![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
(এটা নেট থেকে নিয়ে শুধু একটু এদিক সেদিক করছি, প্রকৃত অবস্হা নয়)
একজন মানুষ যখন আরেকজন মানুষ কে অন্যায়ভাবে গুরুতর জখম করার জন্য আঘাত করে, তখন তার হার্টের(হৃদয়ের) ভিতর উক্ত কর্ম সম্পাদনের আগে এবং পরে যে পালস্ হয় তা 3D আকারে দেখতে খুব ইচ্ছে করছে।
বিগত দিনে ঢাকার শহরে একদল বাস ড্রাইভার, হেল্পার এবং কন্ড্রাক্টর ছিলো, যারা দিনে সাধারণ শ্রমিক হিসেবে যাত্রী পরিবহন করত, আর রাত্রে সেই বাস স্টাপগুলো দুর্ধর্ষ এবং ভয়ংকর রুপ ধারণ করে মানুষের মালামাল ছিনিয়ে নিত। এহেন গর্হিত কাজে মানুষের রক্তারক্তি পর্যন্ত চলে যেত।
এদেশের রাজনীতিবিদেরা জনগণের টাকা মেরে দেন, বিদেশে পাচার করেন এবং জনগণের কষ্টার্জিত জমানো রাষ্ট্রীয় টাকা আত্মসাধ করেন। সর্বশেষ সার্কাসে নির্বাচনের সময় জনগণের সামনে গিয়ে সাধু সেজে পুনরায় বড় লেকচার বক্তৃতা দেন। যেন তারা ধোয়া তুলসি পাতা।
এদেশের তথা কথিত সু-শীলরা নিজেদের কে উচ্চ স্তরের কামেল ওলী আল্লাহ্ ভাবেন (বিপরীতার্থে) । মুখে মুক্তিযুদ্ধের চেতনার খই ফুটালেও তাদের কাজ কারবার দেখলে মনে হয় তারা কোন বিদেশী এজেন্ট। মিডিয়াতে তাদের সু-বচন!গুলো হাই লাইট করে প্রচার করা হয়। জনগণ সেগুলো গলধকরণ করতে না চাইলেও মিডিয়া সেগুলো জোড় করে গলধকরণ করাতে চায়! ফলাফল: তাদের বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় চলে। ধর্মকামী এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে সু-শীলদের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে।তারা (সু-চীল) ভাবে যাক, তবে সমালোচনা হ’ হয়েছে। এটাই কম কিসের!
দেশে ইয়াবা খোড়ের সংখ্যা স্বাভাবিকের চাইতে দ্রুত গতিতে বৃদ্ধি পাইছে। ইয়াবা চক্র রুখার জন্য পুলিশ প্রশাসন আছে। প্রশাসনের কথা বার্তা, হাবভাব দেখলে মনে হয় তারা ইয়াবাসহ মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মিছা কথা, খবর নিয়ে দেখবেন কিছু অসাধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যোগসাজেসে ইয়াবার মার্কেট বিপনন, বিতরন এবং বিজ্ঞাপনের গতি এবং নতুন মাত্রা পেয়েছে।
প্রতি বছর লাখ লাখশিক্ষার্থী লেখাপড়া শেষ করে চাকুরী যুদ্ধে অবর্তীণ হচ্ছে। এই যুদ্ধ ক্রুসেডর চাইতেও কঠিন। নিজের ভবিষ্যৎ, পরিবার গঠন এবং বৃদ্ধ ও অসহায় কৃষক পিতার ভরণ-পোষণের দায়িত্ব নিতে না পারা যে একজন শিক্ষিত কর্মক্ষম যুবকের জন্য কত বেদনা দায়ক তা ভাষায় প্রকাশ করা যাবে না। রাষ্ট্র শুধু পাস দেখাতে পারলেই দায়িত্ব শেষ। বাকিটুকু শিক্ষার্থীদের নিজ দায়িত্ব। ফল প্রকাশের সময় দেশের শিক্ষামন্ত্রীর হাসিমাখা মুখ খানা দেখে অবাক হতে হয়। তারা দায়িত্ব শুধু পাস করানো। সেটা সে যথাযথভাবে পেরেছে।এবং বাকী যে পথ আছে তা শিক্ষার্থীদের উপর ছেড়ে দিয়ে তিনি হাঁপ ছেড়ে বেঁছে আছেন।
