নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অহন থিক্কাসব শয়তানরে দৌরের উপর রাখুম।

অহন থিক্কা সব শয়তানরে দৌরের উপর রাখুম।

সত্য সন্ধানী ১৩

অহন থিক্কা সব শয়তানরে দৌরের উপর রাখুম।

সত্য সন্ধানী ১৩ › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রপতির মৃত্যু থেকে তার দলের সকলকে নছীহত হাছিল করা উচিত

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “আমি তোমাদের জন্য দুটি উপদেশ রেখে যাচ্ছি। একটি হলো ‘নির্বাক মৃত্যু’ এবং অপরটি হলো ‘সবাক পবিত্র কুরআন শরীফ’।” অর্থাৎ নির্বাক হচ্ছে ‘মৃত্যু’ যা কথা বলে না, সেজন্য মৃত্যুকে দেখে দেখেই উপদেশ গ্রহণ করার জন্য বলা হয়েছে।

আর সবাক হলো পবিত্র ‘কুরআন’ শরীফ। অর্থাৎ পবিত্র কুরআন শরীফ উনাকে পড়ে উনার হুকুম-আহকাম, আদেশ-নিষেধ জেনে সে মুতাবিক আমল করে উপদেশ গ্রহণ করতে বলা হয়েছে।

স্মরণীয় যে, মৃত্যুর উপদেশাবলীর অন্তর্ভুক্ত বিষয় হলো, যতো বড় ক্ষমতাশালী, প্রভাবশালী, জ্ঞানী-গুণী ব্যক্তিত্ব হোক কেউই মৃত্যু থেকে পরিত্রাণ পাবে না।

কেউ মৃত্যুবরণ করলে মৃত্যুর পর তিনি কোথায় যাবেন? এর উত্তর যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ তিনি উনার কালাম পাক পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে জানিয়ে দিয়েছেন। ইরশাদ মুবারক হয়েছে, “তোমরা কি করে মহান আল্লাহ পাক উনার প্রতি অবিশ্বাস করছো? অথচ তোমরা ছিলে নির্জীব অর্থাৎ অস্তিত্ববিহীন। অতঃপর মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে জীবন (অস্তিত্ব) দান করলেন। অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন। অতঃপর তিনি তোমাদেরকে পুনরায় জীবিত করবেন এবং পরিশেষে তোমরা উনার কাছেই প্রত্যাবর্তন করবে বা ফিরে যাবে।”

এ পবিত্র কালাম পাক উনার মধ্যে বর্ণিত পাঁচটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় যেমনিভাবে প্রেসিডেন্টের প্রতি সত্যে পরিণত হয়েছে, বাকি দুটি বিষয়ও নিঃসন্দেহে সত্যে পরিণত হবে। আর সেক্ষেত্রে প্রেসিডেন্ট সাহেব মহান আল্লাহ পাক উনার প্রতি কতটুকু বিশ্বাসী ছিলেন এবং কতটুকু উনার আদেশ-নিষেধসমূহ পালন ও বাস্তবায়ন করেছেন- সে হিসাব উনাকে দিতে হবে, যিনি আহকামুল হাকিমীন মহান আল্লাহ পাক উনার কাছে।

এখানে উল্লেখ্য, এদেশের সংবিধানের ৮(১), ৮(১)(ক) অনুচ্ছেদে এবং প্রস্তাবনায় উল্লিখিত ছিলো ‘সর্বশক্তিমান মহান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও বিশ্বাস।’ কিন্তু বর্তমান বাংলাদেশ সরকার সংবিধান থেকে তা অপসৃত করেছে। নাঊযুবিল্লাহ!

এখন যারা মহান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে পারে না, তাহলে তাদের পরিণতি কী হতে পারে? এর জবাব মুসলমান মাত্র কারোরই অজানা থাকার কথা নয়।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

ফাইন্ডিং নিমো বলেছেন: নিজের আইডির নাম দিছেন, সত্য সন্ধানী। আর মিথ্যা হাদীস ছড়াইতেছেন কেন? কোন হাদীসে পাইছেন, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি নির্বাক মৃত্যু আর সবাক কোরয়ান?
মহানবী সাঃ বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি কোরআন আর সুন্নাহ।
মৃত্যু নবী সাঃ রাইখা যাইবেন কেন? মৃত্যু তো নবী সাঃ আসার আগেও ছিল।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৮

সত্য সন্ধানী ১৩ বলেছেন: আমি তোমাদের জন্য দুটি উপদেশ রেখে যাচ্ছি।

২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৪

জাহাঙ্গীর জান বলেছেন: ধর্মীয় ঞান সঠিক না হলে প্রচার করা অনউচিত নয় কি ? কোথায় লিভার পোল আর কোথায় পকিরা পোল ।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

সত্য সন্ধানী ১৩ বলেছেন: আমি তোমাদের জন্য দুটি উপদেশ রেখে যাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.