![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
মানুষ নিজেকে আবিষ্কার করতে বড় দেরি করে ফেলে। যতদিন পর্যন্ত না প্রিয় মানুষদের থেকে কোন অপ্রত্যাশিত আঘাত পায় ততদিন পর্যন্ত সে নিজেকে আবিষ্কার করতে পারেনা।
সম্পর্ক একটি আপেক্ষিক বিষয়। সম্পর্ক স্থাপনের চাইতে ছিন্ন করা অনেক কঠিন। কারো সাথে মুহূর্তেই সম্পর্ক স্থাপন হতে পারে, আবার কারে সাথে মুহূর্তেই সম্পর্ক ভাঙ্গলেও তার রেশ দীর্ঘকাল থেকে যায়।
জীবনে চলার পথে আপনি যদি কাউকে পাশে না পান তাহলে বুঝে নিবেন হয় আপনি বর্তমান সময়ে আদর্শিক চিন্তা-চেতনা থেকে পিছিয়ে রয়েছেন অথবা আপনার দূরাবস্থার জন্য সমাজের সর্বময় মানুষগুলো আপনাকে অবহেলার চোখে দেখছে।
যদি ধর্মীয় বাণীতে ভাবাবেগ না আসে, যদি জ্বলাময়ী কবিতায় দেশপ্রেম উথলিয়ে না উঠে, আপনজনের বিরহে যদি কাতর না হন, অন্যায় অবিচার, জুলুম নির্যাতন, ঘুম, খুন, দুর্ণীতি, লুটতরাজে যদি প্রতিবাদী না হন, যদি উন্নয়নের জিগিরে সামিল হন কিংবা চেতনাবাজীর আড়ালে লুটেপুটে খাওয়া দেখে মাথা ঝিমিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন তাহলে বুঝে নিবেন আপনার ভিতর মরে গেছে। আপনার ভিতর মরে গেছে মানে আপনি সমাজ থেকে বিছিন্ন হয়ে গেছেন। এই সমাজে আপনার কোন উপযোগিতা নাই। পরবর্তী প্রজন্মের জন্য আপনি একটি অরক্ষিত দেশ রেখে যাচ্ছেন।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পোস্ট পড়ে তো মনে হচ্ছে আমি নিজেই মারাত্মক সমস্যায় আছি!
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১০
ঢাবিয়ান বলেছেন: ভেতরটা আসলেই মরে গেছে মানুষের ....
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৮
আহমেদ জী এস বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া),
শিরোনামের সাথে লেখার বিষয়বস্তুর মিল পাচ্ছিনে।
নাকি আমি বর্তমান সময়ের আদর্শিক চিন্তা চেতনা থেকে ১০০ হাত দূরে আছি ?
অনেকদিন পরে এলেন। ভালো লাগলো দেখে।
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: গতকাল রাতে পোষ্ট টি পড়েছিলাম। কিন্তু কেন যেন মন্তব্য করা হয়নি।
পকেটে টাকা না থাকলে আপনার জ্ঞান, অভিজ্ঞতা এবং ভালো মানুষীর কোনো দাম নেই- তা কি জানেন?
৬| ১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১৭
খায়রুল আহসান বলেছেন: শিরোনামের কথাটিতে বোধহয় কোন মারফতি গভীরতা আছে, যা আহমেদ জী এস এর মত আমিও ধরতে পারিনি।
'ভেতরটা মরে গেছে' - এটাকেই সত্য বলে মনে হয়।
আপনার এর আগের কয়েকটি পোস্টে আমার মন্তব্য ছিল, যার জবাব আপনি দেন নি। না দেয়ার হয়তো কোন উপযুক্ত কারণ আছে, তেমন হলে প্রতিমন্তব্যের প্রয়োজন নেই। অন্যথায়, শুধু আপনাকে স্মরণ করিয়ে দেয়ার জন্য পোস্টগুলোর নামোল্লেখ করছি। যেমনঃ
ধূমপানের সাতকাহন এবং তামাক জাতীয় দ্রব্যে মালী'য় বাজেটে অতিরিক্ত কর আর।
আল্লাহ কার জন্য।
বায়ান্ন তাসে তিপ্পান্ন খেলা, দুই পর্ব।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৭
ল বলেছেন: অনেকদিন পর এলেন।।
আশাকরি ভালো আছে৷।।।
নীতিকথা শুনিয়ে কোন লাভ নেই সুখনরা এখন এসব শুনাবে।।।