আগেরটাই ভালো ছিল। আগে ফেসবুক দেখতে দেখতে সামুতে ঘুরে যেতাম, এখন পারি, কিন্তু মোবাইল ভার্সন। কেন যে ফুল ভিউ টা বন্ধ হলো বুঝলাম না!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মোবাইল ইউজার বৃদ্ধির কারণে সামুতার সাইটে মোবাইল ভিউ অপসন চালু রাখছে। কিন্তু এনড্রয়েড ভার্সণ মোবাইলে ডেস্কটপ ব্রাউজার থাকার কারণে সামুর সাইট হয়ত চিহ্নিত করতে পারছেনা কোনটা মোবাইল আর কোনটা ডেস্কটপ- এটা আমার ধারণা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১২
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৬
সুমন কর বলেছেন:
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
ধন্যবাদ।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪
চাঁদগাজী বলেছেন:
ভালো, কাজে লাগবে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনি ইদানীং আমার পোষ্ট এড়িয়ে চলেন!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাই আমার নামে বদনাম করে কে জানি
শাহাদাৎ হোসেইন (বেকুবের ছায়া) অনুরুপ একটি নিক বানাইছে।
যদি পারেন কিছু একটা করেন।
এখানে দেখুন
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৩
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৪৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ভাই।
বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে।
উহ!!! ঝামেলা গেলো
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ সামিউল ইসলাম বাবু ভাই। আপনার উপকার হয়েছে জেনে ভালো লাগল।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১
সামছুল ইসলাম মালয়েশিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই,আপনার জন্য আগের মত করে ফিরে পেলাম।ভালো থাকবেন সবসময়।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার কাজে লেগেছে জেনে খুশি হলাম।
আপনার প্রতি আমার সালাম, আপনি দেশ ছেড়ে প্রবাসে গিয়েছেন।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪১
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ। গতদিন বেশ বিরক্ত হয়েছিলাম সামুর এই মোবাইল ভিউ নিয়ে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাই আপনিও সমস্যায় ছিলেন!
আপনার উপকার হয়েছে জেনে খুশি হলাম। আর আপনার ধারাবাহিক জ্বীন সাধকের খোঁজে এর নতুন পর্ব আসছে না কেন?
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৮
বিলিয়ার রহমান বলেছেন: বেশ কয়েকজন আমাকে এই প্রশ্নটা করেছিল! আমিও আপনার এই পদ্ধতিটার কথা বলেছি!
দরকারি অনেকেরই কাজে লেগেছে!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমার সমস্যা ছিল। এই সমস্যার সমাধান নিজে করছি। কিন্তু এটা কোন স্থায়ী সমাধান নয়। শুধু দু’একজনের উপকার হতে পারে তাই দেয়া। সামিউল ইসলাম বাবু ভাই এই সমস্যা সম্পর্কে একটি পোষ্ট দিয়েছে সেখান থেকে বিষয়টি আঁচ করে ছোট খাট এই সমাধান হাজির করলাম। তবে,
সবচেয়ে ভাল হয় সামু যদি আমাদের জন্য মোবাইল এপ্লিকেশন এ+য-ফলা+প চালু করে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রিয়,
বিলিয়ার ভাই,
আমি সামুর শর্তের মধ্যে আছি।
আমার স্বাভাবিক অবস্থা ফিরে আসলে সামু কর্তৃপক্ষের নিকট অভিযোগ করব।
আপনি পারলে সহযোগিতা করুন।
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: বেশ প্রয়োজনীয় পোস্ট , আনেকের জন্য উপকারী হবে ।
শুভেচ্ছা রইল ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাই আপনাকে ও ধন্যবাদ পড়ে মন্তব্য করেছেন।
শুভ কামনা জানবেন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমার নামের বদনাম করে কে জানি-
শাহাদাৎ হোসেইন (বেকুবের ছায়া) অনুরুপ একটি নিক বানাইছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৪
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৪
আরণ্যক রাখাল বলেছেন: এইটা খারাপ লাগছে না।
তবে ডেক্সটপ ভিউ ওপেন করলেই দেখতে পাচ্ছি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আসলে যার কাছে যেটা ভালো লাগে।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৩
