নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাদী শেখ

যখন মনে চায়, যাহা মনে চায়, তাহাই লিখি।

শাদী শেখ › বিস্তারিত পোস্টঃ

দূমপায়ীদের শাস্তি হওয়া দরকার। হচ্ছে না কেন?

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪০

আমাদের এখানেতো আইন আছে মেলা। কিন্তু নাই কার্যকারিতা। রাস্তাঘাটে সব চেয়ে বেশি ধূমপান মনেহয় আইন রক্ষাকারী বাহিনীর লোকজনই করে থাকে।(তারা দৃষ্টিতে আসে বেশি যেহেতু ইউনিফর্ম থাকে)।
আমি আমার পরিচিতদেরকে সব সময় বলে থাকি, ধূমপান দূরে গিয়ে করেন। যেখানে মানুষ আছে সেখানে করাটা নীতি বিরুদ্ধ আবার আইন বিরুদ্ধ।
আপনি জানেন যে ধূমপান ক্ষতিকর্‌, জানা সত্তেও আপনি সেটা করেন।
আপনার এটা জানা জরুরি, যে ধূমপান করে তার থেকে বেশি ক্ষতি হয় তার আসেপাশের মানুষের। জেনেশুনে আপনি পাবলিকের ক্ষতি করছেন।
খাবারে ফর্মালিন মেশানো এবং মানুষের আসেপাশে ধূমপান করা দুইটাই মানুষকে বিষ খাওয়ানোর মতো অপরাধ। এদের বিচার হওয়া দরকার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.