নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কখন বলিনি সেটা বলতে চাই

শ্রাবণের রাত

স্রাবনের রাত

জীবনটা কে অন্য ভাবে প্রকাশ করত চাই

স্রাবনের রাত › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়া President এর সাথে দেখা করবেন

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

বেগম খালেদা জিয়া আবদুল হামিদের সাথে দেখা করবেন বলে, সময় চেয়েছেন । বিষয় টা নিশ্চত করেছেন শমশের মবিন চৌধুরি ।





• তারেক রহমানের মামলা থেকে খালাস,

• বিএনপির পাঁচ নেতা রিমান্ড স্থগিত ,

• খালেদা জিয়ার দেখা করার ইচ্ছা প্রকাশ এবং

• বিএনপির হরতাল না দেওয়া ।





উপরের ঘটনা গুলো দেখলে ;

আমরা শান্তি প্রিয় বাঙালি ধরে নিতে পারি কিছু একটা ঘটছে । এবং আমার ধরনা এটাই বিএনপির শেষ চেষ্টা । এরপর আর আলোচনার জন্য কিছু করা হবে না । যা হবার আর যা করার রাস্তায় হবে ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

এম আর ইকবাল বলেছেন:
আমরা আমরাইতো
ঝগড়া করে কি লাভ ।

২| ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

শাহরিয়ার খান রোজেন বলেছেন: আমরা আমরাই তো। :) :) :) :)

৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বিএনপি তো দোটানায় পড়ে গেছে। সম্মানজনক একটা পরিসমাপ্তির জন্য জরুরি অবস্থা চাইতে পারেন। তাছাড়া পথ দেখি না।

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

স্রাবনের রাত বলেছেন: দেখা যাক , কি হয়

৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

টুন্টু কুমার নাথ বলেছেন: খালেদা জিয়া এখন খুব একা। এই সময়ে কর্মীদের কাছে না পাওয়া বড়ই দু:খজনক

৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

সুফিয়া বলেছেন: বুঝে গেছেন উনি যে গোস্বা ভাঙানোর জন্য আর উনাকে সাধাসাধি করা হবে না । কাজেই --------------

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

স্রাবনের রাত বলেছেন: :) :) :) :) :)

৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৩

মাহমুদ তূর্য বলেছেন: সুফিয়া এবং আমি বলছি: বুঝে গেছেন উনি যে গোস্বা ভাঙানোর জন্য আর উনাকে সাধাসাধি করা হবে না । কাজেই --------------

=p~ =p~ =p~

৭| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: সমাধান হোক এটাই চাই।

৮| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১০

মামুন রশিদ বলেছেন: সমাধান হোক..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.