নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী ফাঁস ও ফাঁস,বোমার স্প্লিনটার।। ব্লগ ২৯।১০।২০১৩

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৩

আজকের টপ ইস্যু হাসিনা-খালেদার টেলি আলাপ নেট এ ফাঁস আর চারিদিকে তা শোনার হিড়িক । আজই হয়তো সি ডি ও বেরিয়ে গেছে । আলাপ ধারন আওয়ামী পক্ষেই করা হয়েছে এবং প্রচারও সেই একই ভাবে । কম্যুনিস্টরা খুব কুটিল ও জটিল চরিত্রের হয় এবং এহেন কাজ নেই যা তারা পারেনা ।
দৃশ্যত হাসিনা আজ খুব খুশী কিন্ত এ খুশী স্থায়ী হবে না । তিনি কুবুদ্ধির পাল্লায় পড়ে নিজের ফাঁসীর রশিটা ৩৭ মিনিটে নিজেই পাকালেন । মনে হয় বি এন পি আর কোনও আলোচনার ইস্যুতে আসবে না ।
সংকট ঘনীভূত হল এবং তা সরকারের পক্ষ থেকেই ।
একজন মজুর দালাল বোমার স্প্লিনটার এ চোখ হারিয়েছেন গতকাল আর আজ এক কিশোরী তার একটি চোখ হারিয়েছে একইভাবে । হ্যাঁ , স্প্লিনটার ব্যাবহার শুরু হয়েছে এবং তা ক্রমশ ছড়িয়ে পড়ছে । বোমা ব্যাবহারের একটা প্রাতিস্ঠানিক ট্রেন্ডস্ শুরু হল বি এন পির গদির হিস্যা আন্দোলনের মাধ্যমে । আন্দোলন থামবে কিন্তু ঘাপটি মেরে থাকা ইসলামি জঙ্গি দল গুলো তালিয়া বাজাচ্ছে ঢাকাকে লাহোর বানানোর
জন্য ।।
তোমার জন্য কোনও সুখবর নেই , সুদীপ্ত ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.