| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
তুমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসো
আকাশের দিকে দুহাত মেলে, 
আমি মেঘের খবর আগাম জানতে পারি
তোমাকে বৃষ্টিতে ভেজাবো বলে । 
আজ জানালায় বৃষ্টির ছটা
হৃদয়ের কপাট খোলা,
তুমি আমি বসি মখোমুখি
তবুও কিছু কথা হয়না বলা । 
পাশে এসে হাত খানি ধরো
এই বর্ষার ঋতু আগমনে,
নি:সঙ্গতার রিম ঝিম ভেঙ্গে দাও
চোখে চোখ প্রেম নিবেদনে ।
এভাবেই বসি কিছু কাল
যতো দিন বৃষ্টি না ফুরায়,
ততো দিন নেশা লেগে থাক
যতো দিন চোখ না জুড়ায়
©somewhere in net ltd.