| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
স্বপ্ন,
সেই সব প্রতিটা স্বপ্ন
যেসব স্বপ্নগুলো এক একটা জীবনের মতো দামি
সেইসব স্বপ্নদের বাঁচাতে
কতবার কত কোটি নরকের দরজা খুলেছি আমি,
কতবার মাথা নিচু করে পরাজয় স্বীকার করেছি ,
তবু কেন ?
কেন অজানা কেউ গলা টিপে খুন আমার স্বপ্নদের ?
আমি জানি....
স্বপ্নের লাশ পিঠে নিয়ে ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত হয়েগেছি 
আশা এটুকুই
যদি ব্যবহারযোগ্য কিছু ভালোবাসা পাওয়া যায়
অবশিষ্ট কিছু জীবিত স্বপ্নের বিনিময়ে ;
 
১৬ ই জুন, ২০১৪  ভোর ৬:১০
স্বাধীন লেখক বলেছেন: ধন্যবাদ নাহিদ ভাই
২| 
০৬ ই জুন, ২০১৪  সন্ধ্যা  ৬:০৩
রাহাগীর মনসুর বলেছেন: স্বপ্ন গুলো অনেক দামি
 
১৬ ই জুন, ২০১৪  ভোর ৬:০৯
স্বাধীন লেখক বলেছেন: অন্য কারো কাছে আমার স্বপ্নের মূল্য না থাকলেও, আমার স্বপ্ন নিজের জীবনের মতোই দামি
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৪  বিকাল ৩:৫৮
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: ভালো লাগলো।
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