| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুমন আহমাদ স্বাধীন
সহজ সরল শাদামাটা !!!
কাজল পরা চোখ দেখে তোর
কাজল পরা চোখ
ইচ্ছে করে কাজ ভুলে যাই
তুই ছাড়া সব আজ ভুলে যাই
দেখবে যে সেই ঘায়েল হবে
জলদি এ চোখ রোখ্
কাজল পরা চোখ দেখে তোর
কাজল পরা চোখ
আকাশ ছিল একলা একা
মেঘ ছিল সব শাদা
তোর কাজলের রং মেখে মেঘ
পড়লো ঋনে বাধা
সেই থেকে ঐ মেঘের সারি
রং পেয়ে হয় রং বাহারি
তোর কাজলের রং মাখা মেঘ
দেখছে সকল লোক
কাজল পরা চোখ দেখে তোর
কাজল পরা চোখ
তোর চোখে চোখ পড়লে পলক
যায়না ফেলা মোটে
তোর দুটি চোখ হবেই সেরা
সব প্রেমিকের ভোটে
তোর দুটি চোখ আড়াল হলে
ছুটবে মিছিল দলে দলে
বসবে সভা শহর জুড়ে
নামবে দারুন শোক
কাজল পরা চোখ দেখে তোর
কাজল পরা চোখ ।।
২৬ শে নভেম্বর, ২০১০ রাত ৮:০৭
সুমন আহমাদ স্বাধীন বলেছেন: ধন্যবাদ
২|
২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪৯
ফারজুল আরেফিন বলেছেন: দারুণ ছন্দ। আমি অভিভূত।
২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৫
সুমন আহমাদ স্বাধীন বলেছেন: আমি উৎসাহিত
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৪
ইসমাইলহোসেন০০৭ বলেছেন: ভাল লাগল।