![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজ সরল শাদামাটা !!!
হারিয়ে যাবার ডাক পেয়েছি তোমার
সাড়া দিলাম আমিও সে ডাক শুনে
যেইখানে যাও আমিও সাথে যাবো
কি লাভ বলো সময় সুযোগ গুনে !
অনেক ভেবেও হয়না অনেক কিছু
এমনি করেই অনেক কিছু হয়
দুজন মিলে আকাশ পাড়ি দেবো
সবাই দেখে বলবে কি বিস্ময় !
চলার পথে অনেক বাঁধাই থাকে
তাই বলে কি থেমে যেতে হবে
গড়বো দুজন নতুন ইতিহাস
ভালবাসার রংধনু উৎসবে !
©somewhere in net ltd.