![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Some People Don't Understand The Way I'm, Some Get Hurt By The Way I Talk, But What Can I Do If Thats The Real Me, Sorry I'm Not Perfect But Definitely Not Fake...!
We see our life from different eyes. We express our emotion in different ways. Our happy times or the sad moments; it all has different meaning for us. But the emotions become stiff gradually with living the life abroad; without our friends, family, or loved ones. This documentary reveals those stiffed emotions and the hardship every student go through in the early stages of Undergraduate Life Abroad.
বাংলাদেশি কয়েক জন ৪ দিন রাত খেটে ভিডিও টা করে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশান এর বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানের জন্য।
ভিডিওটা দেখে মনটাই ভারাক্রান্ত হয়ে উঠল।অজানা দেশে আমার জীবণের প্রত্যেকটা মূহুরতের প্রতিফলন-
আজ ৩ বছর ৬ মাস হল আমাকেও পাড়ি দিতে হয়েছে সমুদ্রের ওপাড়ে এমনি এক অজানা দেশে । জীবন যে কতো কঠিন এখানে আসার পর আস্তে আস্তে বুঝতে শিখলাম।শত কষ্টের মধ্যেও জীবন চলে যায়।যায় প্রত্যেকটা দিন।উন্নত দেশে পাড়ি দিয়েছি অনেক স্বপ্ন নিয়ে কিন্তু পেছনে ফেলে এসেছি অনেক মায়া-মমতার বাঁধনকে ।একদিন হয়ত পকেট ভর্তি থাকবে টাকা,থাকবে খ্যাতি আর প্রতিপত্তি কিন্তু ফেলে আসা দিনগুলার মত উচ্ছ্বাস,সেদিন হয়ত থাকবে না।ভেবেছিলাম মাকে মোবাইলে কল করে কিছু কথা বলব কিন্তু এমন অগোছালোভাবে সব কিছু ঘটে যাওয়া আমি আর মাকে বলতে পারলাম না কারন আমি যখন দেশ থেকে চলে আসি তখন মা কান্না করেনাই কিন্তু আসার পর বোনের কাছে শুনেছি মা প্রতিদিন নামাজ পড়ে কান্না করতো।
আমি শুধু দেখাতে চেয়েছি আমরা অনেক অল্প বয়সে এসে এইখানে কেমন থাকি। বাবা মা, বন্ধু বান্ধব দের ছেড়ে আসা কতো কষ্টকর। আর আমরা কি কি হারিয়ে ফেলছি?
আশা করি সবার ভাল লাগবে.
©somewhere in net ltd.