নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাদাত হোসেন

শাহাদাত হোসেন

আমি এমন একজন মানুষ যে সবকিছু করতে চাই কিন্তু কিছু ঠিক মত করতে পারেনা ।

শাহাদাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

:-Dবাংলা নাটক=Dushtu-Cheler-Dol:-D

০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

একদল পান্ডা ষান্ডা পুরুষ বউ, শ্বশুর, প্রেমিকার যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পরিকল্পনা করে কিভাবে এই যন্ত্রনা থেকে মুক্তি পাওয়া যায়। পরিকল্পনা অনুযায়ী তারা ঠিক করে চাকুরীর দোহায় দিয়ে বিদেশ যাওয়ার নাম করে চলে যাবে সাতদিনের জন্য বান্দরবন । যেখানে বউয়ের চাপ নাই চেচাঁমেচি নাই প্রেমিকার হাতে চাঁদ এনে দেওয়ার মতো অসম্ভব আবদার নাই । একদম মুক্ত আকাশে স্বাধীনভাবে ঘুরে বেড়াবে ।যা ইচ্ছা তাই করে বেড়াবে ।বাধাঁ দেওয়ার জন্য বউ থাকবেনা , প্রেমিকার কিচির মিচর থাকবেনা ,একদম শান্ত পরিবেশ। পরিকল্পনা মোতাবেক সবকিছু ঠিক ঠাক চলছিলো ।কিন্তু বান্দরবনে যাওয়ার পর পর ঘটে বড় ধরনের একটা বিপত্তি । তারা যে প্লেনে করে বিদেশ যাবে বলে বউদের থেকে বিদায় নিয়ে আসছিলো সেই প্লেনটি সেই ফ্লাইটে মিসিং। মুহূর্তে সবাই চিন্তিত হয়ে পড়ে ।এখন কি হবে ? তারাতো সাতদিনের প্রস্তুতি নিয়ে আসছিলো কিন্তু এখন তো মিসিং প্লেন ফিরে না পাওয়া পর্যন্ত বাড়িতে যাওয়া যাবে না ।গেলে নিশ্চত ধরা । শুরু হয় তাদের অপেক্ষার পালা কখন মিসিং প্লেনের হদিস পাওয়া যাবে আর তারা বাড়ি ফিরে আসবে। অপেক্ষার প্রহর বাড়তে থাকে ঘটতে থাকে মজার সব কান্ডকারখানা, এদিকে তাদের টাকাও শেষ হয়ে আসতেছে। এখন কি করবে তারা প্লেন ফিরে পাওয়া পর্যন্ত অপেক্ষা করবে নাকি বাড়ি ফিরে আসবে? রেদওয়ান রনি পরিচালিত মোশারফ করিম অভিনীত সাত পর্বের দারুন একটা কমেডি নাটক। আমি যখন নাটকটি দেখে শেষ করি তখন দেখি বাড়ির সবাই আমার রুমে জড়ো হয়ে আছে। সবাই আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেনো আমি এই মাত্র পাবনা থেকে এসেছি।পরে বুঝলাম আমি নাটক দেখাকালীন এমন হাসা হাসছি যে সবাই মনে করেছিলে হয় আমাকে জ্বীনে ধরেছিল না হয় আমার মাথার তার ছিরে গেছে। যারা সিকান্দার বক্স দেখতে দেখেত ক্লান্ত হয়ে গেছেন তারা এটি দেখতে পারেন । আশা করি খারাপ লাগবেনা। আর যারা প্রাণ খুলে হাসতে চান তারাও দেখতে পারেন আশা করি না হেসে থাকতে পারবেনা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

এম রাজু আহমেদ বলেছেন: নাটকটি আমার ভীষণ ভাল লেগেছে।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১২

শাহাদাত হোসেন বলেছেন: হুমম ভালো একটা কমেডি নাটক ছিলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.