![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
নারী এক অমূল্য রতন
তার চেয়ে পবিত্র তার সতীর্থ
তাঁর বাসার অরণ্য বনে
বহু মূল্যবান তীর্থ।
নারী, উদরে তার রত্নরাজি
ঔরসে এল ধর্ম পুত্র
ধর্ম-কর্ম বিধান ভিন্ন তবে
মহিয়ান সে সর্বত্র।
নারী, পুষ্পিত ফুলের পাপড়ি
নরের নিবির আশ্রালয়
তাঁর অমৃত সুধাপানে
তৃষ্ণা মিটেনা আজীবন ময়।
নারী, সঙ্গতায় অন্য রকম অনুভূতি সঞ্চার করে
হৃদয়ের সমস্ত পুঞ্জিভূত অনুভূতি দিয়ে
আত্মিক আকর্ষণের টানে
মাতিয়া ছুটে যায় অসীমের সন্ধানে।
নারী, দু:সময়ে জীবন সঙ্গী
সম শেয়ার করে দূরচিত্তে
কর্মে গতিদান পূর্ণের তরিতে
মম প্রান বিলিয়ে দেয় সভ্যতার আলো জ্বালাতে।
নারী, মরা সাগরে ভরা কাটাল নির্মাতা
পলিপড়া নদীকে রাখে প্রবাহ মান
হৃদয়েয় শূন্য মরুভূমিতে
পরপারের যাত্রী কে দেয় নতুন প্রাণ।
(বি:দ্র: এটি আমার অপ্রকাশিত উপন্যাস 'সূফিবাদ ও নারীরা' থেকে নেয়া)।
*** অফটপিক: এই কবিতার (পোষ্টের) মন্তব্য অদৃশ্য কারণে প্রদর্শিত হয়না, এটা একটা সমস্যা! কে নাড়ছে নাটাই?
১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে। কবিতা পড়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
২| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:১৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি আপনার মত নিয়মিত ক বিতা লিখতে পারিনা কিংবা লিখি না। একটু ট্রাই ক রলাম আর কি।
কবির ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।
৩| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৯
হ্যািপ ভুঁইয়া বলেছেন: দারুন, ভাল লাগল।
১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ।
৪| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:০৭
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মতামত দেয়ার জন্য ধন্যবাদ।
৫| ১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১২
কানিজ রিনা বলেছেন: আজকের শ্রেষ্ঠ কবিতা ভাল লাগা রইল।
ধন্যবাদ।
১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।
অনুপ্রাণিত হলাম।
৬| ১৮ ই জুন, ২০১৭ রাত ৮:০৭
অর্ক বলেছেন: এর পরেও কি বলবেন কবিতা কম বুঝি! হা হা। চমৎকার কবিতা। অসীম ভাললাগা হে কবিবর।
১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: একটু চেষ্টা করছি ভাই।
মন্তব্যে উৎসাহবোধ করছি।
৭| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:১৯
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: খুব সুন্দর একটা কবিতা পড়লাম। অনেক অনেক ভালোলাগা।
১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ ভাই,
শুভ কামনা জানবেন ল।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক মুগ্ধতা কবিতায়। সবচেয়ে বেশি ভালো লাগছে শাহাদাৎ ভাইয়ের কবিতা এই প্রথম পড়লাম মনে হচ্ছে আমার কাছে।
খুব সুন্দর কথামালায় নারীর মূল্যায়ন ফুটিয়ে তুলেছেন। অনেক অনেক ভালো লাগা রইল ভাই।
শুভকামনা জানবেন।