নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঙালি শিক্ষিত সমাজ

স্বাধীন বাংলা

মেহ্দী হাসান দোহা

স্বাধীন বাংলা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এর আটত্রিশ অনুচ্ছেদ বাস্তবায়নের জন্য এক এগার দুই হাজার সাত এর পর রাষ্ট্রপতির এক অধ্যাদেশ বলে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সকল রাজনৈতিক দলীয় সংগঠন গুলো নিবন্ধিত করা হয়। সংবিধানের আটত্রিশ নম্বর অনুচ্ছেদটি হলো, ”সংগঠনের স্বাধীনতা : জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে।” রাজনৈতিক দল গুলোর সহযোগী ছাত্র সংগঠন গুলো সরকার কর্তৃক আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে এখনও নিবন্ধন করা হয়নি। কিন্তু, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় ছাত্রসমাজ এই তিন ছাত্র সংগঠনকে যথাক্রমে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় পার্টির নিবন্ধনের আওতাভুক্ত গন্য করা হয়। জামায়াত ইসলামী বাংলাদেশ ‘র কোন ছাত্র সংগঠন নেই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোন মন্ত্রনালয়, অধিদপ্তর ও কমিশন দ্বারা নিবন্ধিত সংগঠন নয়। সম্পূর্ন আইন বহির্ভূত ভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কার্যক্রম পরিচালনা করছে। সরকারের উচিত এখনই বেআইনী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ঘোষনা করা। মেহ্দী হাসান দোহা [email protected]

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২২

মুনেম আহমেদ বলেছেন: মজা পাইলাম আই সি এস নিষিদ্ধের কথা শুনে।
দুইটা প্রশ্নের উত্তর দেন
নিষিদ্ধ করলে তাদের সামনে নতুন কি প্রতিবন্ধকতা আসবে যা এখন তারা ফেস করছে না? প্রশাসন কি তাদের সাথে নিষিদ্ধ সংগঠনের মতো আচরন করছে না?

২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৩

স্বাধীন বাংলা বলেছেন: http://bjbd.prothom-alo.com/archives/6964

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩

স্বাধীন বাংলা বলেছেন: ১. সন্ত্রাসী কার্যকলাপে লিপ্তদের বর্তমানে প্রশাসন খুঁজছে।
২. নিষিদ্ধ সংগঠন ঘোষিত হেল আলকায়দার মতো পৃথিবীর প্রশাসন খুঁজবে।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪

টুরিস্ট আশরাফুল বলেছেন: আমার মতে বাংলাদেশে যে ছাত্র রাজনীতি হচ্ছে এগুলোর কোনটি তেমন গুরুত্তবহন করে না,কেউ আছে গাছ কাটতে ব্যস্ত আর কেউ আছে হল দখল চাদাবাজি আর টেন্ডারবাজিতে ব্যস্ত,সুতরাং সব দোষ নন্দগোষ এই হিসাব থেকে বেরিয়ে আসতে হবে দাদা !!

চুল্কানি এক জায়গায় হলে হবে না,চুল্কানি সব জায়গায় হওয়া বাঞ্ছনীয় বুঝিয়েছেন দাদা !!


জয় বাংলা !! জয় বাংলা !!

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯

মুনেম আহমেদ বলেছেন: আরে ভাই আল কায়েদাকে খুঁজেছিল আমেরিকার ব্লাকলিষ্টে উঠছে বইলা ঐ কথা এখানে খাটে না।
আওয়ামীলিগ শিবিরকে বর্তমানে এমন পর্যায়ে নিয়ে এসেছে নিষিদ্ধ ঘোষনা করলে ওরা একটু কৌতুক বোধ করবে শুধু। কারন বর্তমান এর ছেয়ে অধিকতর কঠিন পরিস্থিতি হওয়ার কোন সুযোগ নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.