নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোর সাথেই শুধু বন্ধুত্ব ...

অদ্ভুত_আমি

অদ্ভুত_আমি › বিস্তারিত পোস্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস আজ

২৩ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৮

২০০৭ সালের ২৩ আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের গ্রেপ্তার, নির্যাতন করে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সেনা সদস্যরা। পরবর্তী বছর থেকে দিবসটি ‘কালো দিবস’ হিসেবে পালিত হয়। ওই বছর ২০ আগস্ট কেন্দ্রীয় খেলার মাঠে আন্তবিভাগ ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছিল। পাশেই ছিল অস্থায়ী সেনা ক্যাম্প। খেলা দেখার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্র-সেনা সংঘর্ষের সৃষ্টি হয়।

এতে কিছু ছাত্রকে ধরে ক্যাম্পে নিয়ে ব্যাপক নির্যাতন করা হয়। উপস্থিত ছাত্ররা সাথে সাথেই প্রতিবাদে নেমে পড়ে। পুরো ক্যাম্পাসে ঘটনা জানাজানি হলে ছাত্ররা এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করে। এতে পুলিশ ও সেনা সদস্যরা ছাত্রদের মিছিলের ওপর হামলা চালায়। পরদিন ২১ আগস্ট বিক্ষোভ চলে সারাদিন। এ বিক্ষোভ সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ে। সারা দেশে শুরু হয়ে যায় ‘সেনা হটাও’ ছাত্র আন্দোলন। পরদিন ২২ আগস্ট সন্ধ্যায় দেশের বড় পাঁচটি শহরে কারফিউ জারি করা হয় এবং বিশ্ববিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

ছাত্রদের দুর্ভোগ বেড়ে যায় আরও বহুগুণে। রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, লঞ্চঘাটগুলোতে ছাত্রদের আইডি কার্ড চেক করে নির্যাতন করে পুলিশ। এদিকে ছাত্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় খেলার মাঠের অবস্থায়ী ক্যাম্প গুটিয়ে নেয়া হলেও ২৩ আগস্ট রাতের বেলায় শিক্ষকদের কোয়ার্টার থেকে চোখ বেঁধে শিক্ষকদের আটক করে অজানা স্থানে নিয়ে ব্যাপক নির্যাতন চালায়। বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক ও ৭ জন ছাত্র গ্রেপ্তার করে পুলিশ এবং সারা দেশে ৮২ হাজার ছাত্রকে আসামি করে মামলা করে। এ ঘটনায় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি হাবিবুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১২ রাত ১২:২৬

কালীদাস বলেছেন: কিছু ছাত্র না, একজনকে একজন সেনাসদস্য তুইতোকারি করে সরতে বলেছিল সামনে থেকে (আমাদের ব্যাচের ছিল, নামটা ভুলে গেছি এখন)। সেখান থেকে কথাকাটাকাটি, সোলজাররা মেরে বসল ঐ ছেলে এবং তার কয়েকজন ক্লাসমেটকে, তারপর....

পরেরদিন টোটাল ৩০ হাজার এনোনিমাস স্টুডেন্টের নামে কেস করা হয়েছিল শাহবাগ থানায়।

২| ২৩ শে আগস্ট, ২০১২ রাত ১২:৩৫

আমি তুমি আমরা বলেছেন: ওই সরকারটা ছাত্র সমাজের শত্রু ছিল

৩| ২৩ শে আগস্ট, ২০১২ রাত ১২:৩৬

নগর বালক বলেছেন: কই পালাইলো মইনুদ্দিন ফকরুদ্দিন | ছাত্র জনতার জয় হোক |

৪| ২৩ শে আগস্ট, ২০১২ রাত ১২:৫৩

জুয়েল বলেছেন: আমি যতদূর জানি, দোষটা ছাত্রদেরই ছিল। ঢাবির কিছু ছাত্র আছে যারা ঢাবিতে পড়ার কারনে দেশটাকে নিজের বাপের কেনা মনে করে, মানুষকে মানুষ মনে করে না। ঢাবি এলাকায় বাসে উঠলে এদের চরিত্র দেখা যায়। আমি সবার কথা বলছি না তবে কিছু ছাত্রের জন্য সবার দোষ হয়।

৫| ২৩ শে আগস্ট, ২০১২ রাত ৩:৫৪

নীলআকাশ৩১৭ বলেছেন: ভাবছিলাম একটা লেখা লেখবো ! ৭ জন ছারাও আমি গ্রেপ্তার হয়েছিলাম । আজিজ সুপার থেকে গ্রেপ্তার করে নিয়ে গেলো সংসদ ভবনে । শেখ হাসিনা আর খালেদা জিয়াও , সেখানে আটক ছিলো । ওমানুষিক নিযাতন...। দোষ কি ছিলো আজোও আমি খুজে ফেরি... ...

সেনারা বলল ঐ রাতে তুই কিকরছিলি?
----আমি শহীদুললাহ হলে ঘুমাচছিলাম ।
এটা দুনিয়ার কোন আইনে দোষ জানি না।

আরো ওনেক কিছু যা পেপারে আসেনি ... বলিনি কাউকে...

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.