নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

চীনের কড়চাঃ তুরফান এর আঙ্গুরক্ষেত

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

[img|http://cms.somewhereinblog.net/ciu/image/161040/small/?token_id=20e76c036100db9ece7ffd473c943dff











তুরফান এর আঙ্গুরক্ষেত খুব বিখ্যাত চীন দেশে । তুরফান শিনচিয়াং স্বায়ত্তশাসিত প্রদেশের একটি ছোট কাউনটি শহর । এটি সেই ঐতিহাসিক সিল্ক রোডের উপর অবস্থিত । কাছেই বস্তেন লেক । এই ভ্যালীটি পাথর বালু মিশ্রিত বলে এখানকার মাটি বা বালুকে আঙ্গুর উৎপাদনের সবচে উপযোগী বলা হয় । আর কাছের পানি ভর্তি লেক আদ্রতা দ্যায় পর্যাপ্ত । ৫ মাইল লম্বা ও আধা মাইল চওড়া এই আঙ্গুরক্ষেত বিদেশি ও দেশী পর্যটকদের খুব প্রিয় । এলাকাটি বিখ্যাত তারিম বেসিন ও গোবি মরুর মধ্যে অবস্থিত । তাপমাত্রা গরমে ৪০ সেলসিয়াস এর উপরে আর শীতে মাইনাস ২০ ডিগ্রি । আগস্ট মাস আঙ্গুর উৎসবের মাস । হাজার টন আঙ্গুর যায় মদ তৈরির কারখানায় আর বাক্স ভর্তি পাকা আঙ্গুর আর কিশমিশ যায় দুরদুরান্তের জনবহুল এলাকায় । উৎসবে নাচ গান খাওয়া দাওয়া আর আঙ্গুর থেকে তৈরি রেড আর হোয়াইট ওয়াইন বা মদের স্বাদ নেয় সবাই । দেশী এবং বিদেশি মদ তৈরির কারখানা গড়ে উঠেছে তুরফান কে ঘিরে । ডাইনাসটির তৈরি রেড ওয়াইন ও সাদা ওয়াইন আমি খেয়েছি একসময় । মনেই হয়নি এটা চীনে তৈরি, ভালো করে পড়ে দেখি আরে! এতো চীনের মাল হে !
আসুন সরাসরি আঙ্গুরক্ষেতেই নিয়ে যাই আপনাদের । আঙ্গুর আর অপূর্ব সুন্দরী উইঘুর রমণীর যৌথ বাদন মুগ্ধ করবে সবাইকে ।












































মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১০

ম্যাংগো পিপল বলেছেন: যাইতে মন চায়। জানুয়ারীতে যাবার ইচ্ছা আছে।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২১

শাহ আজিজ বলেছেন: জানুয়ারিতে প্রচণ্ড শীত , -২০ সেল। সহ্য করতে পারবেন না এবং পুরো আঙ্গুর বাগান তুষারে ঢাকা থাকবে । আগস্ট সহনশীল সময় এবং এই সময়ে আঙ্গুর উৎসব হয় ।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

ম্যাংগো পিপল বলেছেন: ইনফো দেবার জন্য অনেক ধন্যবাদ ভাই, আসলে আমি ''তুরফান'' নয় ব্যাবসার কাজে গুয়াংজু যেতে চাচ্ছি। এই ব্যাপারে কিছু ইনফো দিতে পারবেন।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

শাহ আজিজ বলেছেন: গুয়াং টৌ তে কারো সাথে যোগাযোগ নিশ্চয় হয়েছে ?? [email protected] এ মেইল করুন ।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫০

ম্যাংগো পিপল বলেছেন: বস মেইল দিছি,

[email protected]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.