আখেনাটেন বলেছেন: হুম, কাজের জিনিস।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ ভাই,
শুভ কামনা জানবেন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাই আপনার পোষ্টে আমার একটি নকল আইডি মন্তব্য করেছে।
নকল আইডি তাতে আমার সমস্যা নেই। কিন্তু সে আমার ছবি ব্যবহার করেছে তাতে আমার আপত্তি আছে। আপনি এব্যাপারে কিছু করতে পারলে করুন।
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৭
মোহাম্মদ খলিফা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে শুভ কামনা রইলো
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাই আপনিও শুভ কামনা জানবেন।
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
ফেরদৌসা রুহী বলেছেন: দেখলাম কিন্তু সবই ঠিক আছে আমি মন্তব্য লিখতে পারছিনা মোবাইলে, অক্ষর উল্টা পাল্টা আসে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
মন্তব্য করার আগে এ ধরণের (
) যে কোন একটি যোগ করে নিন। আশা করি সমাধান পাবেন
১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০০
শামীম সরদার নিশু বলেছেন: যারা জানেনা তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি পোস্ট।
ধন্যবাদ আপনাকে সামুর সদস্যদের সেবা প্রদানের জন্য।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ,
১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৪
আলম সুমন বলেছেন: চেষ্টা করছি ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ।
১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৩
গেম চেঞ্জার বলেছেন: সামু নিয়া অভিযোগের অন্ত নাই!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাই আমার নিকে বদনাম করে কে জানি অনুরুপ শাহাদাৎ হোসেইন (বেকুবের ছায়া) নামে আরেকটি নিক তৈরী করেছে।
পারলে কিছু করুন।
১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৫
আমিই মিসির আলী বলেছেন: শেষ সমস্যার কোন ভালো সমাধান আছে??
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাই আমার নিকে বদনাম করে কে জানি অনুরুপ শাহাদাৎ হোসেইন (বেকুবের ছায়া) নামে আরেকটি নিক তৈরী করেছে।
পারলে কিছু করুন।
১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫০
ওমেরা বলেছেন: ধন্যবাদ সেবামূলক কাজের জন্য ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আমার নামের বদনাম করে কে জানি-
শাহাদাৎ হোসেইন (বেকুবের ছায়া) অনুরুপ একটি নিক বানাইছে।
১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: খুব দরকারি পোষ্ট । যারা জানেন না তাদের কাজে লাগবে । পোষ্ট দাতা কে ধন্যবাদ
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমার নিকের বদনাম করে কে জানি অনুরূপ আরেকটা নিক বানাইছে।
আপনাকে ধন্যবাদ।
২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৪
বিলিয়ার রহমান বলেছেন: আপনার এই নিক পোস্ট বেপাত্তা হয়ে গেছে!!!!!!!!!!!
এই পোস্টের মন্তব্য দেখুন!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ,
আপনি আসল জিনিষটা ধরিয়ে দিয়েছেন।
সামুতে কিছু মানুষ অহেতুক আমার পিছনে লেগেছে। এটা তারই ধারাবাহিকতার ফল।
আপনাকে অশেষ ধন্যবাদ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাই পারলে সহযোগিতা করুন।
২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপু ধন্যবাদ।
২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৫
অতঃপর হৃদয় বলেছেন: আমার তো আবার মোবাইল নাই, কিনলে তখন ট্রাই করে দেখব! সর সরি ভাষার মাসে ইংরেজি বলে ফেললাম; চেষ্টা করে দেখব।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি যেভাবে বলেছেন, এতে মানুষ অভ্যস্থ হয়ে গেছে।
আর, আপনি মজা করেছেন এটা আমি বুঝতে পারছি।
[বিদ্র: আমার নামের নিকটা নকল করে শাহাদাৎ হোসেইন (বেকুবের ছায়া) নামে অনুরুপ একটি নিক বানাইছে।
২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১১
নতুন নকিব বলেছেন:
"[বিদ্র: আমার নামের নিকটা নকল করে শাহাদাৎ হোসেইন (বেকুবের ছায়া) নামে অনুরুপ একটি নিক বানাইছে।"
-'শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়.)' নামে আপনি কি আরেকটা নতুন নিক দেখেছেন?
