নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজানো উদ্দেশ্যে

আমি ৫৬ হাজার বর্গমাইলের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশের শাহান ।

শাহানছাদিক

Some People Don't Understand The Way I'm, Some Get Hurt By The Way I Talk, But What Can I Do If Thats The Real Me, Sorry I'm Not Perfect But Definitely Not Fake...!

শাহানছাদিক › বিস্তারিত পোস্টঃ

বর্তমান সরকারকে বলছি

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭

স্বৈরাচারী মনোভাব নিয়ে এই পৃথিবীতে কেউই বেশী দিন টিকতে পারে নি। প্রচণ্ড দাপুটে হিটলার আজ সবার কাছেই ধিকৃত। ফিল্ড মার্শাল আইয়ুব খানের পরিনতি সুখকর ছিল না। গৃহবন্দিত্বই ছিল ইয়াহইয়া খানের নিয়তির নির্মম পরিহাস। ফাসির দড়ির হেচকা টানে স্তব্ধ হয়ে গেছে ভুট্টোর দাম্ভিক কণ্ঠ।



কোথায় আজ মুয়াম্মদ গাদ্দাফী? জেলখানায় পঁচে মরছে মিশরের হুসনি মুবারক! ইরানের শাহের কথা মনে আছে কারও? কবরের জন্য এক টুকরো মাটি কেউ দিতে রাজি ছিল না!



ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙ্গালি জাতি তাকে অবিসংবাদিত নেতার আসনে বসিয়েছিল। তার একটি আঙ্গুলের ইশারায় জান দেয়ার জন্য প্রস্তুত থাকত লক্ষ মুক্তিসেনা।

সেই জাতির পিতার বুকে গুলি চালিয়েছিল তারই প্রিয় সন্তানেরা। শুধুমাত্র সৈরাচারি মনোভাবের কারনে। বাকশালি সিদ্ধান্তের কারনে। তাকে স্বপরিবারে নিশ্চিহ্ন করে দিয়েছিল জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধারাই। ১৫আগষ্টের কথা এখনো জাতি ভোলেনি।



সৈরাচারের বিজয়ের একটা উদাহারনও নেই পৃথিবীর দীর্ঘ ইতিহাসে।

বুদ্ধিমান সেই যে অতীত থেকে শিক্ষা নেয়। শেখ মুজিবের জনপ্রিয়তার সামনে শেখ হাসিনার জনপ্রিয়তা বিশাল সমুদ্রের সামনে একফোটা জলের সমান।



সুতরাং বর্তমান সরকারের এই বিপজ্জনক অবস্থান পৃথিবীর ইতিহাসে পরাজিত সৈরাচারের তালিকা দীর্ঘ করা ছাড়া আর কোন কাজে লাগবে না......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.