ডাক্তারের অপর নাম এখন গলা কাটা কসাই হয়ে গেছে। সাধারণ মানুষ অসুখ হলে প্রথমে চিপে থাকে। যখন আর উপায় থাকে না তখন একেবারে গরীবরা পীর ফকিরের কাছে যায়। তাবিজ, কবজ, পানি পড়া, তেল পড়া দিয়ে ঐশ্বরিক শক্তির মুখাপেক্ষী হয়ে থাকে। তারচেয়ে উপরের শ্রেণি ডাক্তারের কাছে আত্ম সর্মাপন করে। এই সুযোগে ডাক্তার আর হাসপাতাল এজেন্সিগুলো রুগীর সর্বশান্ত করে ছাড়ে। অনেকে অপ-চিকিৎসার শিকার হয়। যারা মোটামুটি চিকিৎসা পেয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেন তাদের মুখে একটি হাসির ঝিলিক ফুটে উঠে। কিন্তু এই হাসির পিছনে যে রুগীর অন্ধকার ভবিষ্যৎ লুকিয়ে আছে সেটি যদি গলা কাটা ডাক্তার আর হাসপাতাল এজেন্সিগুলো দেখত, তাহলে তারা সেবার নামে অতি মুনাফা লুটপাত করত না। আর মিডিয়াতে স্বাস্থ্য মন্ত্রীর সফল গাঁথা, হাসি মাখা মুখ দেখে গরীবরা ভ্রু কুচকাত না।
এরকম নানা কিসিমের সমস্যা নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের মহা সড়কে অনেকে তাল মিলাতে না পেরে আবল তাবল বকছে। আমার তা নিয়ে মাথা ব্যাথা নেই, শুধু একটাই আফসোস, দেশের দায়িত্বশীল কর্তা ব্যক্তিদের নিজ নিজ কর্ম সম্পাদনের আগে এবং পরে হার্টের মধ্যে যে পালস্ হয় তার 3D মডেল দেখতে পারলাম না।
০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষের কর্ম (হ উক সেটা সৎ কিংবা অসৎ) করার পর তার ভিতর (শারীরিক এবং মানুষিক) একটা ক্রিয়া সৃষ্টি হয়। সৎ এবং অসৎ ক্রিয়ার মাঝে মানুষ যদি পার্থক্য সৃষ্টি করতে না পারে তাহলে অবৈধ কাজ বৈধতার স্বীকৃতি পায়।
যেমনটা আপনি বলতে চেয়েছেন।
২| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৯
প্রাইমারি স্কুল বলেছেন: সরকার যেখানে খাই খাই সেখানে বাকীরা সৎ হওয়ার সম্ভাবনা নাই।
০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: গোড়ায় গলদ থাকলে আগায় পানি ঢাললে কোন লাভ নেই।
৩| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:০২
মোস্তফা সোহেল বলেছেন: ভাই এদেশে এত সত্য কথা বলতে নেই। চেপে যান।
০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:১১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাই রে... চাপতে চাপতে ধম বাহির হওয়ার উপক্রম। মাঝে মাঝে একটু আধটু ঝেড়ে কাঁশি।
ধন্যবাদ।
৪| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৯
স্বতু সাঁই বলেছেন: আমরা যে মানুষগুলো দেখছি তাদের অধিকাংশই আকারে মানুষ। এই আকারে মানুষগুলোর ভিতরে আছে দানবীয় সত্তা। মানুষ সৃষ্টির রহস্যের মধ্যেই তা নিহীত। ফলে আশ্চর্য হওয়ার কিছুই নেই। তবে এদের দেখে যদি নিজে সংশোধিত হওয়া যায় তাহলে আখেরাতে নিজের উপকার।