আমি তো প্রথম দেখে বিভ্রান্ত হয়েছিলাম। আমার মনে হয়, এসব নিক ব্যবহার করে উল্টো পাল্টা কমেন্ট করা হচ্ছে কি না লক্ষ্য রাখা দরাকার। প্রয়োজনে সামু কর্তৃপক্ষের সাহায্য নিতে পারেন।
ভাল থাকবেন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি নজরে এনেছেন, বিলিয়ার ভাই নজরে এনে ছিলেন। আমার বিরুদ্ধে কিছু মানুষ লেগেছে। তারা চায় না আমি ব্লগে থাকি।
আমার দ্বিতীয় কোন শাখা/ব্লগ/একাউন্ট নেই। আমি যেটা থেকে কমেন্ট করছি এটাই আমার একাউন্ট।
অসুস্থ্যতার কারণে ব্লগে আসতে পারছি না। হয়ত দুই বা এক দিন পরে আসছি। তখন সবাই চুপ হয়ে যাবে।
ভালো থাকবেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৩
২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
জেনুইন শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
সামুতে আমাকে নিয়ে ফাজলামি শুরু করসে কয়েকজন বদমাশ ইভটিজার, শাহাদাৎ হোসেইন (বেকুবের ছায়া), শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়.) নিক খুলে এরা সামুকে বিভ্রান্ত করছে। আমিই আসল শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া), যে কারণে জেনুইন শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) নিতে বাধ্য হলাম। নতুন নকিব ভাই আপনাকে শুকরান।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হ ভাই আপনি জেনুইন সত্যের ছায়া। আপনাকে বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাতে হবে।
কমেন্টের উত্তর যে দিতে পারে- সে অরজিনাল।
আপনার কি অবস্থা?
২৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২০
আলম সুমন বলেছেন: আমারটা হয়েছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ
২৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৪
গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: ভাই আমার নিকে বদনাম করে কে জানি অনুরুপ শাহাদাৎ হোসেইন (বেকুবের ছায়া) নামে আরেকটি নিক তৈরী করেছে।
পারলে কিছু করুন।
ফিডব্যাকে ইমেইল করে আপনার অভিযোগ লিখুন!
ঠিক জানি না কোথায় কি বলেছেন। ব্লগে অনিয়মিতই আমি।
আজকাল মত প্রকাশ করার স্বাধীনতার আশা করা দুর্লভ হয়ে গেছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমার পোষ্ট এবং ব্লগের সময়কাল দেখলে বুঝতে পারবেন। বাকী যেগুলো আছে সেগুলো সময়কাল দেখলে আপনার বুঝার বাকী থাকবে না আসলে কি হচ্ছে আমাকে নিয়ে। আমি এখন সামুর শর্তের মধ্যে আছি। আশা করি ১ দিন পর ছাড়া পাব। সে সময় সব বিষয় ক্লিয়ার হবে। এবং সামুকে মেইল করে জানাব।
পরার্মশ দেয়ার জন্য ধন্যবাদ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্লগার বিলিয়ার ভাই আমাকে নিয়ে একটি পোষ্ট করেছে। আমি কোথাও পোষ্ট/কমেন্ট করতে পারি না। আপনি সেখানে গিয়ে পড়লে বিষয়টা বুঝতে পারবেন। আপনি সেখানে কিছু বলুন।
২৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৪
গেম চেঞ্জার বলেছেন: এখনই মেইল করলে ভাল। জেনারেল করার কারণ কী?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমার কমেন্ট তাদের (সামু) কাছে দুর্বেধ্য মনে হইছে।
২৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫০
গেম চেঞ্জার বলেছেন: [email protected]
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাই আমি মেইল করেছি। আশা করি সঠিক সিদ্বান্ত পাব।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৩
২৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:০১
নাসের গ্যাং ০০৭ বলেছেন: ভালো পোস্ট।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধব্যবাদ ভাই
৩০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৬
তার ছিড়া আমি বলেছেন: এ আর নতুন কি!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাই আপনাকে ধন্যবাদ
৩১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই ব্লগে কি ভাই বুঝলাম না সেদিন একই ছবি ও নাম অাবার এই পোষ্টটি সেই অাইডিতে কপি করা দেখলাম কিন্তু ব্রাকেটে অন্য নাম। ভাবলাম অাপনার নতুন নিক হয়তো।
পরে বুঝলাম ওটা ফেক ।
বিষয়টায় পাক খেয়ে গেলাম।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাই আমি সামুর আইনি নীতিমালারর আওতায় থাকার কারণে অন্যের পোষ্টে মন্তব্য করতে পারিনা।
আমি সামুতে নিয়মিত ছিলাম। হঠাৎ না থাকার কারণে কু-চক্রী মহল বুঝে গেছে আমি ঝামেলায় আছি। এই সুযোগটা কাজে লাগিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
তবে আমি হয়ত কালকে ফিরে আসছি। আশা করি সামু আমার প্রতি সদয় হইবে।
পাশে থাকার জন্য ধন্যবাদ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১২
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাই আমি যেহেতু এসে পড়েছি এখন কোন ধরণের কনফিউসড রাখবেন না। যারা এ স মস্ত কাজ করেছে তাদের বাপের নাম জিঙেস করবেন। দেখবেন কি উত্তর দেয়। তারপর আমাকে জানাবেন।
৩২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৮
বিলিয়ার রহমান বলেছেন: এই নিকটা বলছে সে আসল শাহাদাৎ! আমি সত্যিই কনফিউজড ভাই!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি যেখান থেকে রিপ্লাই দিছি এটা ব্যতীত আমার অন্য কোন আইডি নেই।
অন্য আইডিগুলো আমার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে।
কেউ যদি এই আইডি ছাড়া নিজেকে আমার নামের আইডি হিসেবে দাবি করে তাহলে সে মানুষের সাথে প্রত্যারণা করছে।
আমি হয়ত খুব শীগ্রই ফিরে আসছি।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১১
৩৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৫
আসল শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
বিলিয়ার ভাই, আমিই আসল শাহাদাৎ। অন্য পোস্টে কমেন্ট করার জন্য এই নিকটা খুলেছি আজকে। বাকিগুলো বিভ্রান্তি ছরাচ্ছে আমার নামে। এরা প্রতারণা করছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তোরে বেশি সুবিধা মনে হয়না।
৩৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৮
তার ছিড়া আমি বলেছেন: শাহাদাৎ হোসাইন নামক ধাঁ ধাঁ টি বেশ মজার।
আপনারা চালিয়ে যান, খেলাটা খুবই ভাল লাগছে।
আমি প্রায় নিশ্চিত, সকলেই আপনাদের এই ধাঁ ধাঁ র জট খুলতে নয়, মজা লুটতেই ব্যাস্ত।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাই, ব্লগে আমার কোন দ্বিতীয় একাউন্ট নেই। এই একাউন্ট এর সময় কাল দেখবেন আর অন্য সব একাউন্টের সময় দেখবেন তাহলে সব বুঝতে পারবেন। বিষয়টি পরিস্কার হয়ে যাবে।
৩৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৮
৩৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
বেশ কাজে লাগলো।
ধন্যবাদ ভাই।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
শুভ কামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০০
নাগরিক কবি বলেছেন: আমিও এভাবেই মোবাইলে ব্যবহার করছি। ধন্যবাদ সবাইকে আপনি জানিয়ে দেবার জন্য।