![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বৃষ্টিতে ভিজেছে মন
ধুয়ে নিয়ে গেছে সকল কষ্ট,
এতোদিন যেগুলো আমার
জীবনটাকে করেছিল নষ্ট ।
আজ আমি শ্রেষ্ঠ সুখীজন
এনে দিয়েছে একটু বৃষ্টি,
এতোদিন যেগুলো আমার
জীবনটিতে হয়নি সৃষ্টি ।
আজ অনেক সুখ মনে
যা দিয়ে হয়েছি শ্রেষ্ঠ,
এতোদিন যেগুলা আমার
জীবন করেছিল অতিষ্ঠ ।
©somewhere in net ltd.