![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
এভাবে আর কত দিন বসে থাকতে হবে? উত্তর জানা নেই। বসে থাকার মোক্ষম কারণও জানি না। কিন্তু কেন বসে আছি? বসে বসে কিসের জন্য অপেক্ষা করছি? কেউ কি জানেন? জানলে জানাবেন।
২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তাই........। ট্রাই করে দেখতে হবে।
২| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
আমি শাহাদাৎ হোসাইনের জেঠা বইলচি বলেছেন: তর মত বেয়াদপ পুলাপান এরকম ব্লক খায়াই বয়া থাকব সামুতে।
২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
চাচা আপনার অবস্হাও বেশি ভাল দেখছিনা। মাত্র ১৬টা কমেন্ট যার বেশির ভাগ আমার পোষ্টে (পূর্বে আমি ডিলিট করে দিয়েছি), আর আপনি পোষ্ট করার কোন সাহস দেখাতে পারেন নি?
তাই আপ্নারে নিয়া খুব চিন্তায় পরে গেছি, আপনার পারফরমেন্স চাচি জানতে পারলে খবর আছে।
আপনি 'সত্য' বংশের নাম ডুবাইছেন।
২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: চাচা আপনাকে মডু করার সুপারিশ করছি।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চোখ বুজে বসে থাকলে সাধক হতে পারবেন।