![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
মেয়ে-
না ছিল ভালোবাসা
না ছিল কোন আশা
ছিলনা তোমার প্রেম।
মানি ব্যাগের টাকা ফুরিয়েছি
মোবাইলের ব্যালেন্স শূন্য করেছি
ক্লাস টাইম ফাঁকি দিয়ে
নষ্ট করেছি ছাত্র জীবনের মূল্যমান সময়।
মায়ের আদরের লক্ষী ছেলেটি
হয়ে গেছে খিটখিটে মেজাজি
বাবার ছোট্ট সোনা বাবুটিও
পকেট থেকে করেছে ভুরি ভুরি টাকা চুরি!
ক্লাসের ভালো ছাত্রটি
অঙ্কে বত্রিশ পেয়েছি
তারপরেও পাসের ঘরে নাম দেখেছি
স্যার যে ছিল দয়াময়।
তোমাকে সময় দিতে গিয়ে
বন্ধুদের নিকট থেকেছি দূরে
বিনিময়ে তাদের কাছ থেকে
হয়ে গেছি একঘরে।
তোমার সন্ত্রাসী ভাইয়ের থ্রেড
তোমার বাবার অকাথ্য গালিগালাজ
পাড়ার মাস্তানদের চোখ রাঙানি
সবই সয়েছি তোমার দিকে চেয়ে।
আর তুমি কিনা আমাকে ছেড়ে
চলে গেছ অন্য জনকে নিয়ে
মিছে মিছে কেন আশা, ছলনার ভালোবাসা
দিয়েছিলে আমায়?
দাও ফিরিয়ে
যা কিছু খুইয়েছি তোমার পিছে
আমি যে ওপাড়ায় আর পা মাড়াবো না!
এখন জাতি কি আমায় মেনে নিবে?
স্কেচ: শাহাদাৎ হোসাইন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হতে পারে।
এটা ২০১১ সালের শেষের দিকে আঁকা। আমার ফেবুর ওয়াল থেকে নেয়া।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার মনের কথা গুলোই বেরিয়ে এসেছে কবির কলম দিয়ে, বড়ই মুগ্ধতা কবিতার কথা মালায়।
দারুণ গড়েছেন ভাই। ভালো লাগা রইল অনেক
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ,
আমি কবি!
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: অনেককিছুই খুঁইয়েছেন দেখছি!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শুধু বডি (দেহ) অবশিষ্ট আছে।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৯
ওমেরা বলেছেন: সময়ের অপচয় তাই না ভাইয়া !
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫
সাইফুল১৩৪০৫ বলেছেন: মেয়েটা এখন কি করে?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সংসার চালায়।
৬| ০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ২:০০
মিরোরডডল বলেছেন: what did you learn?
stay away from girl :-)
lekha ta mojar
ar painting tao josshhh hoyeche!!!!
০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আসলে মেয়েদের বুঝা বড় দায়।।
মন্তব্যের জন্য ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৫
চাঁদগাজী বলেছেন:
ছবিটা অসুন্দর।