নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

তৃপ্ত হউন, তাতে আত্মতৃপ্তি লাভ হবে।

২০ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৩৬


সময়ের সাথে মানুষের আমূল-পরিবর্তন হয়। সেটা শারীরিক কিংবা চিন্তা-চেতনায়, মনন-মানুষিকতায়। জীবনের শেষ সায়াহ্নে এসেও মানুষ জীবনের অর্থ খুঁজে। জীবনের অর্থ খুঁজা নিরার্থক। আপনার যা আছে তাতেই সুখে থাকুন। অন্যের প্রাচুর্যে হিংসা আসলে আপনার কখনো আত্মতৃপ্ত হবেনা, বরং আপনি অতৃপ্ত হয়ে মারা যাবেন। আর পৃথিবীতে একবার আসার চান্স আছে, দ্বিতীয় বার না। আপনি যা পাননি তা হয়ত পাওয়ার কথা ছিলোনা, কিন্তু যা পেয়েছেন তা কম কিসের! তাই সবাই সমস্বরে বলে উঠি শুকর আলহামদুলিল্লাহ।

আপনার মন যদি নাই নাই খাই খাই করে তাহলে ধর্ম কর্মে মন দেন। পরকালের স্বর্গ সুখ, ৭০ হুর, হাউজে কাউসার এবং সুমিষ্ট প্রসব আপনাকে দুনিয়াবী সুখ থেকে কিছুটা হলেও গাফেল করবে। তখন আপনার মনে হবে দুনিয়া কিছুই না, মইরা গেলে সব শেষ। অথবা এতো ধন, দৌলত, জৌলুস কার জন্য, এগুলো কি কবরে যাবে?

দুনিয়াবী সম্পদ আহরণের চাইতে ইলেম ও আমল আহরণ করা জরুরী, তাতে আপনি পরিতৃপ্ত হবেন। নফস্ কে দুনিয়ায় তে দমন করতে পারবেন। ইব্লিশ আপনাকে দুনিয়াবী হুর ও খায়েসের প্রতি ওসওয়াসা দিতে পারবেনা। আর একবার যদি আপনার ক্বলবিয়াত নূরে তাজাল্লীতে জ্বলসিয়ে যায় তাহলে আপনি 'ফানা ফিল্লাহ বাক্কা বিল্লাহ'তে পৌছে যাবেন। তখন আপ্নার আর পরওয়ারদিগরে মধ্য যথা সামন্য ব্যবধান থাকবে। এ প্রসঙ্গে আমার মোর্শেদ একটি হাদিসে কুদসি ফরমায়েছেন, আল ফাকরি, ফাকরি মিন্নী অর্থাৎ আমি ফকির, ফকির আমার ভেদ।

সবার মঙ্গল হউক।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:




কিসব লজিক-বিহিন, অপ্রয়োজনীয় কথা আপনার মাথায় আসে!

২০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষকে শান্তনা দেওয়ার চেষ্টা করছি।

২| ২০ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



বিশ্ব মহামারীর মাঝে আছে, জাতিগুলো নিজ মানুষকে বাঁচানোর জন্য সংগ্রাম করছে; আপনারা অবুঝ শিশুর মতো কিসব কথা বলেন, বুঝাই অসম্ভব।

২০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: খুদা, দারিদ্রতায় যারা মরছে তাদের শান্তনা কি?
উত্তরঃ সত্তুর হুর, হাউজে কাউসার, সুমিষ্ট প্রসবন।

৩| ২০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

জহিরুল ইসলাম সেতু বলেছেন: প্রথম প্যারার চারটি লাইন সুন্দর বলেছেন। সুন্দর ফিলোসফি আছে। পরে কিসব হিজিবিজি বললেন ভাই। কোন আগামাথা নাই।

২০ শে আগস্ট, ২০২১ রাত ৯:০৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রথম চার লাইন আপনার কাছে সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো। কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাই।

৪| ২০ শে আগস্ট, ২০২১ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: শুধু পড়ে গেলাম।

৫| ২০ শে আগস্ট, ২০২১ রাত ১০:৩৬

ঊণকৌটী বলেছেন: মানুষ হিসাবে পৃথিবীর জন্য বা সমাজের যদি কিছুই না করতে পারলেন তবে আপনার দাম কি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.