![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
হে পুরুষ,
পতিতায় গমণ করে বেষ্যা নারীর সংস্পর্শে
আসারপরেও তুমি পুরুষ থেকে যাও।
মাঝে মাঝে পুলিশের হাতে ধরা পড়ে-
পত্রিকায় তোমার খদ্দের হওয়ার খবর শোনা যায়।
কিন্তু এই ট্যাগ কিছুদিন পর যায় মুছে,
তুমিও প্রবেশ কর পুনরায় পুরুষে।
হে পুরুষ,
খানকির সাথে কামভাবে যে বীর্যপাত করেছিলে,
সাক্ষী হিসেবে শুক্রাণুর একটি কীট শিন্নার অগ্রভাগে
বাহক হিসেবে অন্দরমহলে নিয়ে এসেছিলে ।
অত:পর আজওয়াজুন মুতাহারাতুনের সাথে সহবাসে লিপ্ত হলে।
কাম বাসনার চরম উত্তেজনা আর ডিম্বাশয়ের হাতছানিতে,
শুক্রাণুটি গতির চাঞ্চল্যতা ফিরে পেয়ে,
গর্ভাশয় নিষিক্ত করে, নতুন প্রাণ সৃষ্টি করল।
হে প্রাণ,
হে নতুন শিশু-
পৃথিবীতে তোমাকে স্বাগতম।
তোমার হাতে বিশ্বালয়,
যদি পার ধরণী থেকে বেষ্যা নামক কলঙ্কের চিহ্ন মুছে দাও।
পৃথিবীর আদি ঘৃর্ণিত পেশা হতে মানব কে মুক্তি দিয়ে-
ধরণী কে করে লও পুত:পবিত্র।।
০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।।।
২| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১:৫১
ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: ভালো লাগল,অনেক সুন্দর লিখেছেন!
১২ ই জুলাই, ২০১৭ সকাল ৮:২০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
৩| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
৪| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫৫
নাঈমুর রহমান আকাশ বলেছেন: Click This Link
An Ugly Face
ইনি যখন সমাজে আছেন, তখন আর আশ্চর্য্য হবার কি আছে?
খালি কমেন্ট পড়ুন, পোস্ট পড়া লাগবে না।
৫| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫২
রুহুল আমিন খান বলেছেন: নাঈমুর রহমান আকাশ দেখি রীতিমত খয়রাতি সিস্টেমে কাদিয়ানী ধরর্ম প্রচার করতেসে
২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ফহিন্নিদের অভ্যাস বদলাবে না মনে হয়।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৫
আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর লিখেছেন ভাই। শুভ কামনা।