নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাকীত্ব আধুনিক চীনে সমাজের বৃদ্ধ দের কুরে কুরে খাচ্ছে । কিছু একটা করা চাই তো চলে যাও সেখানে যেখানে অপেক্ষায় আছে তোমার মতো আরও এক বিরহীর , যার দরকার একটু কেয়ার এন্ড শেয়ার । সাংহাই এ সবচে বেশী ডেটিং হচ্ছে আর একাকীত্বর অবসান হচ্ছে দুটি তৃষ্ণার্ত হৃদয়ের । হাতে হাত রেখে উচ্চারিত হয় কনফুসিয়াস এর শ্লোক বা পল্লীর পুরনো গানের সুর । অথবা মুখোমুখি বসে চলছে আলাপ ছেলেমেয়েদের জিবনযাপন,নাতিপুতিদের দুষ্টুমি ভরা সময় , রোজগার এর কথা ,চীনা রাশিফল এবং জীবনের অনেক না বলা উপাখ্যান । ৭০ থেকে ৯০ তাতে কি এসো মিলিত হই জীবনের শেষ দ্বারে জানিয়ে যাই ভালোবাসা বেচে থাকে সব বয়সে সব সময়ে আমাদের এই অপূর্ব পৃথিবী তে । বুড়ো ওয়াং কক্ষনো লি বুড়ীকে দেখেনি তাতে কি হয়েছে ! জানাশোনার এইতো মাহেন্দ্রক্ষন , কি বয়েস , কি পেশায় ছিল বা কোন কুঁড়েতে থাকে এসব আর ঘাটাঘাটির ফুসরত কই ? আগেই জেনে গেছি দড়িতে ঝুলে থাকা ছোট্ট স্লিপে লেখা বয়েস,পছন্দ ইত্যাদি ইত্যাদি । মনের মতো সঙ্গি/সঙ্গিনি খুজতে আবার চালু হয়েছে ডেটিং কোম্পানি । ওরা ল্যাপটপে সব তুলে রেখে তারপর ঘটকালি করে দু পয়সা কামিয়ে নিচ্ছে । সাংহাই ছাড়া হেবেই ও সিচুয়ান প্রভিন্সে অজানা অচেনাদের মিলন মেলা হয়ে গেল কিছুকাল আগে । সাংহাই তে তো বড় ব্যানার এ লেখা “Let’s go hand in hand again” অর্থাৎ চলো আবারো হাতে হাত মেলাই । উহান নগরীর মেলায় লেখা ছিল “সঙ্গীর খোজে” ব্যানার । “Single elders dating platform” সাংহাই এর কমিউনিটি প্রোগ্রামের একটি অংশ । প্রতি দু হপ্তা পর পর মেলা বসে আর সেখানেই মিলন দুটি উত্তপ্ত হৃদয়ের । কয়েকবারের দেখা,কথা আর মনের মিলন শেষে বিয়ের পিড়িতে বসছে ৮০ বছর বয়সের বেশী যুগলেরা । এতে অনেক ৫০ ঊর্ধ্ব বিচ্ছেদকৃত,অকাল প্রয়ান এর শিকার পুরুষ এবং মহিলারাও মনের মতো সঙ্গী প্রাপ্তির আশায় হুমড়ি খেয়ে পড়ছে । টি ভি তে অনুষ্ঠান হচ্ছে বুড়োদের ডেটিং নিয়ে আর এইসব অনুষ্ঠানের জনপ্রিয়তা তুঙ্গে ।যাদের পয়সাকড়ি বেশী তারা নেট এ চ্যাট করে মনের আকুলি বিকুলি প্রকাশ করছে নির্দ্বিধায় । এরা তরুন প্রেমিক যুগলের মতো লজ্জাশীল নয় বরঞ্চ অনেক বেশী খোলা মেলা আলাপ সালাপে । কোথাও চলছে যৌথ নাচ আর বাজনা , কোমরে রেখে এক হাত আর এক হাত উপরে ধরে ধির লয়ে নাচছে ৮০র যুবতী । আসুন এবার কিছু ছবি দেখা যাক ওইসব ভালবাসার কাঙ্গালদের !!
©somewhere in net ltd.