নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভির জুমার

সব সময় সব জায়গায় সত্য এবং ন্যায়ের পক্ষে।

তানভির জুমার › বিস্তারিত পোস্টঃ

আমাদের পূর্ব পুরুষদেরকে ধন্যবাদ দেওয়া উচিত. তারা আমাদেরকে হিন্দুদের থেকে আলাদা করে দিয়েগেছে.

০৪ ঠা এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৩৩

বিজেপি মুসলমানদের হাত থেকে মসজিদ-মাদরাসা কেড়ে নেবার উদ্যোগগ্রহণ করেছে। দল-মত নির্বেশেষে সবাইকেই এর বিরুদ্ধে দাড়াতে হবে। আশরাফ আলি থানবি লেখেন, ‘হিন্দুদের সাথে মিলে রাষ্ট্রগঠন করলে পরিণতি হবে রাশিয়ান মুসলমানদের মত, তাদের থেকে সবকিছু কেড়ে নেওয়া হবে, একে বলা যায় ধর্মীয় মৃত্যুর নামান্তর’। প্রশ্ন হল, মুসলিম রাষ্ট্রে কি অমুসলিমরা থাকবে না?

অবশ্যই থাকবে। ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ দূরে থাকুক, তাদের নিজস্ব শিক্ষা-সালিশ ব্যবস্থা গড়ে তুলতে আমরা সাহায্য করবো। পশ্চিমা ধাচের সেকুলারিজম মানে সেন্ট্রালাইজড শাসন, আপনি সেন্ট্রালাইজড শাসনে বহুমতকে একোমোডেট করবেন কীভাবে? ফ্রান্সের স্কুলগুলোতে একসময় আরব শিশুরা আরবি পড়তে পারতো। কয়েক বছর আগে উগ্রবাদের অভিযোগে তারা আরবিকে বাদ দিয়েছে। গল্পের নাম ফ্রান্স ও ভারত সেকুলার রাষ্ট্র।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০৬

সৈয়দ কুতুব বলেছেন: সামনে বিধান সভা নির্বাচন ! এখনই তো সময় মুসলমান দের নিয়ে রাজনীতি করার। X((

২| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯

নতুন বলেছেন: ভারতকে মুসলমান রাস্ট বানাতে চায় বলেই সমস্যা সুরু।

ইউরোপে মাইগ্রেট করে ঝামেলা শুরু করেছে মুসলমানেরা।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:০৬

রিফাত হোসেন বলেছেন: নতুন বলেছেন: ইউরোপে মাইগ্রেট করে ঝামেলা শুরু করেছে মুসলমানেরা।

ঠিক বলেছেন। তবে শব্দটা হবে আরবেরা। রোহিঙ্গাদের জীবন চর্চা যেমন আমাদের সাথে পুরো মিলে না, তেমনি দেশত্যাগী আরবদের সাথে বর্তমান ইউরোপের মিলবে না। ধীরে মিলতে হবে।

৪| ০৫ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:৫০

কামাল১৮ বলেছেন: মুসলিম রাষ্ট্র হয় না।মুসলিম প্রধান রাষ্ট্র হতে পারে।রাষ্ট্রের কোন ধর্ম নাই।রাষ্ট্র কোন জীবন্ত সত্তা না।

৫| ০৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫৯

রাজীব নুর বলেছেন: হিন্দুরা কি মানুষ নয়?

আপনার আগে উচিৎ ''মানুষ'' কে মানুষ ভাবা শেখা।
ধর্ম তো অতি তুচ্ছ ব্যাপার।

৬| ০৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৪

রানার ব্লগ বলেছেন: আপনার পূর্বপুরুষ কে ধন্যবাদ এই জন্য দিতে পারেন যে আপনার পূর্বপুরুষ ছিলো নিচু জাতের হিন্দু । মুচি চাঁড়াল রাখাল চন্ডাল ইত্যাদি। যারা সর্বক্ষন উঁচু জাতের ব্রাহ্মণদের হাতে নিগৃহীত হতো । আপনার পূর্ব পুরুষ ধর্মীয় কারনে জাত পরিবর্তন করেন নাই । পিঠের ছাল বাঁচাতে ধর্ম পরিবর্তন । কেউ হয়েছে খৃষ্টান, কেউ মুসলমান । ফলাফল কি হলো জানেন । নিচু জাতের ম্লেচ্ছ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল । তাদের উচিৎ ছিলো ধর্ম পরিবর্তন না করে উঁচু জাতের হিন্দুদের কড়া জবাব দেবার মতো সাহস সঞ্চয় করা যা তাদের কোন কালেই ছিলো । এখনো নাই । আর যারা এই দেশে অন্য ধর্ম প্রচারে এসেছিলো তাদের দরকার ছিলো কিছু পা চাটা আর সায় দেবার মতো মেরুদণ্ড ভাঙ্গা লোকের । যারা আজীবন মাথা নিচু করে জ্বী হুজুর করে কাটীয়ে দিতে পারবে ।

ফলাফল কিছুই না যেই লাউ সেই কদু । আগে হিন্দু উচ্চ বংশের নামে জল্লাদেরা খাবলাইতো পরে মুসলিম নামের শিয়া পন্থী কিছু লোকের চাকর বাকর হয়ে সমাজে বেচে ছিলো বিনিময় ছিলো সামাজিক নিরাপত্তা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.