![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
সমকামীতা সম্পর্কে আমি এই পোষ্ট দেয়ার আগে মোটামুটি পড়েছি। সেটা অভিজিৎ বাবু থেকে শুরু করে ইউকিপিডিয়া পর্যন্ত। সেখানে পড়ে মোটামুটি যা ধারণা পেয়েছি তা হলো, সমকামীর জন্য দায়ী জিন, ক্রোমোজোম আজো আবিষ্কার হয়নি। এবং...
বিজ্ঞানীরা সমকামিতার প্রকৃত কারণ জানেন না, কিন্তু তারা বিশ্বাস করেন যে, জিনগত, হরমোনগত এবং পরিবেশগত কারণসমূহের এক জটিল আন্তঃক্রিয়ার ফলে এটি ঘটে থাকে।.....
এখানে আসেন
বিজ্ঞানীরা সমকামিতার প্রকৃত কারণ জানেন না! হাস্যকর!
বিজ্ঞানের কি দায়িত্ব নেই, কেন কিছু সংখ্যক মানুষ স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে সমকামিতায় আসক্ত হচ্ছে তা মানুষ কে জানানো?
তারা বিশ্বাস করেন জিনগত, পরিবেশগত, হরমোন গত কারণে মানুষ সমকামী হচ্ছে! তাইতো;
আমিও বিশ্বাস করি, কু- প্রবৃত্তির কারণে মানুষ সমকামী হয়।
আবার তারা (বিজ্ঞানীরা) কোথাও কোথাও এটাকে প্রাকৃতিক
স্বাভাবিক ঘটনা বলেন!
এখন এই প্রাকৃতিক স্বাভাবিক ঘটনা তখন ধরে নিব যখন সমকামীর জন্য দায়ী জিন আবিষ্কার করা হবে। এর আগে ত্যানা প্যাচানো যুক্তি আর মনো বিজ্ঞানীদের হ্যান ত্যান বিস্বাস করতে চাই না।
যত দিন পর্যত না সমকামীতার জন্য দায়ী জীন আবিষ্কার হচ্ছে তত দিন পর্যন্ত ইহাকে প্রাকৃতিক ঘটনা বলা অনুমান নির্ভর।
এর আগে ওমুকে ত্যানা প্যাচাইছে, অমুকে এইমত দিছে , ধলা মিয়া কালা মিয়ার উপর গবেষণা করে অমুক ফল পাইছে---- এই সমস্ত লেজুড়বৃত্তি কথা বিশ্বাস করতে চাইনা যত দিন এর জন্য দায়ী জিন আবিষ্কার না হয়।
২৪ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি আপনি মিলেই সমাজ, আর সমাজ সব সময় যে বিষয়টা পাশ কাটিয়ে /এড়িয়ে চলে এবং খারাপ ভাবে দেখে সেটা হলো সমকামিতা। বিজ্ঞানের এই চরম যুগে বসবাস করে কেন জানতে পারব না মানুষ স্বাভাবিক নিয়মের বাহিরে গিয়ে সমকামী হয়?
২| ২৪ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি আপনি মিলেই সমাজ, আর সমাজ সব সময় যে বিষয়টা পাশ কাটিয়ে এড়িয়ে চলে এবং খারাপ ভাবে দেখে সেটা হলো সমকামিতা। বিজ্ঞানের এই চরম যুগে বসবাস করে কেন জানতে পারব না মানুষ স্বাভাবিক নিয়মের বাহিরে গিয়ে সমকামী হয়!
৩| ২৪ শে মে, ২০১৭ রাত ১০:০৯
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: বিজ্ঞানীদের একটা কথার সাথে একমত।
সমকামীতা কোন মানসিক রোগ নয়।
এটা আসলে চরিত্রের দোষ।
২৪ শে মে, ২০১৭ রাত ১০:৫৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হয়ত।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ২৪ শে মে, ২০১৭ রাত ১০:৩৬
সমাজের থেকে আলাদা বলেছেন: আমি বিষয়টা সম্পর্কে কিছু বলতে পারি। তবে লোকের মাইন্ড খারাপ, কিছু স্পর্শকাতর জিনিস নিয়ে ঘাটাঘাটি না করলেই ভালো আপনার।
সমকামীতা জিনিসটা ছেলেদের ক্ষেত্রে যতটা তারচেয়ে বেশী মেয়েদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় (আপনার জানার কথা)। এটা হয় অতিরিক্ত হীনমন্যতা (inferiority complex), বিশ্বাসহীনতা, নিরাপত্তাহীনতা থেকে। বিপরীত লিঙ্গের প্রতি বিদ্বেষ থেকেও হতে পারে এটা।
ব্যপারটাকে পশুর সাথে সঙ্গমের সাথে মিলিয়ে নিন। অতিরিক্ত যৌনকাম নিবৃত্তি করার সুযোগ সমাজে না থাকলে কিছু মানুষের এই বিকৃতি ঘটে। যেসব দেশে পতিতাবৃত্তি ও ব্যভিচার বেশী কড়াভাবে প্রতিরোধ করা হয় সেখানে এগুলো বেশী দেখা যায়। তেমনি এদেশে ধর্ষণ, শিশুর সাথে যৌন-নির্যাতন বিষয়গুলো চলে।
আবার এটিও উপেক্ষা করতে পারবেন না যে উপযুক্ত সঙ্গী ও যত্ন পেলে সমকামীরাও বিপরীতকামী হয়ে যায়।
মোদ্দাকথা, বিভিন্ন যৌনবিকৃতির মধ্যে সমকামীতাও একটি এবং এরও থেরাপী আছে।
২৪ শে মে, ২০১৭ রাত ১০:৫৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অনেক কিছু উঠে এসেছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ২৪ শে মে, ২০১৭ রাত ১০:৪২
তাতিয়ানা পোর্ট বলেছেন:
Faltu post.
২৪ শে মে, ২০১৭ রাত ১০:৪৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ফালতু হলে আপনার স্কিপ করার দকার ছিল।
মতামত জানানোর জন্য ধন্যবাদ
৬| ২৪ শে মে, ২০১৭ রাত ১০:৫৬
সমাজের থেকে আলাদা বলেছেন: Click This Link
আমার ব্লগে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।
২৪ শে মে, ২০১৭ রাত ১১:০৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি সসম্ভবত তুলণামূল কবিচার বিশ্লেষণ করতে চেয়েছেন।
সেখানে মন্তব্য রাখতে পারিনি বলে দু:খিত।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
চাঁদগাজী বলেছেন:
আপনি সমকামিতা নিজেই প্র্যাকটিক্যালী করেই লিখেছেন, নাকি থিওরিটিক্যাল?