নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড় ?

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

জানি সত্য নয় শুধু কল্পনায় ইচ্ছের ঘুড়ি আমরাই উড়াই, স্বপ্ন গুলো সত্যি হবে তারি অপেক্ষায়......

বৃষ্টি পড়ে টাপুর টুপুর › বিস্তারিত পোস্টঃ

তাশাহুদের ইতিহাস

১৩ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

তাশাহুদের ইতিহাস

তাশাহুদ বা আত্তাহিয়াত্যু-এর গুরুত্ব ও ইতিহাসঃ


★"তাশাহুদ" বা "আত্তাহিয়াত্যু" যা আমরা প্রতিনিয়তই নামাজে পড়ে থাকি।আমরা সকল মুসলিম ভাই বোনই এটা জেনে থাকি।কিন্তু এর ইতিহাস আমাদের অনেকেরই হয়ত জানা নাই।এটা একটা দোয়া আর কেন আমরা এ দোয়া প্রতি ওয়াক্তে পড়ে থাকি।আমি যখন এর মর্মবানীটা ব্ ইতিহাসটা জানি তখন এর গুরুত্ব আমার ভিতর আর বেশী প্রভাবিত হতে শুরু করল।আমি এর গুরুত্বটি ইংরেজিতে পড়েছি তাই আমি ভাবলাম এর বাংলা অনুবাদ করাটা জরুরী যাতে অন্য ভাইয়েরাও এর ইতিহাস সম্বন্ধে জানতে পারে। পরার পর ভাল লাগলে শেয়ার করতে পারেন।

★ইতিহাসঃ তাশাহুদ মুলত একটি কথোপোকথন আল্লাহ ও তার রাসুলের (সঃ) ভিতর যখন তিনি মিরাজে গেলেন।যখন রাসুল (সঃ) মিরাজে গিয়ে আল্লাহর সাথে দেখা করলেন তখন তিনি আল্লাহকে সালাম দেন নি কারণ আল্লাহই শান্তির ধারক ও বাহক তার কোন শান্তির প্রয়োজন নাই।তিনিই যাকে ইচ্ছে শান্তি দেন।তাই নবী কারীম (সঃ) বলেছিলেন "আত্তাহিয়াত্যু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যেবাতুহু যার বাংলা অর্থ হল-সকল প্রশংসা ও প্রার্থনা একমাত্র আল্লাহর জন্য"
প্রতুত্তরে আল্লাহ বলেন"আস্সালামু আলাইকা ইয়া-আইয়্যুহান নাবী রাহমাতুল্লাহী ওয়াবারাকাতুহু- যার বাংলা অর্থ এই যে "ইয়া নবী আপনার উপর শান্তি, আল্লাহর করুনা এবং দয়া বর্শিত হোক"।
রাসুল(সঃ) উত্তরে বলেন "আস্সালামু-আলাইনা ওয়া-ইবাদিল্লাহিস সোয়ালিহিন-আমাদের উপর এবং আল্লাহর সকল গোলামদের উপর শান্তি বর্শিত হোক"।
আল্লাহ ও তার রাসুলের এই কথোপোকথন শুনে ফেরেশতা বলেন "আসহাদু আল্লাইলাহাইল্লালাহু ওয়া -আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু-আমি সাক্ষ দিচ্ছি যে আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য আর কেউ নণ এবং এও সাক্ষ দিচ্ছি যে মোহাম্মদ (সঃ) তার প্রেরিত রাসুল ও গোলাম।
সুবাহান -আল্লাহ।
আমি-আপনি জানতে পারলাম নামাজে তাশাহুদের গুরুত্ব ও ইতিহাস। তাই ভাই আসুন অন্যকেও জানার সুযোগ দেই।
শেয়ার করতে পারেন যদি ভাল লাগে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.