০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: লোভ-লালসা এবং কামনা মানুষ কে তার স্বাভাবিক স্বত্বা থেকে দূরে সরিয়ে দেয়।
ধন্যবাদ,
পাঠ এবং গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া ব্যক্ত কহরার জন্য।
৫| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৭
জগতারন বলেছেন:
প্রিয় ব্লগার শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) আজকে আপনার মন থকে বেরিয়ে আসা কথা গুলো পড়লাম, কিভাবে
যে আমার মন্তব্য লিখবো ঠিক বুজতে পারছি না। তবে উপরে প্রাইমারি স্কুল-এর অভিমতটি প্রানিধান যোগ্য।
০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ আপনার পাঠ ও মন্তব্যের জন্য।
সবচেয়ে খারাপ লাগে যখন, একটা কালো বিড়াল সাতশো ইঁদুর মেড়ে যখন হাজি সাব সাজে।
৬| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
সুমন কর বলেছেন: কঠিন সত্য কথা বলে ফেলেছেন।
০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার মন্তব্য বরাবরই উৎসাহ জনক।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ০৬ ই জুন, ২০১৭ রাত ১০:৪৩
করুণাধারা বলেছেন: প্রতি বছর লাখ লাখশিক্ষার্থী লেখাপড়া শেষ করে চাকুরী যুদ্ধে অবর্তীণ হচ্ছে। এই যুদ্ধ ক্রুসেডর চাইতেও কঠিন। নিজের ভবিষ্যৎ, পরিবার গঠন এবং বৃদ্ধ ও অসহায় কৃষক পিতার ভরণ-পোষণের দায়িত্ব নিতে না পারা যে একজন শিক্ষিত কর্মক্ষম যুবকের জন্য কত বেদনা দায়ক তা ভাষায় প্রকাশ করা যাবে না। রাষ্ট্র শুধু পাস দেখাতে পারলেই দায়িত্ব শেষ। বাকিটুকু শিক্ষার্থীদের নিজ দায়িত্ব। ফল প্রকাশের সময় দেশের শিক্ষামন্ত্রীর হাসিমাখা মুখ খানা দেখে অবাক হতে হয়। তারা দায়িত্ব শুধু পাস করানো। সেটা সে যথাযথভাবে পেরেছে।এবং বাকী যে পথ আছে তা শিক্ষার্থীদের উপর ছেড়ে দিয়ে তিনি হাঁপ ছেড়ে বেঁছে আছেন।
বেকার যুবকদের নীরব কান্না কেউ দেখে না। ধন্যবাদ চমৎকার পোস্টটিতে তাদের অবস্থাও বর্ণনা করার জন্য।++++
০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনাকে ধন্যবাদ। উৎসাহ প্রদান করার জন্য।
৮| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দেশের বাস্তব অবস্থার প্রতিফলন।
ধন্যবাদ ভাই সত্যের ছায়া
০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি,
শ্রদ্ধা ও সালাম নিবেন।
৯| ০৮ ই জুন, ২০১৭ রাত ৮:৩০
এডওয়ার্ড মায়া বলেছেন: মানুষের মনষত্ব নষ্ট হয়ে যাচ্ছে ।
০৯ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৩
নতুন বলেছেন: মানুষ সবই করে তার নিজেস্ব বিশ্বাসের ফলে...
যারা এতো খারাপ কাজ করছে তারা কিন্তু সেটাকে খারাপ ভাবে না। তারা মনে করে ঠিকই করেছে...
আর আসলে এই খারাপ কাজে তাদের কোথাও কোন প্রভাব পড়ে না।
মানুষ যতদিন তার নিজেস্ব ফিলোসফি তৌরি না করতে পারে নিজের মনের মাঝে... ততদিন মানুষ হয়ে উঠতে পারেনা। তারা সব কিছুই করতে পারে।