![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষমেশ যে যার সন্ধ্যার কাছে ফিরে যায়,যে যার অন্ধকারের কাছে। তবুও শেষমেশ একটি নীলাভ প্রজাপতির জন্যেও যে যার স্মৃতির ফ্রেমে কষ্টকে বাঁধিয়ে রাখে। হাত বাড়ালেই ফুটে থাকা রক্তিম গোলাপ,তবুও যে যার কাঁটার কাছে ফিরে যায় একদিন। একদিন যে যার নিঃসঙ্গতার কাছে।।।
এই কিছুক্ষণ আগে আমি আমার জীবনের প্রথম ব্লগ আইডি ওপেন করলাম। ব্লগ দুনিয়ার সাথে আমার পরিচয় খুব বেশি দিনের নয়। ফেইসবুকে একদিন একটা লিঙ্ক ওপেন করার মাধ্যমে ব্লগ সম্পর্কে জানতে পারি। সেই থেকে শুরু গুগলে সার্চ দিয়ে এরপর বাংলাদেশের জনপ্রিয় সবগুলো ব্লগে নিয়মিত ভিজিট করতে লাগলাম। আর সামু ব্লগকেই আমার কাছে সবচেয়ে সেরা মনে হলো। কখনো ভাবিনি আমি ব্লগে লিখবো বা ব্লগার হবো,আর সে রকম কোন যোগ্যতাও আমার নেই। তারপরেও আইডিটা ওপেন করলাম ব্লগের প্রতি ভালোবাসার অপরিসিম টানে। আর আইডিটা ওপেন করার পর এখন আমার যে অনুভূতিটা হচ্ছে তা ভাষায় প্রকাশ করতে পারবোনা। ছোট বেলায় বাবার কাছে কোন কিছুর বায়না করলে,বাবা যদি সেটা পূরণ করতেন তখন যেরকম লাগতো। এখন অনেকটা সেরকম লাগছে। সত্যিই আজ আমি ভিষণ খুশি।
বিঃদ্রঃ আইডিটা আমি কারো সাহায্য ছাড়াই আমার ফোন দিয়ে ওপেন করেছি। এজন্য হয়তো আনন্দটা বেশি হচ্ছে।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:১৪
শাহাদাত ফাহিম বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৭
প্রবাসী পাঠক বলেছেন: সামহোয়্যার ইন ব্লগে স্বাগতম।