| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এসেছিলাম আমি ভালোবাসা হাতে
হারিয়ে গেলাম কোন ছলনায়,
মিশে গেলাম তোমার ভালবাসায়
তবে কেন তোমাকে মেশাতে পারলাম না ?
প্রশ্ন থেকে যায় ।
আজ আমি তোমার ভালবাসার
ইতি টানার প্রস্তুতি নিচ্ছি ,
রাখবোনা তোমাকে  আর
আমার ভালবাসার সীমানায়।
ছুড়ে ফেলব আমাদের সমস্ত স্মৃতি
মুছে ফেলবো তোমার ছোঁয়া গুলো 
আমার সমস্ত শরীর থেকে ।
আমার কাছে থাকবেনা 
তোমার দেয়া কোন মিথ্যে স্বপ্ন,
খুব কষ্ট হচ্ছে আমার ভাবতে 
তোমার ছলনার সৃষ্ট ঘৃণা 
আমাদের ভালবাসাকে পরাজিত করেছে ।
তাই আমি হারিয়ে যেতে চাই ,
আবার ফিরে যেতে চাই
আমার স্বাধীন জীবনে । 
©somewhere in net ltd.