নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভির জুমার

সব সময় সব জায়গায় সত্য এবং ন্যায়ের পক্ষে।

তানভির জুমার › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণ রুখবে কে? আলেপ উদ্দিন এর কথা মনে আছে। বড় পুলিশ কর্তা। মুসলিম মেয়েদের রোজা ভাঙ্গিয়ে নিয়মীত ধর্ষণ করতো জেলের ভিতরে।

০৯ ই মার্চ, ২০২৫ রাত ৯:৩৮

বিবাহিত ধর্ষকের শাস্তি অর্ধেক মাটিতে পুতে পাথর মেরে হত্যা। এটাই নারীর নিরাপত্তাকবচ।
এই শাস্তি কেবল ইসলামি শরিয়া আইনেই আছে। ইটস সিম্পল!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২৫ রাত ১০:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: আলেপের ঘটনার সাথে দেশে ঘটে যাওয়া অন্য সব ঘটনার পার্থক্য আছে। পুলিশ, র‍্যাব পুরুষ অপরাধীর(সম্ভ্যাব্য) স্ত্রীর সাথে প্রায়শই অনৈতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে । পুরান ঢাকার একজন বডিবিল্ডারের স্ত্রীকে প্রস্তাব দেওয়া হয়েছিলো দুইজন অফিসারের সাথে রাত কাটাতে। সে অস্বীকার জানানোয় তার স্বামী কে হত্যা করে দুই এসআই। আওয়ামী লীগের বিগত ১৫ বছরে এমন হাজারো ঘটনা ঘটেছে। অনেক সময় মেয়েরা কম্প্রমাইজ করেছে এবং যাদের অবস্থান ভালো তারা লড়াই করেছে । আমার দূর সম্পর্কের এক দুলাভাই জামায়াতের রাজনীতির সাথে জড়িত থাকায় উনাকে টর্চার করেছে থানায়। উনার বউয় কে রাতে ফোন দিয়ে ডিস্টার্ব করতো এক পুলিশ। পরে আমার মামা( সাংবাদিক) কে জানানোয় তিনি বিষয়টি সলভ করেন একজন ডিভির উর্ধতন কর্মকর্তার মাধ্যমে। কোনো বাহিনী যখন জবাবদিহিতার উপরে চলে যায় এরকম অনেক ঘটনা ঘটে।


দেশে যা ঘটছে এগুলো আবহমান কাল থেকে ঘটে আসছে। মাগুরার ঘটনার আসামী এর আগেও নারী কেলেঙ্কারি মামলার আসামী ছিলো। দেশের ভঙ্গুর বিচার ব্যবস্থার কারণে সে খালাশ পেয়ে গেছে। গ্রামে অনেক ঘটনা কে ধর্ষণই মনে করে না। আবার শিশুদের উপর যৌন নির্যাতন হলে বাচ্চারা লজ্জায় মুখ খুলে না। যদি মুখ খুলতো তাহলে দেশের প্রতিটি পত্রিকায় প্রধান নিউজ কেবল ধর্ষণের থাকতো।

২| ১০ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: হাসিনা চলে যাওয়ার পর দেশে আজ গজব অবস্থার সৃষ্টি হয়েছে।

৩| ১০ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৪৮

নতুন বলেছেন: এই শাস্তি কেবল ইসলামি শরিয়া আইনেই আছে। ইটস সিম্পল!


ইসলামের শরিয়া আইনে কিভাবে ধর্ষন প্রমান করলে বিবাহিত ধর্ষকের শাস্তি অর্ধেক মাটিতে পুতে পাথর মেরে হত্যা কার্যকর করে জানেন?

আরব বিশ্বে কত নারী ধর্ষনের অভিযোগ করার পরে প্রমান না করতে পারার পরে ব্যাভিচারের জন্য সাজা পেয়েছে জানেন?

আমাদের দেশের প্রচলিত আইনই যথেস্ট।

তবে সঠিক বিচার হয় না, অপরাধীকে সমাজই মুক্ত করতে সচেস্ট হয়। রাজনিতিক দল যুক্ত হলেতো কোন বিচারই হয় না। বরং ঐ নেতার প্রমশন হয়। :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.