নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

পরাধীনতা

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৮



পরাধীনতা আমাদের এক করে রেখেছিল
এক করে রেখেছিল একটি ছাতার নিচে
স্বাধীনতা এসে বিভেদের ছাতা দিল তুলে
প্রতিটি মাথার ওপরে গত চার যুগ ধরে ।

পরাধীনতায় দেখিনি কে যবন,তুর্কী,ইরানী
মঙ্গোল,আরব ধারা চলেছি বয়ে মিশ্র দেহে
জেনেছি সকলি বাঙ্গাল শুধু এ বাঙ্গাল তটে
থাকে মাছে ভাতে দুদফা চাষাবাদ করে।

স্বাধীনতার ফসল কেটে নিলো ওরা
পদবী আর তকমা বুকে সাঁটা যারা
যে জন হারালো পাঁচ পাঁচটি সন্তান
গেছিল যুদ্ধে হাতে অস্ত্র বলীয়ান
সেই জননী ফেলেনা অশ্রু নেইতো সময়
সামাল দিতে সংসার প্রহর কেটে যায়।

এই ব্যাটা কুলি তুই চামার কোথাকার
সেই ব্যাটা ৭১’এ ধরেছিলো হাতিয়ার
পান বিড়ির দোকানী হয়েছে শিল্পপতি
হারিয়ে হুশ্ টাকার বশে চলেছে অন্ধগতি
চৌধুরী,খান,জায়গীরদার আর জমিদার
খানবাহাদুর ,রায়বাহাদুর সারি দিয়ে তরফদার
উচুতে বাঁধলো বাসা ভুলে গিয়ে এক ছাতার ছায়া
লাগলো ভাঁঙ্গন নদীর কুলে এলো অচেনা হাওয়া ।

সফেদ চামড়ার পেছনে ছুটলো নেংটি নেটিভের দল
ওরা নাকি এসেছিল আরব হতে নিয়ে ধর্মের কল
জিন্না আর কি দোষ করেছিলো করে ঘৃনা বাঙ্গাল
মরু ডাকাতের রক্ত যখন বানায় আমাদের কাঙ্গাল
খিচুড়ি ভাষায় চলে রেডিও ফূর্তি আহা বেশ বেশ
মনে হয় ভুলেছে এরা রবি,নজরুল,ঈশ্বর,বঙ্কিমের আবেশ

চারিদিকে লেগেছে মড়ক বাঙ্গলা ও বাঙ্গালের সব শেষ
পরাধীনতার ছাতা দেখি দিগন্তে দুলছে জোরে বেশ ।।




১৯.০৩.২০১০ শাহ আজিজ রচিত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.