| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুমন আহমাদ স্বাধীন
সহজ সরল শাদামাটা !!!
মনে কর তুমি আমি
পাশাপাশি চলছি
দুইজনে খুটি নাটি
কত কথা বলছি
মুখ ভাঙা ম্যানহোল
খোলা আছে সামনেই
আমাদের হাটা চলে
থামবার নাম নেই
তুমি যদি চাও দেবো
জেগে থাকা চাঁদটা
ভোর করে দিতে পারি
আজকের রাতটা
পৃথিবীর সব ফুল
এনে দেবো এখনই
ফুল ছেড়া গাছ গুলো
করে দেবো লেখনি
এসময় শব্দরা
যদি কাটে ছন্দ
যদি পাও ময়লার
ভেজা দুর্ঘন্ধ
পাশে ফিরে যদি তুমি
চেয়ে দেখ আমি নাই
না চেচিয়ে খুজে দেখ
কোথায় আছি থামি নাই ।
©somewhere in net ltd.