![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষমেশ যে যার সন্ধ্যার কাছে ফিরে যায়,যে যার অন্ধকারের কাছে। তবুও শেষমেশ একটি নীলাভ প্রজাপতির জন্যেও যে যার স্মৃতির ফ্রেমে কষ্টকে বাঁধিয়ে রাখে। হাত বাড়ালেই ফুটে থাকা রক্তিম গোলাপ,তবুও যে যার কাঁটার কাছে ফিরে যায় একদিন। একদিন যে যার নিঃসঙ্গতার কাছে।।।
অপরাজিতা দেশি লতা জাতীয় ছোট সুন্দর ফুল। বাঁশের বেড়া,গেট ও রেলিং হলো এ ফুলগাছের বেড়ে ওঠার বাহন। অপরাজিতার ফুল দেখতে বকফুল বা সিম ফুলের মতো। কোনও কোনও জাতের ফুলের আকৃতি প্রজাপতির মতো। এ জন্য ইংরেজি অপরাজিতাকে বলে বাটারফ্লাই।
কোনওটির ফুল ঘন নীল,কোনওটির হালকা নীল। অপরাজিতা ফুল সাদা রঙেরও হয়। অপরাজিতা বর্ষা ঋতুর ফুল। তবে এর সবকটি জাত বিশেষ করে নীল অপরাজিতা সারা বছর ধরে ফোটে। ধারণা করা হয় এ ফুলের জন্মাস্থান মারাক্কা দ্বীপের টারনেটি। ক্রমে এটি এ উপমহাদেশে ছড়িয়ে পড়েছে।
বৈজ্ঞানিক নাম: Clitoria Ternatea
সমনামঃClitoria albifloraMattei,Clitoria bracteataPoir.,Clitoria mearnsiiDe Wild.,Clitoria tanganicensisMicheli,Clitoria zanzibarensisVatke,Clitoria ternateaL.albahort.
বাংলা নামঃনীল অপরাজিতা।
ইংরেজি নামঃButterfly Pea.
ব্যবহারঃমূল তিতা। দাস্ত পরিষ্কার করে। রেচক ও মূত্র পরিষ্কারক। জ্বর ও পেট ব্যথায় উপকারি।
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০২
শাহাদাত ফাহিম বলেছেন: ধন্যবাদ আপনাকেও
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৪৬
শাহরীয়ার সুজন বলেছেন: অনেক কিছু জানলাম ধন্যবাদ।