![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি সত্য নয় শুধু কল্পনায় ইচ্ছের ঘুড়ি আমরাই উড়াই, স্বপ্ন গুলো সত্যি হবে তারি অপেক্ষায়......
এক নজরে আল কোরআন পরিচিতি
১. পারা সংখ্যা : ৩০ পারা।
২. সূরা সংখ্যা : ১১৪ টি।
৩. মাক্কী সূরা : ৮৬ টি।
৪. মাদানী সূরা : ২৮ টি।
৫. সবচেয়ে বড় সূরা : সূরা বাকারা (২৮৬
আয়াত)
৬. সবচেয়ে ছোট সূরা : সূরা কাউসার (৩ আয়াত)
৭. আয়াত সংখ্যা : হযরত আয়েশা (রা) এর
গণনায় ৬৬৬৬ টি, হযরত ওসমান (রা) এর
গণনায় ৬২৫০ টি এবং হযরত আলী (রা)
এর
গণনায় ৬২৩৬ টি।
৮. সর্বপ্রথম অবতীর্ণ আয়াত :
সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত।
৯. সর্বশেষ অবতীর্ণ আয়াত :
সূরা বাকারার
২৮১ নং আয়াত।
১০. শব্দ সংখ্যা : ৮৬৪৩০ টি।
১১. হরফ সংখ্যা : প্রসিদ্ধ মতে ৩২০২৬৭
টি,
আবদুল্লাহ ইবনে মাসউদের মতে ৩২২৬৭১
টি।
১২. সিজদার সংখ্যা : প্রসিদ্ধ
মতে ১৪ টি আর
ইমাম শাফেয়ীর মতে ১৫ টি।
১৩. রুকূ সংখ্যা : ৫৪০ টি।
১৪. ওয়াকফ সংখ্যা : ৫৫৮ টি।
১৫. মনযিল সংখ্যা : ৭ টি।
১৬. ওয়াদার আয়াত সংখ্যা : ১০০০ টি।
১৭. ভীতিপ্রদর্শক আয়াত সংখ্যা :১০০০টি।
১৮. আদেশসূচক আয়াত সংখ্যা : ১০০০ টি।
১৯. নিষেধ্সূচক আয়াত সংখ্যা : ১০০০ টি।
২০. উদাহরণ সম্বলিত আয়াত সংখ্যা :১০০০টি।
২১. ঘটনাবলী সম্বলিত আয়াত সংখ্যা: ১০০০ টি।
২২. হালাল নির্দেশক আয়াত সংখ্যা : ২৫০টি।
২৩. হারাম নির্দেশক আয়াত সংখ্যা : ২৫০টি।
২৪. তাসবীহ সম্বলিত আয়াত সংখ্যা : ১০০ টি।
২৫. বিবিধ বিষয়ক আয়াত সংখ্যা : ৬৬ টি।
২৬. সর্বমোট আয়াত সংখ্যা : ৬৬৬৬ টি।
২৭. আল কুর্আন অবতরণে সময় লেগেছে :২২
বছর
৫ মাস ১৪ দিন।
২৮. বিসমিল্লাহর্ উল্লেখ নেই :
সূরা তাওবার
প্রথমে।
২৯. বিসমিল্লাহ ২ বার উল্লেখ আছে :
সূরা আন্
নামলে।
৩০. আল কুরআনের মুকুট বলাহয় : সূরা আর
রাহমানকে।
৩১. আল কুরআনের কলব বলা হয় :
সূরা ইয়াসিনকে।
৩২. আল কুরআনের জননী বলা হয় :
সূরা ফাতিহাকে।
৩৩. আল কুরআনের প্রদীপ বলা হয় : সূরাআল
মূলককে।
৩৪. আল কুরআনের বন্ধু বলা হয় : আয়াতুল
কুরসীকে।
৩৫. আল কুরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় :
মানব জাতি।
©somewhere in net ltd.