নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ

আমার ব্যক্তিগত ব্লগ

শাহানা

ইচ্ছে করে সব সময় খুব সুখে-আনন্দে থাকি

শাহানা › বিস্তারিত পোস্টঃ

তেলাপোকা নিধন

১৮ ই মে, ২০১১ রাত ১:৫৬

এখন ইদুর আর তেলাপোকা মারার ঔষধ ভ্যানে করে মাইকিং করে বিক্রি হয়। আমি দেখেছি এরা যখনই আসে, তখনই ইদুর আর তেলাপোকার অত্যাচার বেড়ে যায়।



রান্নাঘরে তেলাপোকার উৎপাত খুব বেড়ে গিয়েছিল। আমি লক্ষ্য করলাম মেঝে, সিংক আর চুলা একটু ডেটল/স্যাভলন মিশানো পানি দিয়ে মুছলে এরা খুব একটা আসে না। লাইজল ব্যবহার করেও ভাল ফল পেয়েছি। ঘর আগের চেয়ে বেশি ঝকঝকে হয়েছে। ফিনিস তেলাপোকার পাউডার ফেলে দেখেছি। প্রথম দিন বেশ তেলাপোকার ডেডবডি পাওয়া যায়, এরপর ওরা বোধহয় সাবধান হয়ে যায়। খুব একটা মরে না।



সবচেয়ে ভাল ফল পেয়েছি, ফিনিস তেলাপোকা মারার চক ব্যবহার করে। রান্নাঘরে দিয়েছি, ডবল দাগ। মোটামুরি সাড়া ঘরেই তেলাপোকা মরা পাওয়া গিয়েছে, আর রান্নাঘরের প্রায় সব তেলাপোকা মরে গেছে।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১১ রাত ২:৩৯

বহুব্রীহি বলেছেন: আপনার নাম আমার মায়ের নাম।

১৮ ই মে, ২০১১ রাত ২:৪০

শাহানা বলেছেন: আমার ছেলেও বলবে, এটা তার মায়ের নাম :)

২| ১৮ ই মে, ২০১১ রাত ২:৪৮

নতুন বলেছেন: নকরোচ দিয়া নকআউট করতাম ছোডু বেলায়.....

১৮ ই মে, ২০১১ রাত ২:৫৯

শাহানা বলেছেন: এক সময় আমরাও নকরোচ ব্যবহার করতাম। ইদুরের জন্য বেশ কার্যকর ছিল। এখন পাওয়া যায় না।

৩| ১৮ ই মে, ২০১১ রাত ২:৪৮

বহুব্রীহি বলেছেন: আপ্নে আমার কথা বুঝেন নাই...আমার মায়ের নাম আসলেই শাহানা।
ঐ কথা থাউক, বাদ দেন। হঠাৎ তেলাপোকা নিয়া পড়লেন ক্যান?
প্রচন্ড গরম পড়ছে। খুলনায় তো মাঝেসাঝেই আজকাল ৪০ এর কাছাকাছি উঠছে।
ভাল থাকুন সবসময়।

১৮ ই মে, ২০১১ রাত ৩:০৬

শাহানা বলেছেন: আমি বোঝাতে চেয়েছিলাম, আপনি যেমন বলেছেন, আপনার আম্মার নাম যেমন শাহানা, তেমনি আমার ছেলেও বলে ওর আম্মার নাম শাহানা।

আমার যখন কোন বিষয় ভাল লাগে সেটা নিয়েই লিখি। ব্যাপক তেলাপোকা নিধন করে ভাল লেগেছে।

৪| ১৮ ই মে, ২০১১ রাত ২:৫৫

বল্টু মিয়া বলেছেন: আপু চক দিয়া দেখছি লাভ হয় না। উল্টা রাতের বেলা এদের স্বৈরশাসন চলে :-P :-P

১৮ ই মে, ২০১১ রাত ৩:০৭

শাহানা বলেছেন: ফিনিশ চকটা বেশ ভাল। এটা একবার দিয়ে দেখতে পারেন।

৫| ১৮ ই মে, ২০১১ বিকাল ৩:০০

আকাশগঙ্গা বলেছেন: ছাড়পোকা মারার বুদ্বি দেন।

এখনই ,
তাড়াতাড়ি...

২০ শে মে, ২০১১ রাত ১২:২৫

শাহানা বলেছেন: এই জিনিস এখনও মারার চেষ্টা করে দেখিনি।

ছোটবেলায় আম্মাকে একবার দেখেছিলাম বিছানার তোষক সরিয়ে মোমবাতি জ্বালিয়ে খাটের কাঠের সাথে লাগাচ্ছেন, সেখান থেকে ছোট ছোট কালো পোকা বের হচ্ছে আর আম্মা মারছেন। জিগ্যেস করেছিলাম কি করছেন, আম্মা বলেছিলেন ছারপোকা মারছি।

আমি রোজ তোষকের নিচে এ্যরোসোল (মশা মারার) স্প্রে করি, যাতে কোন পোকা মাকড় বিছানায় না হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.