![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি ব্লগঃ বৃক্ষ নিধন অভিযান উত্তরা সেক্টর নং - ০১
শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর হতে উত্তরা প্রবেশ পথে পর্যন্ত বিশেষ করে উত্তরা এক নং সেক্টর মসজিদ হতে জসিম উদ্দিন মোড় পর্যন্ত সড়ক দ্বীপের সকল গাছগুলিকে কেটে সড়ক প্রসস্থকরণের কাজ চলছে। এমনিতে আমাদের দেশের আয়তনের তুলনায় বনভূমির পরিমাণ অনেক কম। তাও যা আছে তা জনসংখ্যার চাপে ক্রমশ হ্রাস পাচ্ছে। গাছ বা বনের পরিমাণ হ্রাস পেলে পরিবেশের উপর তার কি বিরূপ প্রভাব পড়ে তা আমরা এখন সকলেই উপলব্ধি করতে পারছি । কিন্তু সব কিছু জানা স্বত্ত্বেও আমাদের দায়িত্বশীল কর্তারা কেন যে বিভিন্ন উছিলায় বৃক্ষ নিধনে মেতে উঠে তা আমাদের বোধগম্য নয় । কিছু দিন পূর্বে যশোর রোডের শতবর্ষীয় সব গাছ কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছিল, যেখানে আমাদের পার্শ্ববর্তীয় প্রতিবেশী দেশে গাছগুলিকে রেখেই রাস্তা প্রসস্থকরণ করার চেস্টা করছে।
যেখানে বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তার কথা, উপকারিতা সর্ম্পকে সবাইকে সচেতন করার কথা, সেখানে কর্তপক্ষের এমন সিদ্ধান্ত কোনভাবেই কাম্য নয় । এই গাছগলিকে রেখে কি কোন উপায় বের করা সম্ভব ছিল না। আমাদের উদ্দেশ্য তো মহৎ ছিল, যানজট নিরসন করা । কিন্তু শুধুমাত্র সড়ক প্রসস্থ করে, ফ্লাই ওভার নির্মাণ করে, ইউ লুপ তৈরি করে যানজন নিরসন করা সম্ভব নয় । শুধুমাত্র সড়কের শৃঙ্খল আনয়ন ই পরে যানজট মুক্ত করতে বা সহনশীল পর্যায়ে রাখতে। যার প্রমাণ আমরা কিছু দিন পূর্বে প্রত্যক্ষ করেছি। আমরা কি কখনোই সচেতন হব না?
কয়েকদিন ধরে অসহনীয় গরম বা তাপ প্রবাহ চলছে । আর তার মধ্যেই চলছে বৃক্ষ নিধনের মহোৎসব । এক পক্ষ গ্লোবাল ওয়ার্মিং নিয়ে লেকচার দিতে দিতে গলা ফাটিয়ে ফেলছে, আর অন্য পক্ষ তাদের মাথা মোটা সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করে চলছে।
ভাবতে খুবই অবাক লাগে। খুবই অসহায় লাগে । আমরা কি পারি না অবশিস্ট গাছগুলিকে রক্ষা করতে ?
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৭
অদ্ভুত_আমি বলেছেন: আসলেই দুঃখ জনক।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৬
অভিশপ্ত জাহাজী বলেছেন: কি লিখব ভাষা খুঁজে পাচ্ছি না।
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৩
অদ্ভুত_আমি বলেছেন: বাকরূদ্ধ হওয়াই স্বাভাবিক ।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যেখানে বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তার কথা, উপকারিতা সর্ম্পকে সবাইকে সচেতন করার কথা, সেখানে কর্তপক্ষের এমন সিদ্ধান্ত কোনভাবেই কাম্য নয় ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কিছুদিন পূর্বে ভারতীয় একটি সংবাদ পড়েছিলাম,
দীর্ঘ আইনি লড়াইপর বিচারকগন রায় দিয়েছেন যে
এধরনের পরিস্হিতিতে একটি গাছ কাটার জন্য দুইটি গাছ লাগায়ে
নিশ্চিত করতে হবে ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ধন্যবাদ, সচেতন মূলক চলমান বিষয় তুলে ধরার জন্য
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০২
অদ্ভুত_আমি বলেছেন: "এধরনের পরিস্হিতিতে একটি গাছ কাটার জন্য দুইটি গাছ লাগায়ে নিশ্চিত করতে হবে ।" -- সুন্দর রায় ।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শহর ও রাস্তা সম্প্রসারণের জন্য যদি গাছ না কেটে উপায় না থাকে তাহলে দোষ দিয়ে লাভ নেই। ছোট দেশ। জায়গা কম। কিছুই করার নেই...
