নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভির জুমার

সব সময় সব জায়গায় সত্য এবং ন্যায়ের পক্ষে।

তানভির জুমার › বিস্তারিত পোস্টঃ

এই সরকারের সুশীলতার কারনে বিপ্লবীদের জীবন হুমকির মুখে।

৩০ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫০

সিরিয়াতে সংবিধান স্থগিত করে দিয়েছে।
আসাদের দলকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সিরিয়ার সরকারকে আর কখনও এসব নিয়ে এক মিনিটও সময় নষ্ট করতে হবে না।
ওদিকে আমাদের সরকার এখন বসে বসে চিন্তা করতেছে আওয়ামীলীগের ডাকা হরতাল তারা কেমনে প্রতিহত করবে।
এটাই পার্থক্য আসলে।

৭১ এ আমরাও স্বাধীন হলাম। ভিয়েতনাম স্বাধীন হলো ৭৫ এ। সেই ভিয়েতনাম দেখে আমাদের এখন আফসোস করা লাগে।
সিরিয়া স্বৈরাচার মুক্ত হলো আমাদের ৪ মাস পরে।অথচ আমাদের যা করার কথা ছিলো, ওরা সেইটা করতেছে। আর আমরা বসে বসে আন্দোলনের হিসাব দিচ্ছি, চেতনার নিয়ে মারামারি করতেছি।

আজ থেকে ৫০ বছর পর সিরিয়া দেখেও হয়তো আমাদের সন্তানরা আফসোস করবে, আর আমাদের অভিশাপ দেবে।
একটা দেশের রাজনীতিবিদরা কতটা নীচ, জঘন্য আর জানোয়ার হলে বারবার রক্ত দেওয়ার পরেও সেই রক্তের সাথে এরা বারবার প্রতারণা করে?

৭১ এর শহীদদের অভিশাপ আমাদের উপর হাসিনা হয়ে নেমে এসেছিলো।
২৪ এর শহীদদের অভিশাপ নিতে আমরা প্রস্তুত আছি তো?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই দেশে হাসিনা ও তার দলের জন্য আফসোস করার লোকের অভাব দেখা যাচ্ছে না। এই ব্লগেও অনেক আছে। বড় বিচিত্র এই জাতি। অপরাজনীতি যারা করে তাদেরকে সমর্থন করছে আম জনতার বড় একটা অংশ। জাতি নিজে বদলাতে না চাইলে জাতি কখনও বদলাবে না।

২| ৩১ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৫৯

আহরণ বলেছেন: এইবার বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতেই হবে। তা না হলে ২৪ এর শহীদ জঙ্গি/টোকাই'রা আমাদের অভিশাপ দিবে।

৩| ৩১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৯

কর্মমুখী ডাইনো বলেছেন: সিরিয়ার সরকারকে আর কখনও এসব নিয়ে এক মিনিটও সময় নষ্ট করতে হবে না।
ওয়েল, আমার তা মনে হয় না।

In the interview with Saudi state broadcaster Al Arabiya on Sunday, he said drafting a new constitution could take up to three years.(source: https://www.bbc.com/news/articles/c4g29e1lejvo)

এই তিন বছর তাইলে কই যাচ্ছে?

৪| ৩১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৯

রাজীব নুর বলেছেন: মানে আপনি বলতে চাচ্ছেন ক্ষমতায় বিএনপি এসে জাতিকে অভিশাপ মুক্ত করবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.