নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি

আহমেেদ শাফি খান

আহমেেদ শাফি খান › বিস্তারিত পোস্টঃ

কবিতা শিল্প আমার জায়গা নয় তবু জোর করে এক বুক সাহস নিয়ে প্রথম কবিতা লিখেই ফেললাম।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২১



কবিতা শিল্প আমার জায়গা নয় তবু জোর করে এক বুক সাহস নিয়ে প্রথম কবিতা লিখেই ফেললাম। কবিতাটা অখাদ্য হয়েছে। অখাদ্য খাবার একা খাওয়া যায় না সবাইকে নিয়ে খেতে হয়। চলুন আমার প্রথম কবিতা খাওয়া যাক।







কতদিন থাকবি তুই

কতদিন থাকবি তুই

মুখোশের আড়ালে

পরাজিত এক সৈনিক তুই

তবু তুই দেখাস

সঠিক পথের নিশানা

মেনে নে আজ তুই

হেরে গেছিস

কতদিন থাকবি তুই

কতদিন থাকবি তুই

মুখোশ এর আড়ালে



নাটাই কাটা ঘুড়ি তুই

তবু চাস উড়তে

নীল আকাশের সীমানায়

মেনে নে আজ তুই

নাটাই গেছে ছিঁড়ে তোর

কতদিন থাকবি তুই

কতদিন থাকবি তুই

মুখোশ এর আড়ালে





আমি এক

আমি এক

পরাজিত সৈনিক

প্রভাতি গগনে দন্ড্যয়মান সূর্য

আমার কোঠরে ফেলে ভাবনার ছায়া

কত ক্ষীণ আমি হায়

কত ক্ষীণ আমি হায়



তবু আমি মানি না হার

স্থির দাড়িয়ে থাকিনা ঠায়

এগিয়ে যাই সামনে

এগিয়ে যাই সামনে



চাই আমি গ্রাশ করতে আগুনের মতো সবকিছু

বাতাশের মত গতিময় হতে চাই এই আমি

এটা তো আমার মুখোশ নয়

এটা তো আমার মুখোশ নয়



এতো শুধুই আমার আমি

এতো শুধুই আমার আমি

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৭

গুলশান কিবরীয়া বলেছেন: ভালো হয়েছে

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৫

আহমেেদ শাফি খান বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালো লেগেছে, চালিয়ে যান ।

শুভকামনা রইল !

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৬

অপূর্ণ রায়হান বলেছেন: প্রথম কবিতা এতো সুন্দর লিখেছেন ! প্লাস +

শুভ রাত্রি :)

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩১

আহমেেদ শাফি খান বলেছেন: ধন্যবাদ আপনাদের ভাল লেগেছে জেনে খুশি হলাম। 

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.