নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুক্তির নিরিখে খুঁজি সত্যের ঠিকানা

সফিক৭১

যুক্তি ও বিজ্ঞানই পারে মানুষ , রাষ্ট্র ও সমাজকে পরিবর্তন করতে

সফিক৭১ › বিস্তারিত পোস্টঃ

প্রস্তাবটির পক্ষে আপনার সমর্থন ও মতামত চাই

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ২:০৩

সুনির্দিষ্ট প্রস্তাব



কুখ্যাত সোহেল রানার অপরাধের ফসল রানা প্লাজা ধ্বসে পড়ে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নির্মম কলঙ্কজনক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই কথা নতুন করে আর বলার নাই। ক্ষতিগ্রস্থদের খয়রাতি সাহায্য দিয়ে কে কতো বড় দানবীর হতে পারে সেই প্রতিযোাগিতা চলছে।



রানা প্লাজার ভবনের স্থানে একটি সু-উচ্চ মার্কেট তৈরি করে এর কক্ষগুলো/স্টলগুলো নিহত এবং আহত কর্মীদের (যারা পঙ্গু হয়ে কর্মহীন হয়ে পড়বে তাদের) পরিবারের সদস্যদের দেওয়ার প্রস্তাব করা হয়েছিল গত বছর। সরকারের কাছে জোড়ালো আবেদন রানাপ্লাজার উক্ত স্থানে অতিদ্রুত মার্কে

টি তৈরির কাজ শুরু করুন।



তিনটি খাত থেকে এ্র্ই মার্কেট ভবন তৈরি করার জন্য টাকা আদায় করতে হবে।



খাত ০১: সোহেল রানার স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে ভবনের টাকা আদায় করতে হবে। কারণ সোহেল রানাই এ অপরাধের জন্য সবচেয়ে বেশি দায়ী।



খাত ০২: বিজিএমইএ নামের রক্তচোষা প্রতিষ্ঠান এক-তৃতীয়াংশ অর্থ প্রদান করবে। এই প্রতিষ্ঠানের অতি-মুনাফালোভী-শ্রমিকবিদ্বেষী আচরণ এ অপরাধের সমান অংশীদার।



খাত ০৩। অবশিষ্ট এক তৃতীয়াংশ অর্থ রাষ্ট্রের কোষাগার থেকে দিতে হবে। রাষ্ট্র, সরকার, জনগন আমরা সকলেই অপরাধী এর বিরুদ্ধে পূর্বে থেকেই কোন প্রতিবাদ-আন্দোলন না করার দায়ে।



আপনি যদি এই প্রস্তাবের সাথে একমত হন তবে এর পক্ষে জনমত তৈরি করুন। 

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:০৮

গান পাগলা বলেছেন: সাথে আছি............

২| ০৫ ই মে, ২০১৪ রাত ১:৫৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: আপনি কে ভাই? আপনার এই প্রস্তাব কার কাছে জানাবেন?

৩| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:২০

সফিক৭১ বলেছেন: আমি একজন সাধারণ মানুষ ভাই। সরকারের কাছে জানাব। যদি সরকার বোবা কালা না হয় এবং যদি আপনারা সাথে থাকেন তবে অবশ্যই এতে কাজ হবে। ধন্যবাদ।

৪| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৫

ইঞ্জিঃ সামি বলেছেন: কার কাছে জানাবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.