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫১
অদ্ভুত_আমি বলেছেন: আপনার সাথে একমত নই । রাস্তা প্রসস্তকরণের চেয়ে রাস্তায় শৃঙ্খলা আনয়ন বেশী জরুরী ।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০৭
হাসান কালবৈশাখী বলেছেন:
রাস্তার দুপাসে গাছ থাকলে সমস্যা নেই।
কিন্তু রাস্তার মাঝে আইল্যান্ডে এত বর বড় গাছ থাকলে দৃষ্টি বাধা গ্রস্থ হয়। দুর্ঘটনা বাড়ে।
আইল্যান্ডে সুধু ঘাস বা দুই ফুটের নীচে ফুলগাছ থাকতে পারে।
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৩
অদ্ভুত_আমি বলেছেন: এই গাছ গুলি রাস্তার মাঝের আইল্যান্ডে ছিল না ।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: গাছ কাটলে আমার খুব কষ্ট হয়। এটা আমি মেনে নিতে পারি না।
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৭
অদ্ভুত_আমি বলেছেন: আমারও অনেক খারাপ লাগে, অসহায় লাগে ।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১১
মাকার মাহিতা বলেছেন: একটা সময় ছিল যখন উত্তরাতে অনেক বৃক্ষ ছিল।
এখন আর নাই।
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৫
অদ্ভুত_আমি বলেছেন: হুম । অবশিষ্ট গাছগুলিও কেটে ফেলা হয়েছে।
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
সনেট কবি বলেছেন: দুঃখ জনক
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৯
অদ্ভুত_আমি বলেছেন: আসলেই দুঃখ জনক।
৯| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: গাছ কেটে পরিবেশ দূষণ করা একদমই সহ্য হয়না আমার।
১০| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩০
শায়মা বলেছেন:
বৃক্ষহীন রাজপথ
কিছুই বলার নাই ...
১১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮
খায়রুল আহসান বলেছেন: ঠিকাদারদের রূপোলী মুদ্রার কাছে শেষ পর্যন্ত কর্তা ব্যক্তিদের মাথা নত হয়ে যায়!
অবিলম্বে সেখানে নতুন করে বৃক্ষরোপন কর্মসূচী হাতে নেয়ার আহ্বান জানাচ্ছি নগর পিতামাতার কাছে।
৮,৯ ও ১০ নং মন্তব্য তিনটি পরপর তিন মাসের বিশ তারিখে লেখা। কাকতালীয় বটে!
১২| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৫৪
ময়ূরী বলেছেন: গাছপালা আমার যে পছন্দের বুঝিয়ে বলা যাবে না। কষ্ট লাগে খুব খুব....
১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৮
নতুন নকিব বলেছেন:
আবার ফিরে আসুন নতুন লেখা নিয়ে।
শুভকামনা সবসময়।
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৫
রাজীব নুর বলেছেন: সরকারি ভাবে গাছ কাটা নিষেধ করতে হবে।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৫
আরোগ্য বলেছেন: স্কুলে পড়েছিলাম বৃক্ষ রোপন অভিযান এখন দেখি বৃক্ষ নিধন অভিযান। বড়ই দুঃখ জনক।