![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
১। কলার ছোল্কা/খোলস/আবরণ খুলে যদি প্রদর্শণ করা হয় তাহলে যেমন সে কলার দাম নেই। ঠিক তেমনি যে সকল মেয়েরা বেহায়াভাবে চলাফেরা করে তাদের চরিত্রেরও কোন বিশ্বাস নেই।
২। বর্তমানে দেশ এগিয়েছে, সিক্স- সেভেন পড়ুয়া মেয়ে-ছেলেদের মধ্যে দোস্ত-বন্ধু কালচার গড়ে উঠেছে। তারা এক সাথে বসে অনলাইনে HD সেক্সও দেখে।
৩। আগে এক পোলাপাইনের সাথে আরেক পোলাপাননের দেখা হলে সালাম দিয়ে হাত মোসেফাহ করত। আর এখন একজন আরেক জনকে দেখলে গায়ে হাত দিয়ে চটাস করে আওয়াজ করে! তার পর বলে, দোস্ত নতুন যে পাখিটা ধরছ তার খবর কি?
৪। বর্তমানে মেয়েরা যে কাপড় পড়ে এত কাপড়ের ভার বহন করতে তারা রাজি না। ভবিষ্যৎে এই কাপড়ের ওজন আরো কমবে।
৫। এই সময়কার মেয়েদের আবেগ আগেরকার মেয়েদের আবেগের তিন গুন।
২| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
আপনার নয় মাস এক সপ্তাহ ব্লগিং জীবনে কমেন্ট করেছেন মাত্র তিনটি। তার মধ্যে আমার অচল ব্লগে একটি কমেন্ট করে মহৎ হৃদয়ের পরিচয় দিয়েছেন!
ত’ জনাব, আপনি কি এখানে ভুল করে এসেছেন নাকি আমাকে নজরদারি করতে এসেছেন। ব্লগিং করতে চাইলে ফ্রন্ট পেইজে শত শত, হাজার হাজার পোষ্ট আছে, সেখানে গিয়ে কমেন্ট করুন।
আপনাদের মত গংদের জন্য আমার ব্লগ নহে।
৩| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:০১
অতঃপর হৃদয় বলেছেন: একদম ঠিক কথা বলেছেন। পরিবর্তন দরকার।
০৯ ই জুন, ২০১৭ রাত ৯:২০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৪
জনতাা২০১৬ বলেছেন:
আপনার ভাষা তো খুবই খাসা। মগজে এরচেয়ে বেশি আর কিছু নাই।